শ্রীনগর, 7 জুন: পুলওয়ামার লসসিপোরায় সেনা-জঙ্গি গুলির লড়াই । নিকেশ 4 জঙ্গি । নিহতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি AK রাইফেল । আরও জঙ্গি লুকিয়ে রয়েছি কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান চলছে । পুলিশ সূত্রে খবর, নিহতরা জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য।
ওই এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে আজ ভোররাতে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও CRPF । তল্লাশির সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । পালটা জবাব দেয় নিরাপত্তাবাহনী । শুরু হয় গুলির লড়াই । শেষ পর্যন্ত 4 জঙ্গি খতম হয় ।
জানা গেছে, নিহত ৪ জনের মধ্যে 2 জন স্পেশাল পুলিশ অফিসার ছিল । গতকাল অস্ত্রসহ পুলিশ ক্যাম্প থেকে নিখোঁজ হয়ে যায় তারা ।
বুধবার পুলওয়ামার একটি বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় নীগিনা বানু নামে এক মহিলার । আহত হন মহম্মদ সুলতান নামে এক ব্যক্তি । এরপর গতকাল সকালে পুলওয়ামার পুলিশ ব্যারাক থেকে নিখোঁজ হয়ে যায় দুই বিশেষ পুলিশ অফিসার শাবির আহমেদ দার ও বসির আহমেদ খান। সার্ভিস রাইফেল নিয়ে তারা উধাও হয়ে যায়। মৃত 4 জনের মধ্যে এই দু'জন রয়েছে কি না, তা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে ।