ETV Bharat / bharat

ছয় গাড়ির কনভয় নিয়ে মন্দিরে কমল নাথের আত্মীয়, তরজা শুরু BJP-কংগ্রেসে - cong

মুখ্যমন্ত্রীর আত্মীয় তাই ছ'টি গাড়ির বিশাল কনভয় নিয়ে মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী কমল নাথের আত্মীয়রা । ঘটনায় অস্বস্তিতে কমল নাথ প্রশাসন ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 6, 2019, 10:50 PM IST

ভোপাল, 6 জুন : তাঁরা মুখ্যমন্ত্রীর আত্মীয় । আর পাঁচজন সাধারণের মতো মন্দিরে যাবেন ? হতেই পারে না । তাইতো বিশাল কনভয় নিয়ে মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী কমল নাথের আত্মীয়রা । কী ছিল না ছ'টি গাড়ির সেই কনভয়তে । অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পুলিশের তিনটি এসকর্ট কার, প্রায় সবই ।

মুখ্যমন্ত্রী কমল নাথের ভাইপো, ভাইজিরা মঙ্গলবার গেছিলেন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে । সেখান থেকে তাঁরা গেছিলেন মঙ্গলনাথ মন্দিরেও । কিন্তু গোটা রাস্তা বন্ধ করে বিশাল কনভয় নিয়ে যেভাবে তাঁরা গেলেন, সেই ঘটনায় অস্বস্তিতে কমল নাথ প্রশাসন ।

মুখ্যমন্ত্রীর আত্মীয় বলে এভাবে VIP সুবিধে পাওয়া যায় কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা । কার অনুমতিতে এমন নিরাপত্তার বন্দোবস্ত করা হল তা নিয়ে মুখ খোলেনি জেলা প্রশাসন । যদিও কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, কোনও বিশেষ অতিরিক্ত সুবিধা মুখ্যমন্ত্রীর পরিবারকে দেওয়া হয়নি । প্রোটোকল অনুযায়ী যা নিয়ম তাই পালন করা হয়েছে । স্থানীয় প্রশাসন নিয়ম মেনেই এই পদক্ষেপ করেছেন ।

অন্যদিকে, BJP-র দাবি, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পরিবার বলেই এমন ব্যবস্থা । যা সম্পূর্ণ নীতি বিরুদ্ধ ।

ভোপাল, 6 জুন : তাঁরা মুখ্যমন্ত্রীর আত্মীয় । আর পাঁচজন সাধারণের মতো মন্দিরে যাবেন ? হতেই পারে না । তাইতো বিশাল কনভয় নিয়ে মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী কমল নাথের আত্মীয়রা । কী ছিল না ছ'টি গাড়ির সেই কনভয়তে । অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পুলিশের তিনটি এসকর্ট কার, প্রায় সবই ।

মুখ্যমন্ত্রী কমল নাথের ভাইপো, ভাইজিরা মঙ্গলবার গেছিলেন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে । সেখান থেকে তাঁরা গেছিলেন মঙ্গলনাথ মন্দিরেও । কিন্তু গোটা রাস্তা বন্ধ করে বিশাল কনভয় নিয়ে যেভাবে তাঁরা গেলেন, সেই ঘটনায় অস্বস্তিতে কমল নাথ প্রশাসন ।

মুখ্যমন্ত্রীর আত্মীয় বলে এভাবে VIP সুবিধে পাওয়া যায় কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা । কার অনুমতিতে এমন নিরাপত্তার বন্দোবস্ত করা হল তা নিয়ে মুখ খোলেনি জেলা প্রশাসন । যদিও কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, কোনও বিশেষ অতিরিক্ত সুবিধা মুখ্যমন্ত্রীর পরিবারকে দেওয়া হয়নি । প্রোটোকল অনুযায়ী যা নিয়ম তাই পালন করা হয়েছে । স্থানীয় প্রশাসন নিয়ম মেনেই এই পদক্ষেপ করেছেন ।

অন্যদিকে, BJP-র দাবি, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পরিবার বলেই এমন ব্যবস্থা । যা সম্পূর্ণ নীতি বিরুদ্ধ ।

Chennai, Jun 06 (ANI): Residents of Royapuram near Chennai protested against the water crisis in the area. Furious over intense water crisis, residents blocked the road with empty pots in hands. The protest hampered the vehicular transportation which was later cleared by the police. Parts of India including Tamil Nadu are reeling due to intense heatwave this summer.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.