দিল্লি, 6 মার্চ : ইয়েস ব্যাঙ্কের উপর রিজ়ার্ভ ব্যাঙ্কের জারি করা নির্দেশিকা নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা । এইবার সেই সমালোচনারই উত্তর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । ইয়েস ব্যাঙ্কের আর্থিক মন্দার জন্য দায়ি করলেন কংগ্রেসকেই । পাশাপাশি বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে কটাক্ষ করে বলেন, তিনি স্বনিযুক্ত দক্ষ চিকিৎসক ।
ইয়েস ব্যাঙ্কের আর্থিক মন্দার বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে বিরোধী মহলে । ইতিমধ্যেই দেশের অর্থনৈতিক অবস্থার সমালোচনা হয় । GDP-র বৃদ্ধির হার , কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত সম্পত্তির বেসরকারিকরণের সিদ্ধান্তকেও কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা । সম্প্রতি বাজেট অধিবেশনে LIC-র অংশীদারির বিক্রির ঘোষণাও প্রভাব ফেলেছে অর্থনীতি বিশেষজ্ঞ মহলে । গতকাল RBI-র বিবৃতি প্রকাশ্যে আসার পড়েই আবার সমালোচনার মুখে অর্থমন্ত্রক ।
এবার এই সমালোচনার উত্তরে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুললেন নির্মলা । তিনি বলেন, "বিরোধীরা অভিযোগ করতে উদগ্রীব । এটা নয় যে, আমি তাদের বিরুদ্ধে অভিযোগ করতে চাই । কিন্তু তা করার যথেষ্ট কারণ রয়েছে । " তাঁর অভিযোগ, ভারতীয় ব্যাঙ্কিং সংস্থাগুলি প্রচুর কঠিন সময়ের সম্মুখীন হয়েছে । তার কারণ 2004 থেকে 2014 সাল পর্যন্ত তৎকালীন কংগ্রেস সরকার বিষয়গুলি সামাল দিতে উপযুক্ত পদক্ষেপ করেনি ।
সীতারমন আজ সাংবাদিক বৈঠকে বলেন, "সংবাদমাধ্যমের এই বিষয়টি জানা দরকার যে 2014-এ BJP সরকার গঠনের আগে থেকেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল ইয়েস ব্যাঙ্ক । জনসম্মুখে তাঁদের নাম নিতেও আমি দ্বিধাবোধ করব না । আমি কোনও উপভোক্তার গোপনীয়তা লঙ্ঘন করছি না । স্বনিযুক্ত দক্ষ ডাক্তাররা সেই মুহূর্তে ক্ষমতায় ছিলেন যখন ইউনাইটেড ওয়েস্টার্ন ব্যাঙ্কের অবস্থা 2006-এ খুব খারাপ ছিল । জোর করে IDBI-র সঙ্গে যুক্ত করা হয়েছিল । " এভাবেই নাম না করে কংগ্রেস নেতৃত্বদের আক্রমণ করেন নির্মলা ।
আপনাদের টাকা সুরক্ষিত আছে , শেয়ার পড়লেও ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের আশ্বাস নির্মলার
শোনা যাচ্ছিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় একটি সংস্থা ইয়েস ব্যাঙ্কের মালিকানা কিনে নেবে ৷ কেন্দ্র ইতিমধ্যে সেই পরিকল্পনায় সায় দিয়েছে বলেও জানা য়ায় ৷ 3 এপ্রিল পর্যন্ত মোট 50 হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা ৷ আর এই খবর প্রকাশ্যে আসতেই ধস নামে ইয়েস ব্যাঙ্কের শেয়ারে ৷ একলাফে 85 শতাংশ কমে ইয়েস ব্যাঙ্কের শেয়ার ৷ অর্থনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই দীর্ঘদিনের বেহাল আর্থিক দশার জন্য ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের টাকা তোলার উপর নির্দেশিকা জারি করল রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