ETV Bharat / bharat

নির্ভয়া মামলায় কিউরেটিভ পিটিশনের শুনানির দিন ঘোষণা

14 জানুয়ারি শুনানি নির্ভয়া মামলার কিউরেটিভ পিটিশনের । নির্ভয়া ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত দুই অপরাধী মুকেশ সিং ও বিনয় শর্মার দায়ের করা কিউরেটিভ পিটিশন পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি হবে ৷

Supreme Court
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Jan 11, 2020, 11:35 AM IST

Updated : Jan 11, 2020, 11:41 AM IST

দিল্লি, 11 জানুয়ারি : দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় কিউরেটিভ পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে ৷ সেই পিটিশনের শুনানি হবে 14 জানুয়ারি ৷ নির্ভয়া ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত দুই অপরাধীর কিউরেটিভ পিটিশনের শুনানি হবে পাঁচ বিচারপতির বেঞ্চে ৷ বিচারপতি এন ভি রমন, অরুণ মিশ্র, আর এফ নরিম্যান, আর ভানুমতী ও অশোকভূষণের বেঞ্চে শুনানি হবে 14 তারিখে ৷

দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম অপরাধী বিনয় শর্মা প্রথমে কিউরেটিভ পিটিশন দাখিল করে । দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টের মৃত্যুদণ্ডের রায়টি সংশোধন ও খারিজ করার মামলাও করেছে বিনয় । এর কয়েক ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টের কিউরেটিভ পিটিশন দাখিল করে অপর এক সাজা প্রাপ্ত মুকেশ সিং ৷

7 জানুয়ারি নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির নির্দেশ দেয় দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । আগামী 22 জানুয়ারি সকাল 7 টায় ফাঁসি দেওয়া হবে তাদের । আদালত এরপর তাদের 14 দিনের সময় দেয় আইনানুগ কাজকর্ম সেরে নেওয়ার জন্য । তারপরই বিনয় শর্মার আইনজীবী এ পি সিং জানিয়ে দেন তিনি সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন জমা দেবেন । সেইমতোই আজ পিটিশন দাখিল করে বিনয় শর্মা ।

16 ডিসেম্বর, 2012 ৷ দক্ষিণ দিল্লিতে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বেসরকারি বাসে ধর্ষিত হন নির্ভয়া । বাসে ছ'জন তাঁকে ধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে দেয় । 17 ডিসেম্বর, 2012 । ঘটনায় ছ’জন অপরাধীর মধ্যে চারজন রাম সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে শনাক্ত করা হয় । পরদিনই গ্রেপ্তার হয় চারজন । 21 ডিসেম্বর গ্রেপ্তার হয় পাঁচ নম্বর অভিযুক্ত অক্ষয় ঠাকুর ।

29 ডিসেম্বর, 2012 ৷ সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান নির্ভয়া । চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও তাঁর শরীরের ক্ষত গভীর হওয়ায় মৃত্যুর কাছে হেরে যান । দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ । দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয় দেশ । শুরু হয় বিচার প্রক্রিয়া ।

দিল্লি, 11 জানুয়ারি : দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় কিউরেটিভ পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে ৷ সেই পিটিশনের শুনানি হবে 14 জানুয়ারি ৷ নির্ভয়া ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত দুই অপরাধীর কিউরেটিভ পিটিশনের শুনানি হবে পাঁচ বিচারপতির বেঞ্চে ৷ বিচারপতি এন ভি রমন, অরুণ মিশ্র, আর এফ নরিম্যান, আর ভানুমতী ও অশোকভূষণের বেঞ্চে শুনানি হবে 14 তারিখে ৷

দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম অপরাধী বিনয় শর্মা প্রথমে কিউরেটিভ পিটিশন দাখিল করে । দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টের মৃত্যুদণ্ডের রায়টি সংশোধন ও খারিজ করার মামলাও করেছে বিনয় । এর কয়েক ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টের কিউরেটিভ পিটিশন দাখিল করে অপর এক সাজা প্রাপ্ত মুকেশ সিং ৷

7 জানুয়ারি নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির নির্দেশ দেয় দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । আগামী 22 জানুয়ারি সকাল 7 টায় ফাঁসি দেওয়া হবে তাদের । আদালত এরপর তাদের 14 দিনের সময় দেয় আইনানুগ কাজকর্ম সেরে নেওয়ার জন্য । তারপরই বিনয় শর্মার আইনজীবী এ পি সিং জানিয়ে দেন তিনি সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন জমা দেবেন । সেইমতোই আজ পিটিশন দাখিল করে বিনয় শর্মা ।

16 ডিসেম্বর, 2012 ৷ দক্ষিণ দিল্লিতে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বেসরকারি বাসে ধর্ষিত হন নির্ভয়া । বাসে ছ'জন তাঁকে ধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে দেয় । 17 ডিসেম্বর, 2012 । ঘটনায় ছ’জন অপরাধীর মধ্যে চারজন রাম সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে শনাক্ত করা হয় । পরদিনই গ্রেপ্তার হয় চারজন । 21 ডিসেম্বর গ্রেপ্তার হয় পাঁচ নম্বর অভিযুক্ত অক্ষয় ঠাকুর ।

29 ডিসেম্বর, 2012 ৷ সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান নির্ভয়া । চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও তাঁর শরীরের ক্ষত গভীর হওয়ায় মৃত্যুর কাছে হেরে যান । দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ । দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয় দেশ । শুরু হয় বিচার প্রক্রিয়া ।

Lucknow (UP), Jan 11 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath had taken cognisance of the bus accident took place in Kannauj. He announced an ex gratia of Rs 2 lakh each to the kin of the deceased and Rs 50,000 each to the injured. The UP Chief Minister instructed the administration to reach the spot immediately and provide medical assistance to the affected passengers. A bus carrying over 40 passengers collided with a truck in Uttar Pradesh's Kannauj and caught fire on January 10.
Last Updated : Jan 11, 2020, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.