ETV Bharat / bharat

হাথরসে ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলেনি, 11 দিন পর নমুনা পরীক্ষা নিয়ে প্রশ্ন - Forensic Report On Hathras Victim

হাথরসে যুবতিকে গণধর্ষণ করা হয়নি । ফরেনসিক রিপোর্টে তাই বলা হয়েছে । যদিও ঘটনার 11 দিন পর নমুনা পরীক্ষা কতটা সঠিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা ।

ছবি
ছবি
author img

By

Published : Oct 5, 2020, 2:00 PM IST

লখনউ, 5 অক্টোবর : হাথরসের ঘটনা নিয়ে ইতিমধ্যে কম জলঘোলা হয়নি ৷ বিরোধীরা সরব হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ৷ তারমধ্যেই কয়েকদিন আগে উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয় ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি ৷ আর এরপর ফরেনসিক রিপোর্টেও একই কথা জানানো হল ৷ বলা হল , "যুবতিকে ধর্ষণ বা গণধর্ষণের কোনওটাই হয়নি ৷"

আগ্রার ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে ওই যুবতির নমুনা পরীক্ষা করা হয় ৷ তখনই ফরেনসিক দল জানায়, ধর্ষণ হয়নি তাঁর ৷ যদিও ঘটনার 11 দিন পর নমুনা পরীক্ষা কতটা সঠিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা ।

এর আগে উত্তরপ্রদেশ পুলিশ দাবি করে, ময়নাতদন্তের রিপোর্টে যুবতির ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি ৷ ঘাড়ে আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয় ৷ ফরেনসিক রিপোর্ট আসার পর পুলিশের বক্তব্য, ফরেনসিক রিপোর্টেও ধর্ষণের কোনও চিহ্ন নেই ৷ এর থেকে প্রমাণিত কিছু মানুষ জাত-পাতের ভিত্তিতে বিষয়টিকে ঘোরানোর চেষ্টা করছে ৷ তবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷

এদিকে, বিশেষজ্ঞদের মতামত ভিন্ন ৷ তাঁদের বক্তব্য, ঘটনার এগারো দিন কেটে যাওয়ার পর যুবতির নমুনা আগ্রার ফরেনসিক ল্যাবে পাঠানো হয় ৷ এতদিন বাদে স্বাভাবিকভাবেই কোনও প্রমাণ পাওয়া যেতে পারে না ৷ 22 সেপ্টেম্বর আলিগড় হাসপাতালে যুবতির নমুনা সংগ্রহ হয় ৷ সেই দিনই বয়ান নেওয়া হয় নির্যাতিতার ৷ তাই শুধু নমুনা নয় , তদন্তে বয়ানও সমান উপযোগী ৷ এরপর তিনদিন বাদে অর্থাৎ 25 সেপ্টেম্বর আগ্রায় ফরেনসিক ল্যাবরেটরিতে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জওহরলাল নেহেরু মেডিকেল কলেজের চিকিৎসকরা ফরেনসিক রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁরা বলেন, নমুনা পাওয়ার পরই পরীক্ষা আর 11 দিন পর পরীক্ষার রিপোর্ট আলাদা হবে ।

14 সেপ্টেম্বর মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন যুবতি ৷ অভিযোগ, সেই সময় তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে যায় ও গণধর্ষণ করে চারজন৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল । JNMC-এ চিকিৎসা চলছিল যুবতির । অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার দিল্লির সফদরজং হাসপাতালে ভরতি করা হয় । সেখান থেকে পরে AIIMS-এ নিয়ে আসা হয় । চিকিৎসকরা জানান, ওই যুবতির শিরদাঁড়ায় গুরুতর আঘাত ছিল । যার জন্য তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন । শ্বাসও নিতে পারছিলেন না যুবতি । অবশেষে 29 সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর ৷

লখনউ, 5 অক্টোবর : হাথরসের ঘটনা নিয়ে ইতিমধ্যে কম জলঘোলা হয়নি ৷ বিরোধীরা সরব হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ৷ তারমধ্যেই কয়েকদিন আগে উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয় ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি ৷ আর এরপর ফরেনসিক রিপোর্টেও একই কথা জানানো হল ৷ বলা হল , "যুবতিকে ধর্ষণ বা গণধর্ষণের কোনওটাই হয়নি ৷"

আগ্রার ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে ওই যুবতির নমুনা পরীক্ষা করা হয় ৷ তখনই ফরেনসিক দল জানায়, ধর্ষণ হয়নি তাঁর ৷ যদিও ঘটনার 11 দিন পর নমুনা পরীক্ষা কতটা সঠিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা ।

এর আগে উত্তরপ্রদেশ পুলিশ দাবি করে, ময়নাতদন্তের রিপোর্টে যুবতির ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি ৷ ঘাড়ে আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয় ৷ ফরেনসিক রিপোর্ট আসার পর পুলিশের বক্তব্য, ফরেনসিক রিপোর্টেও ধর্ষণের কোনও চিহ্ন নেই ৷ এর থেকে প্রমাণিত কিছু মানুষ জাত-পাতের ভিত্তিতে বিষয়টিকে ঘোরানোর চেষ্টা করছে ৷ তবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷

এদিকে, বিশেষজ্ঞদের মতামত ভিন্ন ৷ তাঁদের বক্তব্য, ঘটনার এগারো দিন কেটে যাওয়ার পর যুবতির নমুনা আগ্রার ফরেনসিক ল্যাবে পাঠানো হয় ৷ এতদিন বাদে স্বাভাবিকভাবেই কোনও প্রমাণ পাওয়া যেতে পারে না ৷ 22 সেপ্টেম্বর আলিগড় হাসপাতালে যুবতির নমুনা সংগ্রহ হয় ৷ সেই দিনই বয়ান নেওয়া হয় নির্যাতিতার ৷ তাই শুধু নমুনা নয় , তদন্তে বয়ানও সমান উপযোগী ৷ এরপর তিনদিন বাদে অর্থাৎ 25 সেপ্টেম্বর আগ্রায় ফরেনসিক ল্যাবরেটরিতে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জওহরলাল নেহেরু মেডিকেল কলেজের চিকিৎসকরা ফরেনসিক রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁরা বলেন, নমুনা পাওয়ার পরই পরীক্ষা আর 11 দিন পর পরীক্ষার রিপোর্ট আলাদা হবে ।

14 সেপ্টেম্বর মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন যুবতি ৷ অভিযোগ, সেই সময় তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে যায় ও গণধর্ষণ করে চারজন৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল । JNMC-এ চিকিৎসা চলছিল যুবতির । অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার দিল্লির সফদরজং হাসপাতালে ভরতি করা হয় । সেখান থেকে পরে AIIMS-এ নিয়ে আসা হয় । চিকিৎসকরা জানান, ওই যুবতির শিরদাঁড়ায় গুরুতর আঘাত ছিল । যার জন্য তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন । শ্বাসও নিতে পারছিলেন না যুবতি । অবশেষে 29 সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.