ETV Bharat / bharat

দিল্লিতে জইশের 4 সশস্ত্র জঙ্গি, গোয়েন্দা রিপোর্টে জারি সতর্কতা - দিল্লিতে উপস্থিত জইশের 4 সশস্ত্র জঙ্গি

দিল্লিজুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে । দিল্লিতে জইশ-ই-মহম্মদের চার জঙ্গির উপস্থিতি নিয়ে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই সতর্কতা জারি কার হয় । জঙ্গিদের খোঁজে দিল্লির জনবহুল এলাকাতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা ।

দিল্লিতে উপস্থিত জইশের 4 সশস্ত্র জঙ্গি, জারি কড়া সতর্কতা
author img

By

Published : Oct 3, 2019, 1:01 PM IST

দিল্লি, 3 অক্টোবর : দিল্লিতে জইশ-ই-মহম্মদের চার জঙ্গি উপস্থিত রয়েছে । এরকমই আশঙ্কার কথা জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । গোয়েন্দা সূত্রে আরও খবর, 4 জঙ্গির কাছেই ভারী মাত্রায় অস্ত্রশস্ত্র রয়েছে । গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে দিল্লিজুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে । উৎসবের মরশুমে এই জঙ্গিরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা । দিল্লির জনবহুল এলাকাতে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা । এই পরিস্থিতিতে শ্রীনগরের বায়ুসেনা ঘাঁটিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে হত্যার ছকের খবর কয়েকদিন আগেই পেয়েছিলেন গোয়েন্দারা । জানা গেছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-র এক মেজর জইশের সঙ্গে হাত মিলিয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করছে ।

গোয়েন্দা সূত্রে খবর, জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর এই হামলার ছক কষা হয়েছে ৷ 5 অগাস্টের পর থেকেই জইশ এদেশে আত্মঘাতী জঙ্গিদের পাঠাতে শুরু করেছে ৷ পাকিস্তানি সেনার মদতে আত্মঘাতী জঙ্গিদের একটা বড় দলকে চলতি মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান অধিকৃত হাজি-পির সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে দেখা গেছে ৷ যদিও সে প্রচেষ্টা বানচাল করেছে ভারতীয় সেনা ।

দিল্লি, 3 অক্টোবর : দিল্লিতে জইশ-ই-মহম্মদের চার জঙ্গি উপস্থিত রয়েছে । এরকমই আশঙ্কার কথা জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । গোয়েন্দা সূত্রে আরও খবর, 4 জঙ্গির কাছেই ভারী মাত্রায় অস্ত্রশস্ত্র রয়েছে । গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে দিল্লিজুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে । উৎসবের মরশুমে এই জঙ্গিরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা । দিল্লির জনবহুল এলাকাতে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা । এই পরিস্থিতিতে শ্রীনগরের বায়ুসেনা ঘাঁটিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে হত্যার ছকের খবর কয়েকদিন আগেই পেয়েছিলেন গোয়েন্দারা । জানা গেছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-র এক মেজর জইশের সঙ্গে হাত মিলিয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করছে ।

গোয়েন্দা সূত্রে খবর, জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর এই হামলার ছক কষা হয়েছে ৷ 5 অগাস্টের পর থেকেই জইশ এদেশে আত্মঘাতী জঙ্গিদের পাঠাতে শুরু করেছে ৷ পাকিস্তানি সেনার মদতে আত্মঘাতী জঙ্গিদের একটা বড় দলকে চলতি মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান অধিকৃত হাজি-পির সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে দেখা গেছে ৷ যদিও সে প্রচেষ্টা বানচাল করেছে ভারতীয় সেনা ।

Patna (Bihar), Oct 03 (ANI): Many parts of Bihar including capital Patna are battling flood situation. Patna's Pataliputra Colony and Rajendra Nagar continued to reel under impact of flood. Heavy flood threw normal life out of gear. NDRF teams are also continuously rescuing the trapped locals.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.