দিল্লি, 12 ডিসেম্বর : BJP-র পাঁচ সাংসদ দিল্লিতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন । বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, বালুরঘাটের সুকান্ত মজুমদার, পুরুলিয়ার জ্যোতির্ময় মাহাত, বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ, কোচবিহারের সাংসদ নিশীথ প্রমাণিক । সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ এই দলে ছিলেন । পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উন্নয়নের বেশ কয়েকটি প্রস্তাব রূপায়নের আবেদন নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ।
বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "আমরা রাজ্যের 5 সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের নিজের সাংসদ এলাকার বিভিন্ন উন্নয়নের আবেদন জানাই ।" বালুরঘাটে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের আবেদন করা হয়েছে । সাংসদ সুকান্ত মজুমদার বলেন, 'এই বিশ্ববিদ্যালয় গঠিত হলে এখানকার মানুষের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সঙ্গে স্কিল ডেভেলপমেন্টে সাহায্য হবে ।"
বালুরঘাট লোকসভার অন্তর্গত দক্ষিণ দিনাজপুরের কল্যাণী-তে AIIMS-এর শাখা কেন্দ্র গঠনের কাজ দ্রুত শেষ করার আবেদন প্রধানমন্ত্রীর কাছে জানান BJP-র সাংসদেরা । IIT খড়গপুর বালুরঘাটের থেকে 500 কিমি দূরে । সেজন্য বালুরঘাটে একটি IIT বা IISER তৈরির আবেদনও জানান তাঁরা । এছাড়া বালুরঘাট থেকে হাওড়া, দিল্লি এবং চেন্নাইয়ে যাওয়ার জন্য 3টি ট্রেন চালু করারও আবেদন জানানো হয় । সুকান্তবাবু বলেন, "বালুরঘাটের বহু যুবক-যুবতি চাকরির পরীক্ষার জন্য কলকাতা, দিল্লি বা দক্ষিণের রাজ্যগুলিতে যেতে পারবে ।" বালুরঘাট লোকসভায় তিনদিকে বাংলাদেশ সীমান্ত হওয়ায় এখানে অনেক BSF ক্যাম্প আছে । BSF জওয়ানদের পরিবারের সন্তানদের শিক্ষার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করেন BJP-র এই সাংসদ । এছাড়া মাহিনগর থেকে বিমান যাত্রার ক্ষেত্রে বেশ কিছু প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তাঁরা জানান ।