ETV Bharat / bharat

4 নবজাতক-সহ 181 ভারতীয় নিয়ে আবু ধাবি থেকে কোচি এল প্রথম বিশেষ বিমান - লকডাউন

লকডাউনের কারণে বন্ধ যানবাহন পরিষেবা । অন্য দেশে আটকে রয়েছেন প্রচুর ভারতীয় । তাঁদের ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যেই প্রচুর ভারতীয়কে দেশে ফিরিয়েছে কেন্দ্র ।

First flight
First flight
author img

By

Published : May 8, 2020, 8:48 AM IST

কোচি, 8 মে : আবু ধাবি থেকে ভারতীয়দের নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রথম বিমান গত রাতে দেশে পৌঁছায় । 181 জনকে নিয়ে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এই বিশেষ বিমান ।

লকডাউনের কারণে বন্ধ যানবাহন পরিষেবা । অন্য দেশে আটকে রয়েছেন প্রচুর ভারতীয় । তাঁদের ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যেই প্রচুর ভারতীয়কে দেশে ফিরিয়েছে কেন্দ্র ।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান IX 452 177জন প্রাপ্তবয়স্ক এবং চারজন নবজাতককে নিয়ে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় । রাত 10টা 9 মিনিটে তাঁরা পৌঁছেছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ।

অন্য একটি বিমান (এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস IX 344) আরও 177জন প্রাপ্তবয়স্ক যাত্রী এবং পাঁচজন নবজাতককে নিয়ে দুবাই থেকে কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় । রাত 10টা 45 মিনিটে এই বিমানটি পৌঁছায় বলে জানিয়েছে ওই এয়ারলাইন কর্তৃপক্ষ ।

কেরালা সরকারের তরফে জানানো হয়, ভারতে ফেরা প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট জেলার কোয়ারানটিন সেন্টারে পাঠানো হবে । সেখানেই থাকবেন সংশ্লিষ্ট ওই ব্যক্তিরা । স্থানীয় প্রশাসন যাবতীয় দায়িত্ব নেবে ।

কোচি, 8 মে : আবু ধাবি থেকে ভারতীয়দের নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রথম বিমান গত রাতে দেশে পৌঁছায় । 181 জনকে নিয়ে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এই বিশেষ বিমান ।

লকডাউনের কারণে বন্ধ যানবাহন পরিষেবা । অন্য দেশে আটকে রয়েছেন প্রচুর ভারতীয় । তাঁদের ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যেই প্রচুর ভারতীয়কে দেশে ফিরিয়েছে কেন্দ্র ।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান IX 452 177জন প্রাপ্তবয়স্ক এবং চারজন নবজাতককে নিয়ে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় । রাত 10টা 9 মিনিটে তাঁরা পৌঁছেছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ।

অন্য একটি বিমান (এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস IX 344) আরও 177জন প্রাপ্তবয়স্ক যাত্রী এবং পাঁচজন নবজাতককে নিয়ে দুবাই থেকে কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় । রাত 10টা 45 মিনিটে এই বিমানটি পৌঁছায় বলে জানিয়েছে ওই এয়ারলাইন কর্তৃপক্ষ ।

কেরালা সরকারের তরফে জানানো হয়, ভারতে ফেরা প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট জেলার কোয়ারানটিন সেন্টারে পাঠানো হবে । সেখানেই থাকবেন সংশ্লিষ্ট ওই ব্যক্তিরা । স্থানীয় প্রশাসন যাবতীয় দায়িত্ব নেবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.