দিল্লি, 3 ডিসেম্বর: চন্দ্রপৃষ্ঠে খোঁজ মিলল চন্দ্রযান 2 এস ল্যান্ডার বিক্রমের । আজ এক টুইট বার্তায় এই কথা জানিয়েছে NASA । মার্কিন স্পেস এজেন্সি অনেকদিন ধরেই বিক্রমের খোঁজ করছিল । অবশেষে আজ চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান 2 এস ল্যান্ডার বিক্রমের সন্ধান মিলল । NASA LRO অরবিটের ছবি তুলে তা টুইটারে প্রকাশ করেছে ।
এক বিজ্ঞপ্তিতে NASA জানিয়েছে, চন্দ্রযান চন্দ্রপৃষ্ঠে যেখানে আছড়ে পড়ে সেখান থেকে উত্তর-পশ্চিমে 750 মিটার দূরে এর সন্ধান পাওয়া গিয়েছে ।
শানমুগা সুভ্রামনিয়াম LRO অরবিটের সন্ধান পায় । এরপর তা LROC দল চন্দ্রযান সম্বন্ধে নিশ্চিত করে ।
চন্দ্রযান চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার আগেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর । কয়েকদিন পরে NASA জানায় চন্দ্রযানের Hard ল্যান্ডিং হয়েছে । চন্দ্রযানের তিনটি প্রধান উপাদানের মধ্যে অন্যতম ল্যান্ডার বিক্রমের দক্ষিণ মেরু থেকে 2.1 কিলোমিটার দুরে সন্ধান পাওয়া যায় । 22 জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় GSLV MARKIII রকেট থেকে চন্দ্রযান 2 এর উৎক্ষেপণ করা হয় ।