দিল্লি, 3 অক্টোবর : দিল্লিতে জইশ-ই-মহম্মদের চার জঙ্গি উপস্থিত রয়েছে । এরকমই আশঙ্কার কথা জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । গোয়েন্দা সূত্রে আরও খবর, 4 জঙ্গির কাছেই ভারী মাত্রায় অস্ত্রশস্ত্র রয়েছে । গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে দিল্লিজুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে । উৎসবের মরশুমে এই জঙ্গিরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা । দিল্লির জনবহুল এলাকাতে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা । এই পরিস্থিতিতে শ্রীনগরের বায়ুসেনা ঘাঁটিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে হত্যার ছকের খবর কয়েকদিন আগেই পেয়েছিলেন গোয়েন্দারা । জানা গেছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-র এক মেজর জইশের সঙ্গে হাত মিলিয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করছে ।
গোয়েন্দা সূত্রে খবর, জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর এই হামলার ছক কষা হয়েছে ৷ 5 অগাস্টের পর থেকেই জইশ এদেশে আত্মঘাতী জঙ্গিদের পাঠাতে শুরু করেছে ৷ পাকিস্তানি সেনার মদতে আত্মঘাতী জঙ্গিদের একটা বড় দলকে চলতি মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান অধিকৃত হাজি-পির সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে দেখা গেছে ৷ যদিও সে প্রচেষ্টা বানচাল করেছে ভারতীয় সেনা ।