ETV Bharat / bharat

IIT, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়সহ একাধিক প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ রাজ্যের 5 সাংসদ - BJP-র বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর

রাজ্যে IIT, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ একাধিক প্রস্তাব নিয়ে BJP-র পাঁচ সাংসদ দিল্লিতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন । বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, বালুরঘাটের সুকান্ত মজুমদার, পুরুলিয়ার জ্যোতির্ময় মাহাত, বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ, কোচবিহারের সাংসদ নিশীথ প্রমাণিক। সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁও এই দলে ছিলেন ।

BJP Bengal MPs
বিজেপির সাংসদেরা মেদির সঙ্গে
author img

By

Published : Dec 12, 2019, 2:14 PM IST

দিল্লি, 12 ডিসেম্বর : BJP-র পাঁচ সাংসদ দিল্লিতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন । বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, বালুরঘাটের সুকান্ত মজুমদার, পুরুলিয়ার জ্যোতির্ময় মাহাত, বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ, কোচবিহারের সাংসদ নিশীথ প্রমাণিক । সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ এই দলে ছিলেন । পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উন্নয়নের বেশ কয়েকটি প্রস্তাব রূপায়নের আবেদন নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ।


বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "আমরা রাজ্যের 5 সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের নিজের সাংসদ এলাকার বিভিন্ন উন্নয়নের আবেদন জানাই ।" বালুরঘাটে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের আবেদন করা হয়েছে । সাংসদ সুকান্ত মজুমদার বলেন, 'এই বিশ্ববিদ্যালয় গঠিত হলে এখানকার মানুষের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সঙ্গে স্কিল ডেভেলপমেন্টে সাহায্য হবে ।"


বালুরঘাট লোকসভার অন্তর্গত দক্ষিণ দিনাজপুরের কল্যাণী-তে AIIMS-এর শাখা কেন্দ্র গঠনের কাজ দ্রুত শেষ করার আবেদন প্রধানমন্ত্রীর কাছে জানান BJP-র সাংসদেরা । IIT খড়গপুর বালুরঘাটের থেকে 500 কিমি দূরে । সেজন্য বালুরঘাটে একটি IIT বা IISER তৈরির আবেদনও জানান তাঁরা । এছাড়া বালুরঘাট থেকে হাওড়া, দিল্লি এবং চেন্নাইয়ে যাওয়ার জন্য 3টি ট্রেন চালু করারও আবেদন জানানো হয় । সুকান্তবাবু বলেন, "বালুরঘাটের বহু যুবক-যুবতি চাকরির পরীক্ষার জন্য কলকাতা, দিল্লি বা দক্ষিণের রাজ্যগুলিতে যেতে পারবে ।" বালুরঘাট লোকসভায় তিনদিকে বাংলাদেশ সীমান্ত হওয়ায় এখানে অনেক BSF ক্যাম্প আছে । BSF জওয়ানদের পরিবারের সন্তানদের শিক্ষার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করেন BJP-র এই সাংসদ । এছাড়া মাহিনগর থেকে বিমান যাত্রার ক্ষেত্রে বেশ কিছু প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তাঁরা জানান ।

দিল্লি, 12 ডিসেম্বর : BJP-র পাঁচ সাংসদ দিল্লিতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন । বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, বালুরঘাটের সুকান্ত মজুমদার, পুরুলিয়ার জ্যোতির্ময় মাহাত, বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ, কোচবিহারের সাংসদ নিশীথ প্রমাণিক । সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ এই দলে ছিলেন । পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উন্নয়নের বেশ কয়েকটি প্রস্তাব রূপায়নের আবেদন নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ।


বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "আমরা রাজ্যের 5 সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের নিজের সাংসদ এলাকার বিভিন্ন উন্নয়নের আবেদন জানাই ।" বালুরঘাটে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের আবেদন করা হয়েছে । সাংসদ সুকান্ত মজুমদার বলেন, 'এই বিশ্ববিদ্যালয় গঠিত হলে এখানকার মানুষের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সঙ্গে স্কিল ডেভেলপমেন্টে সাহায্য হবে ।"


বালুরঘাট লোকসভার অন্তর্গত দক্ষিণ দিনাজপুরের কল্যাণী-তে AIIMS-এর শাখা কেন্দ্র গঠনের কাজ দ্রুত শেষ করার আবেদন প্রধানমন্ত্রীর কাছে জানান BJP-র সাংসদেরা । IIT খড়গপুর বালুরঘাটের থেকে 500 কিমি দূরে । সেজন্য বালুরঘাটে একটি IIT বা IISER তৈরির আবেদনও জানান তাঁরা । এছাড়া বালুরঘাট থেকে হাওড়া, দিল্লি এবং চেন্নাইয়ে যাওয়ার জন্য 3টি ট্রেন চালু করারও আবেদন জানানো হয় । সুকান্তবাবু বলেন, "বালুরঘাটের বহু যুবক-যুবতি চাকরির পরীক্ষার জন্য কলকাতা, দিল্লি বা দক্ষিণের রাজ্যগুলিতে যেতে পারবে ।" বালুরঘাট লোকসভায় তিনদিকে বাংলাদেশ সীমান্ত হওয়ায় এখানে অনেক BSF ক্যাম্প আছে । BSF জওয়ানদের পরিবারের সন্তানদের শিক্ষার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করেন BJP-র এই সাংসদ । এছাড়া মাহিনগর থেকে বিমান যাত্রার ক্ষেত্রে বেশ কিছু প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তাঁরা জানান ।

New Delhi, Dec 12 (ANI): Focals 2.0, the second-generation smart glasses by wearable tech maker North are set to arrive sometime in 2020. According to Engadget, while the first edition went live only in September, North is already promising to introduce the second edition eyewear in the coming year. The teaser image of the smart eyewear does not reveal much. However, North said that the new glasses will operate at a completely different level and come with a wider range of prescription support.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.