ETV Bharat / bharat

বন্যা বিপর্যস্ত বিহার, অসমে বাড়ছে মৃতের সংখ্যা ; রেড অ্যালার্ট কেরালায় - রেড অ্যালার্ট কেরালায়

বিহার ও অসমে বন্যা পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে । রেড অ্যালার্ট জারি করা হয়েছে কেরালায় ।

বন্যা বিপর্যস্ত বিহার
author img

By

Published : Jul 17, 2019, 10:50 AM IST

পটনা ও গুয়াহাটি, 17 জুলাই : বানভাসি বিহার, অসমের বিস্তীর্ণ এলাকা । বন্যা পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে । বাড়ছে মৃতের সংখ্যা । দুটি রাজ্যে এখনও পর্যন্ত 50 জনের মৃত্যু হয়েছে । এদিকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কেরালায় । অতি ভারী বৃষ্টির জন্য এই সতর্কতা ।

বন্যার কবলে অসমের 33 টি জেলা । ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 45 লাখ মানুষ । মৃত্যু হয়েছে 17 জনের । কাজিরাঙা ন্যাশনাল পার্কের প্রায় 90 শতাংশই জলমগ্ন । জলমগ্ন নগাঁও জেলার বেশিরভাগ এলাকা ।

flood
বানভাসি এলাকা

এই সংক্রান্ত খবর : বিহারে বন্যায় মৃত 25, ক্ষতিগ্রস্ত বহু

বন্যায় বিধ্বস্ত বিহারের বহু এলাকা । জলমগ্ন 16টি জেলা । ক্ষতিগ্রস্ত 25 লাখ মানুষ । বহু মানুষ ঘরছাড়া । বাড়ছে মৃত্যুর সংখ্যা । মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 33 । দুর্যোগ মোকাবিলায় SDRF ও NDRF-এর 26টি টিম নামানো হয়েছে । খোলা হয়েছে 199টি ত্রাণশিবির ।

এই সংক্রান্ত খবর : এখনও জলের তলায় অসম, মৃত বেড়ে 17

পঞ্জাব, হরিয়ানায়ও কয়েকদিন ধরে চলছে ভারীবর্ষণ । ভূতত্ত্ব বিভাগ থেকে জানানো হয়েছে, কেরালার ছ'টি জেলায় গত 24 ঘণ্টায় 204 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ।

পটনা ও গুয়াহাটি, 17 জুলাই : বানভাসি বিহার, অসমের বিস্তীর্ণ এলাকা । বন্যা পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে । বাড়ছে মৃতের সংখ্যা । দুটি রাজ্যে এখনও পর্যন্ত 50 জনের মৃত্যু হয়েছে । এদিকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কেরালায় । অতি ভারী বৃষ্টির জন্য এই সতর্কতা ।

বন্যার কবলে অসমের 33 টি জেলা । ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 45 লাখ মানুষ । মৃত্যু হয়েছে 17 জনের । কাজিরাঙা ন্যাশনাল পার্কের প্রায় 90 শতাংশই জলমগ্ন । জলমগ্ন নগাঁও জেলার বেশিরভাগ এলাকা ।

flood
বানভাসি এলাকা

এই সংক্রান্ত খবর : বিহারে বন্যায় মৃত 25, ক্ষতিগ্রস্ত বহু

বন্যায় বিধ্বস্ত বিহারের বহু এলাকা । জলমগ্ন 16টি জেলা । ক্ষতিগ্রস্ত 25 লাখ মানুষ । বহু মানুষ ঘরছাড়া । বাড়ছে মৃত্যুর সংখ্যা । মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 33 । দুর্যোগ মোকাবিলায় SDRF ও NDRF-এর 26টি টিম নামানো হয়েছে । খোলা হয়েছে 199টি ত্রাণশিবির ।

এই সংক্রান্ত খবর : এখনও জলের তলায় অসম, মৃত বেড়ে 17

পঞ্জাব, হরিয়ানায়ও কয়েকদিন ধরে চলছে ভারীবর্ষণ । ভূতত্ত্ব বিভাগ থেকে জানানো হয়েছে, কেরালার ছ'টি জেলায় গত 24 ঘণ্টায় 204 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ।

Nalbari (Assam), July 16 (ANI): Indian Army rescued at least 160 people during a night operation on July 15 in Assam's Nalbari district. Torrential downpour has flooded133 villages and affected approximately 1, 50,000 population. Due to incessant rainfall, several districts in Assam are affected.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.