হায়দরাবাদ, 28 জানুয়ারি : করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হায়দরাবাদে চারজনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে । চিন থেকে ফেরার পর একটি সরকারি হাসপাতালে তাঁদের ভরতি করা হয় । এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে । হাসপাতালের একটি বিশেষ ওয়ার্ডে ওই চারজনকে রাখা হয়েছে ।
ডিসেম্বরের শেষ সপ্তাহে চিন থেকে শহরে ফেরেন তাঁরা । এরপরই জ্বরে আক্রান্ত হন । করোনা ভাইরাসে আক্রান্ত হলে যে ধরণের উপসর্গ দেখা যায়, তা রয়েছে ওই চারজনের । চিকিৎসার জন্য ওই চারজন হাসপাতালে এসেছিলেন । তারপরই তাঁদের ভরতি করে নেওয়া হয় ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই চারজনকে 24 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । সোয়াব টেস্ট করতে পাঠানো হয়েছে । রিপোর্ট এখনও আসেনি । তাই এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত কি না ।