শ্রীনগর, 18 অগাস্ট : সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিপথে চালিত করে জঙ্গিরা । তাদের রুখতে সচেষ্ট জম্মু কাশ্মীর পুলিশ । আজ একথা জানালেন ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ দিলবাগ সিং । সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আইন-শৃঙ্খলা রক্ষার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদও জানান ।
DGP বলেন, "রাজ্য পুলিশ, আধা সেনা ও সেনা দারুণ কাজ করেছে । সেইসঙ্গে রাজ্যের মানুষের সহযোগিতাও ভোলা যাবে না ।" তাঁর কথায়, "রাতের অন্ধকারে সুনসান রাস্তায় কারোর পায়ের শব্দ পেলেই সতর্ক হয়ে যেতেন CRPF জওয়ানরা । সজাগ হয়ে থাকতেন, যাতে কাশ্মীরের কোথাও কোনও সমস্যা না হয় । কয়েকজন জওয়ানের কাজ শেষও হত না । রাত তাঁদের কাছে হয়ে উঠত আরও চ্যালেঞ্জিং । সকালে শুরুটাও হয়তো টহলদারি চালিয়ে ।"
আরও পড়ুন : "দেশ কীভাবে চালাতে হবে, তা কারোর কাছে শেখার দরকার নেই,"- রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি আকবরুদ্দিন
5 অগাস্ট 370 ধারা অবলুপ্ত হয় । সেদিন থেকে কাশ্মীরে নিরাপত্তা কড়াকড়ি করে প্রশাসন । যদিও 370 ধারা অবলুপ্তি নিয়ে কিছু বলতে চাননি দিলবাগ । তাঁর কথায়, "আশা করি এবার রাজ্যে ইতিবাচক উন্নয়নের ধারা বইবে । সাধারণ মানুষও এর ভালো দিকটা গ্রহণ করবে ।"
পুলিশ ফোর্সের প্রধান হিসেবে নিজের কর্তব্যের কথাও জানান দিলবাগ । বলেন, "পাকিস্তান থেকে জঙ্গিরা এসে সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে । আমরা জঙ্গিদের উপর চাপ তৈরি করে তা রুখব । সেইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলাও রক্ষা করাও আমাদের কর্তব্য ।"
আরও পড়ুন : সোমবার থেকে কাশ্মীরে খুলবে স্কুল-কলেজ; আংশিক চালু টেলিফোন, ইন্টারনেট
গত 13 দিনে সেভাবে কাশ্মীরকে উত্তপ্ত হতে দেখা যায়নি । যদিও পুলিশকর্তা জানান, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছিল । কয়েকজন সাধারণ নাগরিক ও পুলিশ আহত হয়েছিল । তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।