ETV Bharat / bharat

বিহার থেকে পশ্চিমবঙ্গে আসার পথে 91 লাখ টাকা সহ গ্রেপ্তার চার - জিটি রোড

সামনেই বিহারে বিধানসভা নির্বাচন ৷ আর পটনা আয়কর দপ্তরের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালায় পুলিশ ৷॥

ধানবাদ থানা
ধানবাদ থানা
author img

By

Published : Sep 30, 2020, 9:27 PM IST

ধানবাদ, 30 সেপ্টেম্বর : কোল-অঞ্চল থেকে বিহারের গয়া হয়ে পশ্চিমবঙ্গ যাওয়ার পথে বারবাড্ডা থানার পুলিশের জালে চার ব্যক্তি ৷ তাদের থেকে উদ্ধার 91 লাখের বেশি টাকা ও একটি পিস্তল ৷ ধানবাদ থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে ৷

সামনেই বিহারে বিধানসভা নির্বাচন ৷ আর পটনা আয়কর দপ্তরের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালায় বারবাড্ডা থানার পুলিশ ৷ তবে এই বিষয়ে পটনা আয়কর দপ্তর বা ধানবাদ থানার পুলিশ কেউই কিছু বলছেন না ৷ সমস্ত কর্মকর্তাই মিডিয়াকে এড়িয়ে চলছে ৷

গোপন সূত্র থেকে পটনা আয়কর দপ্তর জানতে যে গয়া থেকে কিছু লোক পশ্চিমবঙ্গ যাচ্ছেন এক বিশাল অঙ্কের টাকা নিয়ে ৷ এর পরে আয়কর দপ্তর ধানবাদ পুলিশকে বিষয়টি অবহিত করে। আয়কর বিভাগের তথ্যের ভিত্তিতে বারবাড্ডা থানার পুলিশ জিটি রোডে কিসাণ চৌকে নাকা চেকিংয়ের শুরু করে। এক সময় একটি বিলাসবহুল গাড়ি থেকে 91 লাখ 5 হাজারেরও বেশি টাকা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে।

ধানবাদ, 30 সেপ্টেম্বর : কোল-অঞ্চল থেকে বিহারের গয়া হয়ে পশ্চিমবঙ্গ যাওয়ার পথে বারবাড্ডা থানার পুলিশের জালে চার ব্যক্তি ৷ তাদের থেকে উদ্ধার 91 লাখের বেশি টাকা ও একটি পিস্তল ৷ ধানবাদ থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে ৷

সামনেই বিহারে বিধানসভা নির্বাচন ৷ আর পটনা আয়কর দপ্তরের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালায় বারবাড্ডা থানার পুলিশ ৷ তবে এই বিষয়ে পটনা আয়কর দপ্তর বা ধানবাদ থানার পুলিশ কেউই কিছু বলছেন না ৷ সমস্ত কর্মকর্তাই মিডিয়াকে এড়িয়ে চলছে ৷

গোপন সূত্র থেকে পটনা আয়কর দপ্তর জানতে যে গয়া থেকে কিছু লোক পশ্চিমবঙ্গ যাচ্ছেন এক বিশাল অঙ্কের টাকা নিয়ে ৷ এর পরে আয়কর দপ্তর ধানবাদ পুলিশকে বিষয়টি অবহিত করে। আয়কর বিভাগের তথ্যের ভিত্তিতে বারবাড্ডা থানার পুলিশ জিটি রোডে কিসাণ চৌকে নাকা চেকিংয়ের শুরু করে। এক সময় একটি বিলাসবহুল গাড়ি থেকে 91 লাখ 5 হাজারেরও বেশি টাকা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.