ETV Bharat / bharat

প্রয়াত প্রণব মুখোপাধ্যায় - প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । বয়স হয়েছিল 84 বছর ।

Pranab mukherjee passes away
ছবি
author img

By

Published : Aug 31, 2020, 5:54 PM IST

Updated : Aug 31, 2020, 8:30 PM IST

দিল্লি, 31 অগাস্ট : প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । বয়স হয়েছিল 84 বছর । দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । মাথায় রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন । সেখানে তাঁর কোরোনা সংক্রমণের কথাও জানা যায় । আজ বিকেল 5 টা 46 মিনিটে টুইটারে প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর খবর জানান তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় । টুইট করেছেন প্রণবকন্যা শর্মিষ্ঠাও । টুইটারে প্রণব মুখোপাধ্যায়ের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “সবারে আমি প্রণাম করে যাই” ।

  • With a Heavy Heart , this is to inform you that my father Shri #PranabMukherjee has just passed away inspite of the best efforts of Doctors of RR Hospital & prayers ,duas & prarthanas from people throughout India !
    I thank all of You 🙏

    — Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

10 অগাস্ট তিনি বাথরুমে পড়ে গেছিলেন । তখনই মাথায় আঘাত লাগে প্রণববাবুর । তাঁকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় । তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গেছিল । একইসঙ্গে কোভিড আক্রান্তও ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ।

  • “সবারে আমি প্রনাম করে যাই”
    I bow to all🙏

    Baba, taking the liberty to quote from your favourite poet to say your final goodbye to all.

    You have led a full, meaningful life in service of the nation, in service of our people.

    I feel blessed to have been born as your daugher. pic.twitter.com/etYfZXzZ1j

    — Sharmistha Mukherjee (@Sharmistha_GK) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংকটজনক অবস্থায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । অস্ত্রোপচার সফল হয় । কিন্তু বিপদ কাটেনি । অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে । 11 অগাস্ট তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় । চিকিৎসকরা জানান, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক । এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । নতুন করে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় । নিয়মিত রক্ততরলের ওষুধ খেতেন প্রণববাবু, সেই কারণেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না বলে মত ছিল চিকিৎসকদের । একসময় চিকিৎসায় সাড়া দেওয়াও বন্ধ করেন তিনি ।

আজ বিকেল 5 টা 46 মিনিটে টুইট করে প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর কথা নিশ্চিত করেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় । 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন । 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন । 1980 সাল থেকে 85 সাল পর্যন্ত রাজ্যসভায় নেতা পদে নিযুক্ত ছিলেন । 2004 থেকে 2012 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জঙ্গিপুরে সাংসদ ছিলেন । 2019 সালে ভারতরত্ন পান প্রণব মুখোপাধ্যায় ।

দিল্লি, 31 অগাস্ট : প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । বয়স হয়েছিল 84 বছর । দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । মাথায় রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন । সেখানে তাঁর কোরোনা সংক্রমণের কথাও জানা যায় । আজ বিকেল 5 টা 46 মিনিটে টুইটারে প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর খবর জানান তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় । টুইট করেছেন প্রণবকন্যা শর্মিষ্ঠাও । টুইটারে প্রণব মুখোপাধ্যায়ের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “সবারে আমি প্রণাম করে যাই” ।

  • With a Heavy Heart , this is to inform you that my father Shri #PranabMukherjee has just passed away inspite of the best efforts of Doctors of RR Hospital & prayers ,duas & prarthanas from people throughout India !
    I thank all of You 🙏

    — Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

10 অগাস্ট তিনি বাথরুমে পড়ে গেছিলেন । তখনই মাথায় আঘাত লাগে প্রণববাবুর । তাঁকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় । তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গেছিল । একইসঙ্গে কোভিড আক্রান্তও ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ।

  • “সবারে আমি প্রনাম করে যাই”
    I bow to all🙏

    Baba, taking the liberty to quote from your favourite poet to say your final goodbye to all.

    You have led a full, meaningful life in service of the nation, in service of our people.

    I feel blessed to have been born as your daugher. pic.twitter.com/etYfZXzZ1j

    — Sharmistha Mukherjee (@Sharmistha_GK) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংকটজনক অবস্থায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । অস্ত্রোপচার সফল হয় । কিন্তু বিপদ কাটেনি । অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে । 11 অগাস্ট তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় । চিকিৎসকরা জানান, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক । এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । নতুন করে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় । নিয়মিত রক্ততরলের ওষুধ খেতেন প্রণববাবু, সেই কারণেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না বলে মত ছিল চিকিৎসকদের । একসময় চিকিৎসায় সাড়া দেওয়াও বন্ধ করেন তিনি ।

আজ বিকেল 5 টা 46 মিনিটে টুইট করে প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর কথা নিশ্চিত করেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় । 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন । 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন । 1980 সাল থেকে 85 সাল পর্যন্ত রাজ্যসভায় নেতা পদে নিযুক্ত ছিলেন । 2004 থেকে 2012 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জঙ্গিপুরে সাংসদ ছিলেন । 2019 সালে ভারতরত্ন পান প্রণব মুখোপাধ্যায় ।

Last Updated : Aug 31, 2020, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.