ETV Bharat / bharat

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত প্রয়াত

প্রয়াত হলেন দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 20, 2019, 4:13 PM IST

Updated : Jul 20, 2019, 7:56 PM IST

দিল্লি, 20 জুলাই : গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ছিলেন তিনি । তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন । কংগ্রেসের অন্যতম পরিচিত সেই মুখ, শীলা দীক্ষিত প্রয়াত হলেন । আজ দিল্লির একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন 81 বছরের এই কংগ্রেস নেত্রী । দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধিসহ আরও অনেকে । শোক জানিয়েছেন কংগ্রেস, BJP, তৃণমূলসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন দিল্লির এই প্রাক্তন মুখ্যমন্ত্রী । আজ সকাল সাড়ে 10 টার সময় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । বিকেল 3.30 টে নাগাদ সেখানেই প্রয়াত হন তিনি । দিল্লির শীর্ষকংগ্রেস নেতাদের অন্যতম ছিলেন তিনি । 1998 সাল থেকে 2013 পর্যন্ত একটানা 15 বছর ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী । 2013-তে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে পরাজিত হন তিনি । সোনিয়া গান্ধির অত্যন্ত ঘনিষ্ট শীলা দীক্ষিতকে তারপর তেমনভাবে আর দিল্লির রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি । মুখ্যমন্ত্রীত্ব হারানোর পর কেরলের রাজ্যপাল হিসেবে কাজ চালিয়েছিলেন কিছুদিন । 2014 সালের মার্চ থেকে অগাস্ট পর্যন্ত সে দায়িত্ব সামলান । 2017 সালে কংগ্রেস উত্তরপ্রদেশে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়াইয়ে নামতে চেয়েছিল । যদিও সেই চেষ্টা সফল হয়নি । এবছরই দিল্লির প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি ।

1938 সালে 31 মার্চ পঞ্জাবের কাপুরথালায় এক ক্ষত্রি পরিবারে জন্ম তাঁর । পঞ্জাবে জন্ম হলেও পড়াশোনা দিল্লিতেই । দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাশ করেন । জন্ম পঞ্জাবে এবং পড়াশোনা দিল্লিতে হলেও শীলা দীক্ষিতের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক রয়েছে । তাঁর সঙ্গে বিয়ে হয় বিনোদ দীক্ষিতের । যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল উমাশংকর দীক্ষিতের ছেলে । বিয়ের পর উত্তরপ্রদেশ চলে গেছিলেন তিনি । তাঁর দুই সন্তানের মধ্যে সন্দীপ দীক্ষিত লোকসভার প্রাক্তন সদস্য ।

  • दिल्ली की पूर्व मुख्यमंत्री और एक वरिष्ठ राजनेता श्रीमती शीला दीक्षित के निधन के बारे में जानकर दुख हुआ। उनका कार्यकाल राजधानी दिल्ली के लिए महत्वपूर्ण परिवर्तन का दौर था जिसके लिए उन्हें याद किया जाएगा। उनके परिवार व सहयोगियों के प्रति मेरी शोक-संवेदनाएं — राष्ट्रपति कोविन्द

    — President of India (@rashtrapatibhvn) July 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস ঘরানার অন্যতম প্রবীন এই নেত্রী প্রথম থেকেই ছিলেন অত্যন্ত অনুগামী । 1984 থেকে 1989 পর্যন্ত উত্তরপ্রদেশের কনৌজ থেকে সংসদে গেছিলেন । পরবর্তী সময়ে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হন । তাঁর মুখ্যমন্ত্রীত্বের সময় অন্যতম বিতর্কিত বিষয় কমনওয়েলথ গেমস দুর্নীতি । তাঁর নামে একাধিক অভিযোগ ওঠে ।

  • Deeply saddened by the demise of Sheila Dikshit Ji. Blessed with a warm and affable personality, she made a noteworthy contribution to Delhi’s development. Condolences to her family and supporters. Om Shanti. pic.twitter.com/jERrvJlQ4X

    — Narendra Modi (@narendramodi) July 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, 'শীলা দীক্ষিতের প্রয়াণে গভীরভাবে শোকাহত ৷ তিনি বন্ধুর মতো মিশতেন ৷ দিল্লির উন্নয়নে তাঁর অবদান উল্লেখযোগ্য ৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'যখন আমি সাংসদ হই, তিনি সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন ৷ আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ৷ তাঁকে খুব মনে পড়বে ৷'

Sheila Dikshit
শ্রদ্ধাজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শোকবার্তায় রাহুল গান্ধি লেখেন, 'শীলা দীক্ষিতের প্রয়াণের খবর পেয়ে ভেঙে পড়ি ৷ কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক ছিলেন ৷ আমাদের ব্যাক্তিগত সম্পর্ক নিবিড় ছিল ৷' শোকপ্রকাশ করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । লিখেছেন, 'দিল্লির জন্য অপূরণীয় ক্ষতি ৷ তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ বিদেহী আত্মার শান্তি কামনা করছি ৷'

