ETV Bharat / bharat

"দক্ষিণের দক্ষিণেশ্বর", প্রথম বছর দুর্গাপুজো হায়দরাবাদের এই মন্দির প্রাঙ্গণে - দুর্গাপুজো 2020

মন্দির প্রাঙ্গণেই তৈরি হয়েছে দুর্গামণ্ডপ । দেবীপ্রতিমা তৈরি করেছেন কুমোরটুলি থেকে আসা প্রতিমাশিল্পী । পুরোহিতও এসেছেন দক্ষিণেশ্বর থেকে ।

দক্ষিণের দক্ষিণেশ্বর
দক্ষিণের দক্ষিণেশ্বর
author img

By

Published : Oct 24, 2020, 10:04 PM IST

Updated : Oct 25, 2020, 11:55 AM IST

হায়দরাবাদ, 24 অক্টোবর : প্রথমবার দেখলে দক্ষিণেশ্বরের কালী মন্দির ভেবে ভুল হতেই পারে । তবে এই মন্দির কিন্তু দক্ষিণেশ্বরে নয় । এমনকী পশ্চিমবঙ্গের কোথাও নয় । তিলোত্তমা থেকে হাজার দেড়েক কিলোমিটার দূরে নিজ়ামের শহর হায়দরাবাদে । হুবহু একইরকম দেখতে । হঠাৎ দেখলে মনে হতেই পারে দক্ষিণেশ্বরে এসে গেছেন আপনি ।

হায়দরাবাদের শামসাবাদে তৈরি হয়েছে মন্দিরটি । নাম হায়দরাবাদ বাঙালি স্বর্ণশিল্পী বিবেকানন্দ কালীমন্দির । হায়দরাবাদে সকল বাঙালি স্বর্ণকারের মিলে মন্দিরটি তৈরি করেছেন । এ যেন নিজ়ামের শহরে এক টুকরো দক্ষিণেশ্বর । মন্দির তৈরির কাজ শুরু হয়েছিল 11 বছর আগে । চলতি বছরের 20 জানুয়ারি মন্দিরটির দ্বারোদ্ঘাটন হয় । দক্ষিণেশ্বরের ভবতারিণী কালী মন্দিরের সচিব কুশল চৌধুরি নিজে এসে মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন । তিনিই এই মন্দিরের নাম দিয়েছিলেন দক্ষিণের দক্ষিণেশ্বর ।

হায়দরাবাদ বাঙালি স্বর্ণশিল্পী বিবেকানন্দ কালীমন্দিরের দুর্গাপুজো

মন্দিরের দ্বারোদ্ঘাটনের পরপরই শুরু হয়ে যায় কোরোনার সংক্রমণ । তারপর এই প্রথম দুর্গাপুজো বাঙালি স্বর্ণশিল্পী বিবেকানন্দ কালীমন্দিরে । মন্দিরের প্রাঙ্গণেই তৈরি হয়েছে দুর্গামণ্ডপ । দেবীপ্রতিমা তৈরি করেছেন কুমোরটুলি থেকে আসা প্রতিমাশিল্পী । কোরোনা আবহের কারণে একমাস আগে কুমোরটুলি থেকে শিল্পীকে নিয়ে আসা হয়েছে শামসাবাদের কালীমন্দিরে । পুরোহিতও এসেছেন দক্ষিণেশ্বর থেকে । দক্ষিণেশ্বরের পুরোহিত দেবব্রত চক্রবর্তী এ-বছর দেবীর পুজো করছেন ।

কোরোনা আবহে বেশ কিছু ক্ষেত্রে কড়াকড়ি করেছে মন্দির কর্তৃপক্ষ । আগত দর্শনার্থীদের সকলের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । মন্দির প্রাঙ্গণে রাখা হয়েছে দু'টি স্যানিটাইজ়ার টানেল । বাড়তি নজর দেওয়া হয়েছে সামাজিক দূরত্ববিধিতে । আজ অষ্টমীর ভোগের আয়োজন করা হয়েছিল মণ্ডপে । সামাজিক দূরত্ব মেনেই মায়ের ভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল ।

