কালাবুর্গী, 28 জুলাই : প্রয়াত কর্নাটকের প্রাক্তন মন্ত্রী রাজামদন গোপাল নায়ক । বয়স হয়েছিল 70 । কোরোনায় আক্রান্ত হয়ে গতকাল তিনি মারা যান। কর্নাটকের উত্তরের কালবুর্গির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
কালবুর্গির এক জেলা স্বাস্থ্য আধিকারিক, K S মল্লিকার্জুন জানান , মদন গোপাল নায়ক কোরোনায় আক্রান্ত হন । এরপর তাঁর বাসস্থান ইয়াদিগিরের সুরপুর থেকে তাকে ESI হাসপাতালে নিয়ে আসা হয় । গতকাল ESI হাসপাতালে কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান । তিনি 23 জুলাই হাসপাতালে ভরতি হয়েছিলেন ।
মদন গোপাল নায়ক 1992 থেকে 1994 পর্যন্ত বিরাপ্পা মইলি কংগ্রেস সরকারের আমলে মন্ত্রী ছিলেন । সম্প্রতি তিনি হৃদজনিত রোগ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন । তিনি প্রথম রাজনীতিবিদ যিনি কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান ।
জেলা স্বাস্থ্য আধিকারিক জানায় , হাসপাতালে ভরতির পর তাঁর লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । তাতে তাঁর কোরোনা ভাইরাস ধরা পড়ে । এরপর তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয় ।
2013 সালের এপ্রিলে তিনি BJP তে যোগ দেন । এবং কংগ্রেসের রাজা বেন কাটাপ্পার প্রতিদ্বন্দ্বিতায় হেরে যান ।