ETV Bharat / bharat

এবার গুজরাত, রাজ্যসভা ভোটের আগে 5 কংগ্রেস বিধায়কের পদত্যাগ - rajya sabha election 2020

রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোট কাটাকাটি যাতে না হয়, তার জন্য বিধায়কদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে কংগ্রেস সূত্রে খবর ৷

five congress mla in gujrat resigned
রাহুল গান্ধি
author img

By

Published : Mar 15, 2020, 7:29 PM IST

Updated : Mar 15, 2020, 7:57 PM IST

আহমেদাবাদ, 15 মার্চ : কংগ্রেসে ফের ভাঙন ৷ এবার গুজরাতের পাঁচ বিধায়ক পদত্যাগ করলেন ৷ 26 মার্চ রাজ্যসভা নির্বাচন ৷ তার আগে আহমেদাবাদে কংগ্রেসের সব বিধায়ককে জয়পুরে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ তা সত্ত্বেও ভাঙন আটকাতে পারল না কংগ্রেস ৷

গতকাল প্রথম দফায় গুজরাতের 14 জন বিধায়ককে জয়পুরে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ সেইসময় চারজন বিধায়ক বেপাত্তা ছিলেন ৷ আজ তাঁরা পদত্যাগ করেন ৷ পরে আরও একজন পদত্যাগের কথা ঘোষণা করেন ৷ পদত্যাগ করেছেন যাঁরা তাঁদের মধ্যে রয়েছেন প্রবীণ মারু, জে ভি কাকাড়িয়া ও সোমাভাই প্যাটেল ৷

গুজরাতের কংগ্রেস বিধায়ক ভীরজিভাই ঠুম্মর অবশ্য পাঁচ বিধায়কের পদত্যাগের কথা প্রথমে অস্বীকার করেন ৷ তিনি বলেন, ‘‘গুজব রটেছে ঠিকই ৷ তবে দল এখনও কারও পদত্যাগ গ্রহণ করেনি ৷ গতকাল পর্যন্ত সোমাভাই প্যাটেলের সঙ্গে দলের কথা হয়েছে ৷ জে ভি কাকাড়িয়া ও বাকি দু’জনের সঙ্গে আমি যোগাযোগের চেষ্টা করেছিলাম ৷ কিন্তু সম্ভব হয়নি ৷’’ পরে অবশ্য বিধায়কদের পদত্যাগ গ্রহণ করা হয়েছে বলে জানান গুজরাত বিধানসভার স্পিকার ৷

রাজ্যসভা নির্বাচনের আগে গুজরাত কংগ্রেসের পক্ষ থেকে বিধায়কদের সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ রাজস্থানে কংগ্রেসে মুখ্য সচেতক মহেশ যোশি এবং উপ মুখ্য সচেতক মহেন্দ্র চৌধুরি জয়পুর বিমানবন্দরে দলীয় বিধায়কদের স্বাগত জানান ৷ জয়পুর-দিল্লি হাইওয়ের একটি রিসর্টে তাঁদের নিয়ে যাওয়া হয় ৷ রাজস্থান ও ছত্তিশগড়ের মতো কংগ্রেসশাসিত রাজ্যে বিধায়কদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

গুজরাতে 182টি আসনের মধ্যে BJP-র আসন সংখ্যা 103টি, কংগ্রেসের 73টি ৷ বাকি দু’টি আসন ভারতীয় ট্রাইবাল পার্টি ও NCP-র ৷ রাজ্যসভায় দু’টি আসন জিততে গেলে কংগ্রেসের 74টি ভোটের প্রয়োজন ৷ তিনটি আসনে জিততে গেলে BJP-র প্রয়োজন 111টি ভোট ৷ দু’টি আসনে জিতবে জেনেও BJP তিনজনকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে ৷ কংগ্রেসের দু’জন প্রার্থী মনোনয়ন জমা করেছেন ৷

আহমেদাবাদ, 15 মার্চ : কংগ্রেসে ফের ভাঙন ৷ এবার গুজরাতের পাঁচ বিধায়ক পদত্যাগ করলেন ৷ 26 মার্চ রাজ্যসভা নির্বাচন ৷ তার আগে আহমেদাবাদে কংগ্রেসের সব বিধায়ককে জয়পুরে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ তা সত্ত্বেও ভাঙন আটকাতে পারল না কংগ্রেস ৷

গতকাল প্রথম দফায় গুজরাতের 14 জন বিধায়ককে জয়পুরে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ সেইসময় চারজন বিধায়ক বেপাত্তা ছিলেন ৷ আজ তাঁরা পদত্যাগ করেন ৷ পরে আরও একজন পদত্যাগের কথা ঘোষণা করেন ৷ পদত্যাগ করেছেন যাঁরা তাঁদের মধ্যে রয়েছেন প্রবীণ মারু, জে ভি কাকাড়িয়া ও সোমাভাই প্যাটেল ৷

গুজরাতের কংগ্রেস বিধায়ক ভীরজিভাই ঠুম্মর অবশ্য পাঁচ বিধায়কের পদত্যাগের কথা প্রথমে অস্বীকার করেন ৷ তিনি বলেন, ‘‘গুজব রটেছে ঠিকই ৷ তবে দল এখনও কারও পদত্যাগ গ্রহণ করেনি ৷ গতকাল পর্যন্ত সোমাভাই প্যাটেলের সঙ্গে দলের কথা হয়েছে ৷ জে ভি কাকাড়িয়া ও বাকি দু’জনের সঙ্গে আমি যোগাযোগের চেষ্টা করেছিলাম ৷ কিন্তু সম্ভব হয়নি ৷’’ পরে অবশ্য বিধায়কদের পদত্যাগ গ্রহণ করা হয়েছে বলে জানান গুজরাত বিধানসভার স্পিকার ৷

রাজ্যসভা নির্বাচনের আগে গুজরাত কংগ্রেসের পক্ষ থেকে বিধায়কদের সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ রাজস্থানে কংগ্রেসে মুখ্য সচেতক মহেশ যোশি এবং উপ মুখ্য সচেতক মহেন্দ্র চৌধুরি জয়পুর বিমানবন্দরে দলীয় বিধায়কদের স্বাগত জানান ৷ জয়পুর-দিল্লি হাইওয়ের একটি রিসর্টে তাঁদের নিয়ে যাওয়া হয় ৷ রাজস্থান ও ছত্তিশগড়ের মতো কংগ্রেসশাসিত রাজ্যে বিধায়কদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

গুজরাতে 182টি আসনের মধ্যে BJP-র আসন সংখ্যা 103টি, কংগ্রেসের 73টি ৷ বাকি দু’টি আসন ভারতীয় ট্রাইবাল পার্টি ও NCP-র ৷ রাজ্যসভায় দু’টি আসন জিততে গেলে কংগ্রেসের 74টি ভোটের প্রয়োজন ৷ তিনটি আসনে জিততে গেলে BJP-র প্রয়োজন 111টি ভোট ৷ দু’টি আসনে জিতবে জেনেও BJP তিনজনকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে ৷ কংগ্রেসের দু’জন প্রার্থী মনোনয়ন জমা করেছেন ৷

Last Updated : Mar 15, 2020, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.