পটনা ও গুয়াহাটি, 17 জুলাই : বানভাসি বিহার, অসমের বিস্তীর্ণ এলাকা । বন্যা পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে । বাড়ছে মৃতের সংখ্যা । দুটি রাজ্যে এখনও পর্যন্ত 50 জনের মৃত্যু হয়েছে । এদিকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কেরালায় । অতি ভারী বৃষ্টির জন্য এই সতর্কতা ।
বন্যার কবলে অসমের 33 টি জেলা । ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 45 লাখ মানুষ । মৃত্যু হয়েছে 17 জনের । কাজিরাঙা ন্যাশনাল পার্কের প্রায় 90 শতাংশই জলমগ্ন । জলমগ্ন নগাঁও জেলার বেশিরভাগ এলাকা ।
![flood](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3861718_wb_flood.jpg)
এই সংক্রান্ত খবর : বিহারে বন্যায় মৃত 25, ক্ষতিগ্রস্ত বহু
বন্যায় বিধ্বস্ত বিহারের বহু এলাকা । জলমগ্ন 16টি জেলা । ক্ষতিগ্রস্ত 25 লাখ মানুষ । বহু মানুষ ঘরছাড়া । বাড়ছে মৃত্যুর সংখ্যা । মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 33 । দুর্যোগ মোকাবিলায় SDRF ও NDRF-এর 26টি টিম নামানো হয়েছে । খোলা হয়েছে 199টি ত্রাণশিবির ।
এই সংক্রান্ত খবর : এখনও জলের তলায় অসম, মৃত বেড়ে 17
পঞ্জাব, হরিয়ানায়ও কয়েকদিন ধরে চলছে ভারীবর্ষণ । ভূতত্ত্ব বিভাগ থেকে জানানো হয়েছে, কেরালার ছ'টি জেলায় গত 24 ঘণ্টায় 204 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ।