ভোপাল, 6 জুন : তাঁরা মুখ্যমন্ত্রীর আত্মীয় । আর পাঁচজন সাধারণের মতো মন্দিরে যাবেন ? হতেই পারে না । তাইতো বিশাল কনভয় নিয়ে মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী কমল নাথের আত্মীয়রা । কী ছিল না ছ'টি গাড়ির সেই কনভয়তে । অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পুলিশের তিনটি এসকর্ট কার, প্রায় সবই ।
মুখ্যমন্ত্রী কমল নাথের ভাইপো, ভাইজিরা মঙ্গলবার গেছিলেন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে । সেখান থেকে তাঁরা গেছিলেন মঙ্গলনাথ মন্দিরেও । কিন্তু গোটা রাস্তা বন্ধ করে বিশাল কনভয় নিয়ে যেভাবে তাঁরা গেলেন, সেই ঘটনায় অস্বস্তিতে কমল নাথ প্রশাসন ।
মুখ্যমন্ত্রীর আত্মীয় বলে এভাবে VIP সুবিধে পাওয়া যায় কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা । কার অনুমতিতে এমন নিরাপত্তার বন্দোবস্ত করা হল তা নিয়ে মুখ খোলেনি জেলা প্রশাসন । যদিও কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, কোনও বিশেষ অতিরিক্ত সুবিধা মুখ্যমন্ত্রীর পরিবারকে দেওয়া হয়নি । প্রোটোকল অনুযায়ী যা নিয়ম তাই পালন করা হয়েছে । স্থানীয় প্রশাসন নিয়ম মেনেই এই পদক্ষেপ করেছেন ।
অন্যদিকে, BJP-র দাবি, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পরিবার বলেই এমন ব্যবস্থা । যা সম্পূর্ণ নীতি বিরুদ্ধ ।