দিল্লি, 17 সেপ্টেম্বর : সীমিত সময়ের চুক্তিতে ব্যাপক কর্মসংস্থান আসতে চলেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের হাত ধরে । সামনেই আসছে উৎসবের মরশুম । দুর্গাপুজো.. দীপাবলী । আর তার সঙ্গে বিগ বিলিয়ন ডেজ়-এর পসরা নিয়ে হাজির হবে ফ্লিপকার্ট । ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে, বিগ বিলিয়ন ডেজ়-এর জন্য সীমিত সময়ের চুক্তিতে 70 হাজারেরও বেশি প্রত্যক্ষ নিয়োগ এবং প্রায় কয়েক লাখ পরোক্ষ নিয়োগ করা হবে ।
ফ্লিপকার্টের সাপ্লাই চেন অর্থাৎ, ডেলিভারি একজ়িকিউটিভস, পিকারস, প্যাকারস এবং সর্টারস । সবক্ষেত্রেই নিয়োগ করা হবে । এর পাশাপাশি, ফ্লিপকার্টের সঙ্গে চুক্তিবদ্ধ সংস্থা ও দোকানগুলিতেও কর্মীনিয়োগ হবে, যা পরোক্ষভাবে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ়-এর কারণেই হচ্ছে ।
আরও পড়ুন : 82 জন প্রফিশিয়েন্সি নার্স নিয়োগ হবে DSP-র হাসপাতালে
ই-কার্ট অ্যান্ড মার্কেটপ্লেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিতেশ ঝাঁ জানিয়েছেন, "বিগ বিলিয়ন ডেজ়-এ আমরা আমাদের গ্রাহকদের সঙ্গে এমন একটা সম্পর্ক গঠনের চেষ্টা করি, যা গ্রাহকদের মনে যথেষ্ট প্রভাব ফেলবে । এই কর্মযজ্ঞে আমরা গোটা সমাজকেও এগোনোর সুযোগ করে দিই । এইসময়ে কর্মীনিয়োগ করে আমরা বিক্রেতাদের কাজের অনেকটা সুবিধা করে দিই । ই-কমার্স ক্ষেত্রকে ও অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের কাজ করে যাচ্ছি । "
ফ্লিপকার্টের প্রত্যক্ষ নিয়োগের জন্য ইতিমধ্যেই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিভিন্ন দিকগুলি নিয়ে ডিজিটাল ট্রেনিংয়ের ব্য়বস্থা করা হয়েছে । এর মধ্যে রয়েছে কাস্টমার সারভিস, ডেলিভারি, ইনস্টলেশন ও সুরক্ষা, স্যানিটাইজ়েশন-সহ বিভিন্ন ক্ষেত্রগুলিতে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।
আরও পড়ুন : BIS- এ 171 কর্মী নিয়োগ
এছাড়া যেসব বিক্রেতাদের সঙ্গে পার্টনারশিপ রয়েছে, ক্ষুদ্র-কুটির-মাঝারি শিল্প ও শিল্পীদের জন্য পৃথক ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে । কেন্দ্রীয় সরকারের দক্ষতা উন্নয়ন মিশনের বিধি মেনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ।