ETV Bharat / bharat

কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত বাংলার 5 শ্রমিক , জখম 1 - Kashmir news

কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত পাঁচজন শ্রমিক ৷  ঘটনায় গুরুতর জখম আরও এক জন ৷ তাঁরা প্রত্যেকেই মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন ৷

tt
author img

By

Published : Oct 29, 2019, 10:12 PM IST

Updated : Oct 30, 2019, 1:23 AM IST

শ্রীনগর , 29 অক্টোবর : কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হলেন পাঁচ বাঙালি শ্রমিক ৷ আজ সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গুলিতে তাঁদের মৃত্যু হয় ৷ তাঁরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন ৷ জঙ্গি হামলায় জখম আরও একজন বাঙালি শ্রমিক ৷ কাশ্মীরের একটি স্থানীয় হাসপাতালে তিনি চিকিৎসাধীন ৷

নিহত শ্রমিকদের নাম শেখ নইমুদ্দিন , শেখ মুরশলিম, শেখ রফিকুল, শেখ রফিক এবং শেখ কামারুদ্দিন ৷ জখম শ্রমিকের নাম জহিরুদ্দিন সরকার ৷ তাঁর হাতে গুলি লাগে ৷

পুলিশ সূত্রে খবর , কাশ্মীরের কুলগামে একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা ৷ আজ সন্ধ্যায় নিজেদের বাড়িতেই ছিলেন৷ জঙ্গিরা তাঁদের উপর হামলা করে ৷ তাঁদের বাড়ি থেকে বের করে এনে গুলি চালাতে শুরু করে তারা ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের ৷ গুরুতর জখম হন জহিরুদ্দিন ৷ তাঁকে অনন্তনাগের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘিতে ৷ কাজের সূত্রে কাশ্মীরে গেছিলেন তাঁরা ৷

  • In #Kulgam terrorists have killed five civilians. Police is on the spot. Information is preliminary in nature .@JmuKmrPolice

    — Kashmir Zone Police (@KashmirPolice) October 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনাস্থানে শুরু হয়েছে সেনা তল্লাশি ৷ ওই গ্রামে ও আশপাশের গ্রামগুলিতে জঙ্গিদের খোঁজে আধা-সেনা তল্লাশিও শুরু হয়েছে ৷

সম্প্রতি অ-কাশ্মীরি শ্রমিকদের নিশানা করছে জঙ্গিরা ৷ গতকাল অনন্তনাগে একজন ট্রাক ড্রাইভারকে গুলি করে হত্যা করে জঙ্গিরা ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে আছেন সৌদি আরব সফরে ৷ কাশ্মীরের উপত্যকায় এই মুহূর্তে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ৷ এই রকম পরিস্থিতিতে কাশ্মীরে হামলা চালাল জঙ্গিরা ৷

শ্রীনগর , 29 অক্টোবর : কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হলেন পাঁচ বাঙালি শ্রমিক ৷ আজ সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গুলিতে তাঁদের মৃত্যু হয় ৷ তাঁরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন ৷ জঙ্গি হামলায় জখম আরও একজন বাঙালি শ্রমিক ৷ কাশ্মীরের একটি স্থানীয় হাসপাতালে তিনি চিকিৎসাধীন ৷

নিহত শ্রমিকদের নাম শেখ নইমুদ্দিন , শেখ মুরশলিম, শেখ রফিকুল, শেখ রফিক এবং শেখ কামারুদ্দিন ৷ জখম শ্রমিকের নাম জহিরুদ্দিন সরকার ৷ তাঁর হাতে গুলি লাগে ৷

পুলিশ সূত্রে খবর , কাশ্মীরের কুলগামে একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা ৷ আজ সন্ধ্যায় নিজেদের বাড়িতেই ছিলেন৷ জঙ্গিরা তাঁদের উপর হামলা করে ৷ তাঁদের বাড়ি থেকে বের করে এনে গুলি চালাতে শুরু করে তারা ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের ৷ গুরুতর জখম হন জহিরুদ্দিন ৷ তাঁকে অনন্তনাগের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘিতে ৷ কাজের সূত্রে কাশ্মীরে গেছিলেন তাঁরা ৷

  • In #Kulgam terrorists have killed five civilians. Police is on the spot. Information is preliminary in nature .@JmuKmrPolice

    — Kashmir Zone Police (@KashmirPolice) October 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনাস্থানে শুরু হয়েছে সেনা তল্লাশি ৷ ওই গ্রামে ও আশপাশের গ্রামগুলিতে জঙ্গিদের খোঁজে আধা-সেনা তল্লাশিও শুরু হয়েছে ৷

সম্প্রতি অ-কাশ্মীরি শ্রমিকদের নিশানা করছে জঙ্গিরা ৷ গতকাল অনন্তনাগে একজন ট্রাক ড্রাইভারকে গুলি করে হত্যা করে জঙ্গিরা ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে আছেন সৌদি আরব সফরে ৷ কাশ্মীরের উপত্যকায় এই মুহূর্তে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ৷ এই রকম পরিস্থিতিতে কাশ্মীরে হামলা চালাল জঙ্গিরা ৷

Trichy (Tamil Nadu), Oct 29 (ANI): Dravida Munnetra Kazhagam (DMK) chief MK Stalin met the family of deceased Sujith Wilson who lost his life after falling in a borewell in Tamil Nadu's Trichy. He met 2-year-old boy's mother at the residence. Minor's body was retrieved in the wee hours of October 29. The body of the child was taken to his residence in Nadukattupatti for cremation.
Last Updated : Oct 30, 2019, 1:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.