ETV Bharat / bharat

চিন থেকে ফেরার পরেই জ্বর, হায়দরাবাদে বিশেষ পর্যবেক্ষণে চারজন - হায়দরাবাদে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চারজন ভরতি হাসপাতালে

ডিসেম্বরের শেষ সপ্তাহে চিন থেকে হায়দরাবাদে ফেরেন চারজন । এরপরই জ্বরে আক্রান্ত হন । হায়দরাবাদের একটি হাসপাতালে বিশেষ ওয়ার্ডে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

corona
corona
author img

By

Published : Jan 28, 2020, 10:57 PM IST

হায়দরাবাদ, 28 জানুয়ারি : করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হায়দরাবাদে চারজনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে । চিন থেকে ফেরার পর একটি সরকারি হাসপাতালে তাঁদের ভরতি করা হয় । এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে । হাসপাতালের একটি বিশেষ ওয়ার্ডে ওই চারজনকে রাখা হয়েছে ।

ডিসেম্বরের শেষ সপ্তাহে চিন থেকে শহরে ফেরেন তাঁরা । এরপরই জ্বরে আক্রান্ত হন । করোনা ভাইরাসে আক্রান্ত হলে যে ধরণের উপসর্গ দেখা যায়, তা রয়েছে ওই চারজনের । চিকিৎসার জন্য ওই চারজন হাসপাতালে এসেছিলেন । তারপরই তাঁদের ভরতি করে নেওয়া হয় ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই চারজনকে 24 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । সোয়াব টেস্ট করতে পাঠানো হয়েছে । রিপোর্ট এখনও আসেনি । তাই এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত কি না ।

হায়দরাবাদ, 28 জানুয়ারি : করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হায়দরাবাদে চারজনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে । চিন থেকে ফেরার পর একটি সরকারি হাসপাতালে তাঁদের ভরতি করা হয় । এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে । হাসপাতালের একটি বিশেষ ওয়ার্ডে ওই চারজনকে রাখা হয়েছে ।

ডিসেম্বরের শেষ সপ্তাহে চিন থেকে শহরে ফেরেন তাঁরা । এরপরই জ্বরে আক্রান্ত হন । করোনা ভাইরাসে আক্রান্ত হলে যে ধরণের উপসর্গ দেখা যায়, তা রয়েছে ওই চারজনের । চিকিৎসার জন্য ওই চারজন হাসপাতালে এসেছিলেন । তারপরই তাঁদের ভরতি করে নেওয়া হয় ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই চারজনকে 24 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । সোয়াব টেস্ট করতে পাঠানো হয়েছে । রিপোর্ট এখনও আসেনি । তাই এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত কি না ।

Jehanabad (Bihar), Jan 28 (ANI): JNU student Sharjeel Imam, who was recently arrested by Delhi Police in Bihar's Jehanabad has been produced in front of the court on January 28. The Delhi Police are taking the transit remand from Bihar and also trying to bring him to Delhi from the shortest possible route. The JNU student had been booked for sedition by police. Imam stoked controversy with his "cut off Assam from India" remark. Jehanabad Police had detained Sharjeel's younger brother Muzammil Imam in the wee hours. The Crime Branch of Delhi Police on Sunday booked Sharjeel for his controversial speech that he allegedly made a few days ago.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.