রাজগড়, 22 জুন : মধ্যপ্রদেশের রাজগড় জেলার সরংপুরে দু'টি গাড়ির সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হল । দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচ জন । আহতদের উদ্ধার করে হাসপাতলে ভরতি করা হয়েছে ।
সরংপুর থানার আধিকারিক উমাশংকর মুকাতি জানান, মধ্যপ্রদেশের গুমা থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল একটি পরিবার । অন্যদিকে উত্তরপ্রদেশের লখনউয়ে যাচ্ছিলেন মহারাষ্ট্র ফেরত কয়েকজন সাধু । সরংপুরের কাছে সকাল ছ'টা নাগাদ ওই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থানে মারা যান এক পরিবারের চারজন ও জুনা আখড়ার এক সাধু ।
স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে সরংপুর হাসপাতলে ভরতি করেন । মৃতরা হলেন মহন্ত অনন্ত গিরি মহারাজ (50) । তিনি ঔরঙ্গাবাদের বাসিন্দা । বাকি চারজন রাম দুলারি (50), অভিষেক(19), কৈলাস(14), ও মোহিত(14) ৷ এরা সকলে একই পরিবারের সদস্য ।