তেজপুর, 24 জুলাই: অতিভারী বৃষ্টির কারণে অসমের ঐতিহ্যময় কাজিরাঙা জাতীয় উদ্যান এখন বন্যার কবলে। পরিসংখ্যান বলছে, 123 টি বন্যপ্রাণী মারা গেছে। UNESCO এর দ্বারা চিহ্নিত বিশ্বের ঐতিহ্যময় স্থানগুলির মধ্যে অন্যতম অসমের এই জাতীয় উদ্যানটি ।
কাজিরাঙা জাতীয় উদ্যানের ডিরেক্টরকে 21 জুলাই চিঠি পাঠান রয়েল সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ক্যাথরিন। চিঠিতে লেখা আছে," বন্যা কবলিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের এই রকম সংকটময় পরিস্থিতির জন্য আমরা ব্যথিত।"
পাশাপাশি 2016 সালে নিজেদের কাজিরাঙা ভ্রমণের কথাও প্রিন্স উইলিয়াম চিঠিতে উল্লেখ করেছেন ।