ETV Bharat / bharat

চন্দা কোছারের 78 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র - 78 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র

ছবি
ছবি
author img

By

Published : Jan 10, 2020, 4:31 PM IST

Updated : Jan 10, 2020, 5:31 PM IST

16:27 January 10

2012 সালে ক্ষমতার ব্যবহার করে ভিডিয়োকনের ম্যানেজিং ডিরেক্টর বেণুগোপাল ধূতকে 3 হাজার 250 কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে চন্দা কোচারের বিরুদ্ধে । শুরু হয় তদন্ত । আজ আজ মুম্বইয়ের ফ্ল্যাট, একটি কম্পানির সম্পত্তি সহ মোট 78 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED।

মুম্বই, 10 জানুয়ারি : ICICI ব্যাঙ্কের প্রাক্তন MD ও CEO চন্দা কোছারের মুম্বইয়ের ফ্ল্যাটসহ 78 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ।  

চন্দার বিরুদ্ধে অভিযোগ ছিল, 2012 সালে তিনি তাঁর ক্ষমতার ব্যবহার করে ভিডিয়োকনের ম্যানেজিং ডিরেক্টর বেণুগোপাল ধূতকে 3 হাজার 250 কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছিলেন । এতে তিনি ও তাঁর স্বামী দীপক কোছারও বিশেষ সুবিধা পান । এরপর ঘটনার তদন্তে নামে ED । চন্দা কোছার, স্বামী দীপক কোছার ও ভিডিয়োকনের ম্যানেজিং ডিরেক্টর বেণুগোপাল ধূতের বাড়িতে তল্লাশি চালায় ED-কর্তারা । পরে 2018 সালের 5 ডিসেম্বর CEO পদ থেকে সরতে চেয়ে ইস্তফা দেন চন্দা । কিন্তু, ICICI ব্যাঙ্ক তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে ৷ গতমাসে বম্বে হাইকোর্টকে RBI জানিয়েছিল, পুরো ঘটনাটি আইনানুযায়ী হয়েছে । চন্দা কোছারকে পদ থেকে সরিয়ে তাঁর মৌলিক অধিকার খর্ব করা হয়নি ।   

আজ মুম্বইয়ের ফ্ল্যাট, একটি কম্পানির সম্পত্তি সহ মোট 78 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED। 

16:27 January 10

2012 সালে ক্ষমতার ব্যবহার করে ভিডিয়োকনের ম্যানেজিং ডিরেক্টর বেণুগোপাল ধূতকে 3 হাজার 250 কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে চন্দা কোচারের বিরুদ্ধে । শুরু হয় তদন্ত । আজ আজ মুম্বইয়ের ফ্ল্যাট, একটি কম্পানির সম্পত্তি সহ মোট 78 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED।

মুম্বই, 10 জানুয়ারি : ICICI ব্যাঙ্কের প্রাক্তন MD ও CEO চন্দা কোছারের মুম্বইয়ের ফ্ল্যাটসহ 78 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ।  

চন্দার বিরুদ্ধে অভিযোগ ছিল, 2012 সালে তিনি তাঁর ক্ষমতার ব্যবহার করে ভিডিয়োকনের ম্যানেজিং ডিরেক্টর বেণুগোপাল ধূতকে 3 হাজার 250 কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছিলেন । এতে তিনি ও তাঁর স্বামী দীপক কোছারও বিশেষ সুবিধা পান । এরপর ঘটনার তদন্তে নামে ED । চন্দা কোছার, স্বামী দীপক কোছার ও ভিডিয়োকনের ম্যানেজিং ডিরেক্টর বেণুগোপাল ধূতের বাড়িতে তল্লাশি চালায় ED-কর্তারা । পরে 2018 সালের 5 ডিসেম্বর CEO পদ থেকে সরতে চেয়ে ইস্তফা দেন চন্দা । কিন্তু, ICICI ব্যাঙ্ক তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে ৷ গতমাসে বম্বে হাইকোর্টকে RBI জানিয়েছিল, পুরো ঘটনাটি আইনানুযায়ী হয়েছে । চন্দা কোছারকে পদ থেকে সরিয়ে তাঁর মৌলিক অধিকার খর্ব করা হয়নি ।   

আজ মুম্বইয়ের ফ্ল্যাট, একটি কম্পানির সম্পত্তি সহ মোট 78 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED। 

Mumbai, Jan 10 (ANI): Ahead of Australia-India 3-match ODI series starting January 14, Australian skipper Aaron Finch addressed a press conference in Mumbai. Speaking at the PC, he stated that in India one should be much disciplined with the basics. "I think in India, you have to be much disciplined with the basics. A lot of time we get caught up in worrying about things that are not that relevant, all that we need to do is get the basics right," said Aaron Finch.
Last Updated : Jan 10, 2020, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.