ETV Bharat / bharat

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাঙ্ক থেকে প্রায় 7 লাখ টাকা লুট - হরিয়ানা পুলিশ

ব্যাঙ্কের ভিতরে মাস্ক পরে ঢোকে 5 দুষ্কৃতী ৷ CCTV ফুটেজে দেখা গিয়েছে, ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর বন্দুক ছিনিয়ে নেয় ওই দুষ্কৃতীরা ৷ এরপরেই ব্যাঙ্কের ভিতর ঢুকে বন্দুক নিয়ে ভয় দেখাতে থাকে গ্রাহক ও ব্যাঙ্ক কর্মীদের ৷

Haryana
হরিয়ানায় ব্যাঙ্ক ডাকাতির সিসিটিভি ফুটেজ
author img

By

Published : Oct 22, 2020, 9:15 AM IST

হরিয়ানা, 22 অক্টোবর : আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাঙ্ক ডাকাতি 5 দুষ্কৃতীর ৷ একটি সরকারি ব্যাঙ্ক থেকে নগদ প্রায় 7 লাখ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ পুরো ঘটনাটি ব্যাঙ্কের CCTV ফুটেজে ধরা পড়েছে ৷ হরিয়ানার ঝাঝর জেলার মামরাউলি গ্রামের ঘটনা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

গতকাল মাস্ক পরে ব্যাঙ্কের ভিতর ঢোকে 5 দুষ্কৃতী ৷ CCTV ফুটেজে দেখা গিয়েছে, ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর বন্দুক ছিনিয়ে নিচ্ছে দুষ্কৃতীরা ৷ এরপরেই ব্যাঙ্কে ঢুকে বন্দুক নিয়ে ভয় দেখাতে থাকে গ্রাহক ও ব্যাঙ্ককর্মীদের ৷ ব্যাঙ্ক থেকে নগদ প্রায় 7 লাখ টাকা লুট করে দুষ্কৃতীরা ৷ পরে সেখান থেকে চম্পট দেয়৷ ঘটনার পর পুলিশে খবর দেওয়া হয় ৷

পুলিশ সুপার হিমাংশু গর্গ এবিষয়ে বলেন, "আমরা CCTV ফুটেজটি সংগ্রহ করেছি ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ প্রায় 7 লাখ টাকা লুট করেছে দুষ্কৃতীরা ৷ ঘটনার তদন্ত করছেন দু'জন DSP পদমর্যাদার অফিসার ৷ আমি ব্যক্তিগতভাবেও এই ঘটনাটি খতিয়ে দেখছি ৷ " পাশাপাশি তিনি বলেন, "ঘটনার তদন্ত খুব তাড়াতাড়ি শেষ হবে ৷ অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে ৷ " এমনকী যে টাকা লুট হয়েছে তা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি ৷

হরিয়ানা, 22 অক্টোবর : আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাঙ্ক ডাকাতি 5 দুষ্কৃতীর ৷ একটি সরকারি ব্যাঙ্ক থেকে নগদ প্রায় 7 লাখ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ পুরো ঘটনাটি ব্যাঙ্কের CCTV ফুটেজে ধরা পড়েছে ৷ হরিয়ানার ঝাঝর জেলার মামরাউলি গ্রামের ঘটনা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

গতকাল মাস্ক পরে ব্যাঙ্কের ভিতর ঢোকে 5 দুষ্কৃতী ৷ CCTV ফুটেজে দেখা গিয়েছে, ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর বন্দুক ছিনিয়ে নিচ্ছে দুষ্কৃতীরা ৷ এরপরেই ব্যাঙ্কে ঢুকে বন্দুক নিয়ে ভয় দেখাতে থাকে গ্রাহক ও ব্যাঙ্ককর্মীদের ৷ ব্যাঙ্ক থেকে নগদ প্রায় 7 লাখ টাকা লুট করে দুষ্কৃতীরা ৷ পরে সেখান থেকে চম্পট দেয়৷ ঘটনার পর পুলিশে খবর দেওয়া হয় ৷

পুলিশ সুপার হিমাংশু গর্গ এবিষয়ে বলেন, "আমরা CCTV ফুটেজটি সংগ্রহ করেছি ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ প্রায় 7 লাখ টাকা লুট করেছে দুষ্কৃতীরা ৷ ঘটনার তদন্ত করছেন দু'জন DSP পদমর্যাদার অফিসার ৷ আমি ব্যক্তিগতভাবেও এই ঘটনাটি খতিয়ে দেখছি ৷ " পাশাপাশি তিনি বলেন, "ঘটনার তদন্ত খুব তাড়াতাড়ি শেষ হবে ৷ অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে ৷ " এমনকী যে টাকা লুট হয়েছে তা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.