দেখুন ভিডিয়ো

দিল্লি, 20 জুলাই : গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ছিলেন তিনি । তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন । কংগ্রেসের অন্যতম পরিচিত সেই মুখ, শীলা দীক্ষিত প্রয়াত হলেন । আজ দিল্লির একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন 81 বছরের এই কংগ্রেস নেত্রী । দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধিসহ আরও অনেকে । শোক জানিয়েছেন কংগ্রেস, BJP, তৃণমূলসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন দিল্লির এই প্রাক্তন মুখ্যমন্ত্রী । আজ সকাল সাড়ে 10 টার সময় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । বিকেল 3.30 টে নাগাদ সেখানেই প্রয়াত হন তিনি । দিল্লির শীর্ষকংগ্রেস নেতাদের অন্যতম ছিলেন তিনি । 1998 সাল থেকে 2013 পর্যন্ত একটানা 15 বছর ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী । 2013-তে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে পরাজিত হন তিনি । সোনিয়া গান্ধির অত্যন্ত ঘনিষ্ট শীলা দীক্ষিতকে তারপর তেমনভাবে আর দিল্লির রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি । মুখ্যমন্ত্রীত্ব হারানোর পর কেরলের রাজ্যপাল হিসেবে কাজ চালিয়েছিলেন কিছুদিন । 2014 সালের মার্চ থেকে অগাস্ট পর্যন্ত সে দায়িত্ব সামলান । 2017 সালে কংগ্রেস উত্তরপ্রদেশে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়াইয়ে নামতে চেয়েছিল । যদিও সেই চেষ্টা সফল হয়নি । এবছরই দিল্লির প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি ।

1938 সালে 31 মার্চ পঞ্জাবের কাপুরথালায় এক ক্ষত্রি পরিবারে জন্ম তাঁর । পঞ্জাবে জন্ম হলেও পড়াশোনা দিল্লিতেই । দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাশ করেন । জন্ম পঞ্জাবে এবং পড়াশোনা দিল্লিতে হলেও শীলা দীক্ষিতের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক রয়েছে । তাঁর সঙ্গে বিয়ে হয় বিনোদ দীক্ষিতের । যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল উমাশংকর দীক্ষিতের ছেলে । বিয়ের পর উত্তরপ্রদেশ চলে গেছিলেন তিনি । তাঁর দুই সন্তানের মধ্যে সন্দীপ দীক্ষিত লোকসভার প্রাক্তন সদস্য ।

  • दिल्ली की पूर्व मुख्यमंत्री और एक वरिष्ठ राजनेता श्रीमती शीला दीक्षित के निधन के बारे में जानकर दुख हुआ। उनका कार्यकाल राजधानी दिल्ली के लिए महत्वपूर्ण परिवर्तन का दौर था जिसके लिए उन्हें याद किया जाएगा। उनके परिवार व सहयोगियों के प्रति मेरी शोक-संवेदनाएं — राष्ट्रपति कोविन्द

    — President of India (@rashtrapatibhvn) July 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস ঘরানার অন্যতম প্রবীন এই নেত্রী প্রথম থেকেই ছিলেন অত্যন্ত অনুগামী । 1984 থেকে 1989 পর্যন্ত উত্তরপ্রদেশের কনৌজ থেকে সংসদে গেছিলেন । পরবর্তী সময়ে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হন । তাঁর মুখ্যমন্ত্রীত্বের সময় অন্যতম বিতর্কিত বিষয় কমনওয়েলথ গেমস দুর্নীতি । তাঁর নামে একাধিক অভিযোগ ওঠে ।

  • Deeply saddened by the demise of Sheila Dikshit Ji. Blessed with a warm and affable personality, she made a noteworthy contribution to Delhi’s development. Condolences to her family and supporters. Om Shanti. pic.twitter.com/jERrvJlQ4X

    — Narendra Modi (@narendramodi) July 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, 'শীলা দীক্ষিতের প্রয়াণে গভীরভাবে শোকাহত ৷ তিনি বন্ধুর মতো মিশতেন ৷ দিল্লির উন্নয়নে তাঁর অবদান উল্লেখযোগ্য ৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'যখন আমি সাংসদ হই, তিনি সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন ৷ আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ৷ তাঁকে খুব মনে পড়বে ৷'

Sheila Dikshit
শ্রদ্ধাজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শোকবার্তায় রাহুল গান্ধি লেখেন, 'শীলা দীক্ষিতের প্রয়াণের খবর পেয়ে ভেঙে পড়ি ৷ কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক ছিলেন ৷ আমাদের ব্যাক্তিগত সম্পর্ক নিবিড় ছিল ৷' শোকপ্রকাশ করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । লিখেছেন, 'দিল্লির জন্য অপূরণীয় ক্ষতি ৷ তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ বিদেহী আত্মার শান্তি কামনা করছি ৷'

দেখুন ভিডিয়ো
Varanasi (UP), July 20 (ANI): All India Trinamool Congress (AITC) delegation sat on a 'dharna' at Varanasi airport, after they were stopped by police there. They were on their way to meet the victims of Sonbhadra's firing case. While speaking on this issue, TMC leader Derek O'Brien said, "ADM and SP have told us that we have been detained. We have told them that it can't be Sec-144 (prohibits assembly of more than 4 people) as only 3 of us are here. We intend to proceed to BHU Trauma Centre to meet the injured and then go to Sonbhadra."
Last Updated : Jul 20, 2019, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.