ETV Bharat / bharat

কুলগামে গুলির লড়াই, নিকেশ 4 জঙ্গি - কুলগামে জঙ্গি হামলা, মৃত 4 জঙ্গি আহত এক সেনা অফিসার

ফের কাশ্মীরে গুলির লড়াই । কুলগামে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ 4 জঙ্গি ৷ জখম এক জওয়ান ।

Four militants were killed while an army officer injured in a gunfight at Asthal village of South Kashmir's Kulgam district
কুলগামে জঙ্গি হামলা, মৃত 4 জঙ্গি আহত এক সেনা অফিসার
author img

By

Published : Apr 27, 2020, 12:09 AM IST

শ্রীনগর, 26 এপ্রিল : দক্ষিণ কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল চার জঙ্গির । ঘটনায় এক জওয়ান জখম হয়েছেন বলে খবর ।

আজ রাত 8টা নাগাদ আস্থাল গ্রামের কাছে টহল দেওয়ার সময় জওয়ানদের উপর হামলা চালায় জঙ্গিরা । পালটা গুলি চালান জওয়ানরাও । দু'পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই ।

এক সেনা আধিকারিক ETV ভারতকে বলেন, জওয়ানদের গুলিতে ঘটনাস্থানেই 4 জঙ্গির মৃত্যু হয় ৷ এক জওয়ানের পায়ে গুলি লাগে ৷ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

প্রায় 30 জন জঙ্গি আজ হামলা চালিয়েছিল বলে সেনা সূত্রে খবর । মৃত জঙ্গিদের মধ্যে একজন জইশ-ই-মহম্মদের কমান্ডারও ছিল বলে জানা গেছে ৷

শ্রীনগর, 26 এপ্রিল : দক্ষিণ কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল চার জঙ্গির । ঘটনায় এক জওয়ান জখম হয়েছেন বলে খবর ।

আজ রাত 8টা নাগাদ আস্থাল গ্রামের কাছে টহল দেওয়ার সময় জওয়ানদের উপর হামলা চালায় জঙ্গিরা । পালটা গুলি চালান জওয়ানরাও । দু'পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই ।

এক সেনা আধিকারিক ETV ভারতকে বলেন, জওয়ানদের গুলিতে ঘটনাস্থানেই 4 জঙ্গির মৃত্যু হয় ৷ এক জওয়ানের পায়ে গুলি লাগে ৷ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

প্রায় 30 জন জঙ্গি আজ হামলা চালিয়েছিল বলে সেনা সূত্রে খবর । মৃত জঙ্গিদের মধ্যে একজন জইশ-ই-মহম্মদের কমান্ডারও ছিল বলে জানা গেছে ৷

For All Latest Updates

TAGGED:

encounter
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.