ETV Bharat / bharat

বাড়িতে ঢুকে প্রাক্তন DMK মেয়রসহ 3 জনকে কুপিয়ে খুন তামিলনাড়ুতে - DMK

তামিলনাড়ুর তিরুনেলভেলিতে দম্পতিসহ পরিচারিকাকে কুপিয়ে খুন ৷

দম্পতিসহ পরিচারিকাকে কুপিয়ে খুন
author img

By

Published : Jul 24, 2019, 11:15 AM IST

তিরুনেলভেলি (তামিলনাড়ু), 24 জুলাই : দম্পতিসহ পরিচারিকাকে কুপিয়ে খুন ৷ তামিলনাড়ুর তিরুনেলভেলির ঘটনা ৷ মৃতদের মধ্যে রয়েছেন DMK-এর প্রাক্তন মেয়র উমা মাহেশ্বরী (61), তাঁর স্বামী মুরুগা শঙ্করন (65) ও বাড়ির পরিচারিকা ৷

তামিলনাড়ুর তিরুনেলভেলিতে মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে ৷ 1996-2001 সাল পর্যন্ত তিরুনেলভেলির মেয়র ছিলেন উমা মাহেশ্বরী ৷ পুলিশ জানিয়েছে, দুপুর তিনটে নাগাদ খুন করা হয়েছে এই পরিবারের তিনজনকে ৷

প্রাথমিক তদন্তে অনুমান, সম্পত্তির বিবাদজনিত কারণে তিনজনকে খুন করা হয়েছে ৷ কারণ যথেষ্ট নিরাপত্তা সত্ত্বেও বাড়ির ভিতরে কাচ ভেঙে দিনের আলোয় কী ভাবে কেউ খুন করতে পারে, তা নিয়েই তদন্তের গতিপ্রকৃতি নির্ধারণের চেষ্টা করছে পুলিশ ৷

বাড়ির কাছেই থাকেন দম্পতির মেয়ে ৷ বাবা-মাকে রোজই দেখতে আসতেন তিনি ৷ বাড়ি এসে তিনিই প্রথম মৃতদেহগুলি দেখেন ৷

তিরুনেলভেলি (তামিলনাড়ু), 24 জুলাই : দম্পতিসহ পরিচারিকাকে কুপিয়ে খুন ৷ তামিলনাড়ুর তিরুনেলভেলির ঘটনা ৷ মৃতদের মধ্যে রয়েছেন DMK-এর প্রাক্তন মেয়র উমা মাহেশ্বরী (61), তাঁর স্বামী মুরুগা শঙ্করন (65) ও বাড়ির পরিচারিকা ৷

তামিলনাড়ুর তিরুনেলভেলিতে মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে ৷ 1996-2001 সাল পর্যন্ত তিরুনেলভেলির মেয়র ছিলেন উমা মাহেশ্বরী ৷ পুলিশ জানিয়েছে, দুপুর তিনটে নাগাদ খুন করা হয়েছে এই পরিবারের তিনজনকে ৷

প্রাথমিক তদন্তে অনুমান, সম্পত্তির বিবাদজনিত কারণে তিনজনকে খুন করা হয়েছে ৷ কারণ যথেষ্ট নিরাপত্তা সত্ত্বেও বাড়ির ভিতরে কাচ ভেঙে দিনের আলোয় কী ভাবে কেউ খুন করতে পারে, তা নিয়েই তদন্তের গতিপ্রকৃতি নির্ধারণের চেষ্টা করছে পুলিশ ৷

বাড়ির কাছেই থাকেন দম্পতির মেয়ে ৷ বাবা-মাকে রোজই দেখতে আসতেন তিনি ৷ বাড়ি এসে তিনিই প্রথম মৃতদেহগুলি দেখেন ৷

Thiruvananthapuram (Kerala), July 24 (ANI): In a bizarre incident, a dog was found abandoned by its owner in Kerala's Thiruvananthapuram for having an 'illicit relationship' with a dog next door. The white Pomeranian dog, about three years old, was found abandoned outside the World Market in Chackai, Thiruvananthapuram. The dog was rescued by People For Animals (PFA) volunteer, Shameen, who found a note attached to its collar and was shocked to read it. The note written in Malayalam reads - "The dog is a really nice breed. It is well-behaved. It does not require a large amount of food. It does not have any diseases. It is bathed once every five days. Only issue is that it barks a little. It hasn't bitten anyone in three years. Used to give it mainly milk, biscuit and raw eggs. It is being abandoned because of 'illicit relationship' with a dog in the neighbourhood." "I was informed that a dog was found near Wall Market Gate, I went there and brought her home," Shameen told ANI. She added that although dogs are usually abandoned due to injury or sickness, this was the first time she had seen a dog abandoned for an "illicit relationship."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.