মুম্বই, 10 জানুয়ারি : ICICI ব্যাঙ্কের প্রাক্তন MD ও CEO চন্দা কোছারের মুম্বইয়ের ফ্ল্যাটসহ 78 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ।
চন্দার বিরুদ্ধে অভিযোগ ছিল, 2012 সালে তিনি তাঁর ক্ষমতার ব্যবহার করে ভিডিয়োকনের ম্যানেজিং ডিরেক্টর বেণুগোপাল ধূতকে 3 হাজার 250 কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছিলেন । এতে তিনি ও তাঁর স্বামী দীপক কোছারও বিশেষ সুবিধা পান । এরপর ঘটনার তদন্তে নামে ED । চন্দা কোছার, স্বামী দীপক কোছার ও ভিডিয়োকনের ম্যানেজিং ডিরেক্টর বেণুগোপাল ধূতের বাড়িতে তল্লাশি চালায় ED-কর্তারা । পরে 2018 সালের 5 ডিসেম্বর CEO পদ থেকে সরতে চেয়ে ইস্তফা দেন চন্দা । কিন্তু, ICICI ব্যাঙ্ক তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে ৷ গতমাসে বম্বে হাইকোর্টকে RBI জানিয়েছিল, পুরো ঘটনাটি আইনানুযায়ী হয়েছে । চন্দা কোছারকে পদ থেকে সরিয়ে তাঁর মৌলিক অধিকার খর্ব করা হয়নি ।
আজ মুম্বইয়ের ফ্ল্যাট, একটি কম্পানির সম্পত্তি সহ মোট 78 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED।