আহমেদাবাদ, 28 জুন: কোরোনা আক্রান্ত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী শংকর সিং বাঘেলা। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই তিনি জ্বর-সর্দি কাশিতে ভুগছেন। চিকিৎসকদের পরামর্শ মতো গান্ধিনগরে নিজের বাড়িতেই কোয়ারানটিনে ছিলেন তিনি। এরপরেই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পরই তাঁকে বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়েছে। এপ্রসঙ্গে তাঁর আপ্ত সহায়ক বলেন, “শনিবার তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে। চিকিৎসকদের পরামর্শমতো রবিবার সকালে তাঁকে বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়েছে।” সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
উল্লেখ্য, এখনও পর্যন্ত গুজরাতে কোরোনায় আক্রান্ত হয়েছেন 30 হাজার 709 জন। যার মধ্যে অ্যাকটিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 6 হাজার 511 জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন 22 হাজার 409 জন। এই রাজ্যে কোরোনায় মৃত্যু হয়েছে 1 হাজার 789 জনের।
প্রসঙ্গত, দেশে আজ রেকর্ড কোরোনা আক্রান্তের হদিস মিলেছে। গত 24 ঘণ্টায় কোরোনা সংক্রমিত হয়েছেন 19 হাজার 906 জন। মৃত্যু হয়েছে 410 জনের। এই নিয়ে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 5 লাখ 28 হাজার 859। মৃতের সংখ্যা ইতিমধ্যেই 16 হাজারের গণ্ডি পার করেছে। অপরদিকে, গত 24 ঘণ্টায় দেশে কোরোনা মুক্ত হয়েছেন প্রায় 15 হাজার মানুষ। এই নিয়ে দেশে মোট কোরোনামুক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 3 লাখ 9 হাজার 713 জন।