ETV Bharat / bharat

দু'মাসের জন্য বিনামূল্যে খাদ্য়শস্য 8 কোটি পরিযায়ী শ্রমিককে

আত্মনির্ভর ভারত অভিযানের আর্থিক প্যাকেজের দ্বিতীয় দিনের বিশ্লেষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, দু'মাসের জন্য বিনামূল্যে খাদ্য়শস্য সরবরাহ করা হবে 8 কোটি পরিযায়ী শ্রমিককে ।

ছবি
ছবি
author img

By

Published : May 14, 2020, 4:56 PM IST

Updated : May 14, 2020, 5:31 PM IST

দিল্লি, 14 মে : সাংবাদিক বৈঠকে গতকাল আত্মনির্ভর ভারত অভিযানের আর্থিক প্যাকেজে দেশের ছোটো, মাঝারি, ক্ষুদ্র শিল্প, EPF, আয়কর সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজ দ্বিতীয় দিনে আত্মনির্ভর ভারত অভিযানে মূলত ভিন রাজ্যের শ্রমিক ও কৃষকদের ক্ষেত্রে নানা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী । নির্মলা সীতারমন জানান, দেশের এই পরিস্থিতিতে দু'মাসের জন্য বিনামূল্যে খাদ্য়শস্য সরবরাহ করা হবে 8 কোটি পরিযায়ী শ্রমিককে ।

অর্থমন্ত্রীর বক্তব্য, "8 কোটি পরিযায়ী শ্রমিককে বিনামূল্যে খাদ্য়শস্য সরবরাহ করা হবে। তাঁদের জন্য 3 হাজার 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । এক্ষেত্রে রেশন কার্ড না থাকলেও মিলবে রেশন । প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, পাঁচ কেজি করে গম ও এক কেজি করে ডাল দেওয়া হবে ।" তিনি জানান, রাজ্যে ফেরার পর তাঁদের 100 দিনের কাজেও আরও বেশি করে সুবিধা দেওয়া হবে ।

ওয়ান নেশন, ওয়ান রেশনের কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী। বলেন, "2021 সালের মার্চ মাসের মধ্যে গোটা দেশে একটি রেশন কার্ডের ব্যবস্থা করা হবে । এতে উপকৃত হবে 23টি রাজ্যের 67 কোটি মানুষ । এর জেরে একটি নির্দিষ্ট রাজ্যের রেশন কার্ড থাকা ব্যক্তি দেশের যে কোনও প্রান্তের যে রেশন দোকান থেকে খাদ্যশস্য নিতে পারবেন । "

আজকের সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী জানান, শেলটার হোমে থাকা শ্রমিকদের জন্য দিনে তিনবার করে খাবার দেওয়া হচ্ছে । ইতিমধ্যেই ভিনরাজ্যের শ্রমিকদের থাকা ও খাওয়ার জন্য 11 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যগুলিকে ।

দিল্লি, 14 মে : সাংবাদিক বৈঠকে গতকাল আত্মনির্ভর ভারত অভিযানের আর্থিক প্যাকেজে দেশের ছোটো, মাঝারি, ক্ষুদ্র শিল্প, EPF, আয়কর সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজ দ্বিতীয় দিনে আত্মনির্ভর ভারত অভিযানে মূলত ভিন রাজ্যের শ্রমিক ও কৃষকদের ক্ষেত্রে নানা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী । নির্মলা সীতারমন জানান, দেশের এই পরিস্থিতিতে দু'মাসের জন্য বিনামূল্যে খাদ্য়শস্য সরবরাহ করা হবে 8 কোটি পরিযায়ী শ্রমিককে ।

অর্থমন্ত্রীর বক্তব্য, "8 কোটি পরিযায়ী শ্রমিককে বিনামূল্যে খাদ্য়শস্য সরবরাহ করা হবে। তাঁদের জন্য 3 হাজার 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । এক্ষেত্রে রেশন কার্ড না থাকলেও মিলবে রেশন । প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, পাঁচ কেজি করে গম ও এক কেজি করে ডাল দেওয়া হবে ।" তিনি জানান, রাজ্যে ফেরার পর তাঁদের 100 দিনের কাজেও আরও বেশি করে সুবিধা দেওয়া হবে ।

ওয়ান নেশন, ওয়ান রেশনের কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী। বলেন, "2021 সালের মার্চ মাসের মধ্যে গোটা দেশে একটি রেশন কার্ডের ব্যবস্থা করা হবে । এতে উপকৃত হবে 23টি রাজ্যের 67 কোটি মানুষ । এর জেরে একটি নির্দিষ্ট রাজ্যের রেশন কার্ড থাকা ব্যক্তি দেশের যে কোনও প্রান্তের যে রেশন দোকান থেকে খাদ্যশস্য নিতে পারবেন । "

আজকের সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী জানান, শেলটার হোমে থাকা শ্রমিকদের জন্য দিনে তিনবার করে খাবার দেওয়া হচ্ছে । ইতিমধ্যেই ভিনরাজ্যের শ্রমিকদের থাকা ও খাওয়ার জন্য 11 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যগুলিকে ।

Last Updated : May 14, 2020, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.