আয়োজন করা হয়েছে কুমারী পুজোরও । তবে আজ সন্ধিপুজো ও কুমারী পুজো একসঙ্গে আয়োজন করা সম্ভব হয়ে ওঠেনি । তাই আগামীকাল নবমীতে কুমারী পুজোর আয়োজন করা হচ্ছে এখানে । চিরাচরিত প্রথা ভেঙে অব্রাহ্মণ-কন্যাকেই কুমারী পুজো করা হবে এখানে ।

দক্ষিণের এই দক্ষিণেশ্বরের দক্ষিণ দিকে খনন করা হয়েছে চার একরের একটি পুকুর । এই পুকুরেই নবপত্রিকা স্নান করানো হয়েছিল । মায়ের প্রতিমা নিরঞ্জনও হবে এই পুকুরেই ।

হায়দরাবাদ, 24 অক্টোবর : প্রথমবার দেখলে দক্ষিণেশ্বরের কালী মন্দির ভেবে ভুল হতেই পারে । তবে এই মন্দির কিন্তু দক্ষিণেশ্বরে নয় । এমনকী পশ্চিমবঙ্গের কোথাও নয় । তিলোত্তমা থেকে হাজার দেড়েক কিলোমিটার দূরে নিজ়ামের শহর হায়দরাবাদে । হুবহু একইরকম দেখতে । হঠাৎ দেখলে মনে হতেই পারে দক্ষিণেশ্বরে এসে গেছেন আপনি ।

হায়দরাবাদের শামসাবাদে তৈরি হয়েছে মন্দিরটি । নাম হায়দরাবাদ বাঙালি স্বর্ণশিল্পী বিবেকানন্দ কালীমন্দির । হায়দরাবাদে সকল বাঙালি স্বর্ণকারের মিলে মন্দিরটি তৈরি করেছেন । এ যেন নিজ়ামের শহরে এক টুকরো দক্ষিণেশ্বর । মন্দির তৈরির কাজ শুরু হয়েছিল 11 বছর আগে । চলতি বছরের 20 জানুয়ারি মন্দিরটির দ্বারোদ্ঘাটন হয় । দক্ষিণেশ্বরের ভবতারিণী কালী মন্দিরের সচিব কুশল চৌধুরি নিজে এসে মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন । তিনিই এই মন্দিরের নাম দিয়েছিলেন দক্ষিণের দক্ষিণেশ্বর ।

হায়দরাবাদ বাঙালি স্বর্ণশিল্পী বিবেকানন্দ কালীমন্দিরের দুর্গাপুজো

মন্দিরের দ্বারোদ্ঘাটনের পরপরই শুরু হয়ে যায় কোরোনার সংক্রমণ । তারপর এই প্রথম দুর্গাপুজো বাঙালি স্বর্ণশিল্পী বিবেকানন্দ কালীমন্দিরে । মন্দিরের প্রাঙ্গণেই তৈরি হয়েছে দুর্গামণ্ডপ । দেবীপ্রতিমা তৈরি করেছেন কুমোরটুলি থেকে আসা প্রতিমাশিল্পী । কোরোনা আবহের কারণে একমাস আগে কুমোরটুলি থেকে শিল্পীকে নিয়ে আসা হয়েছে শামসাবাদের কালীমন্দিরে । পুরোহিতও এসেছেন দক্ষিণেশ্বর থেকে । দক্ষিণেশ্বরের পুরোহিত দেবব্রত চক্রবর্তী এ-বছর দেবীর পুজো করছেন ।

কোরোনা আবহে বেশ কিছু ক্ষেত্রে কড়াকড়ি করেছে মন্দির কর্তৃপক্ষ । আগত দর্শনার্থীদের সকলের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । মন্দির প্রাঙ্গণে রাখা হয়েছে দু'টি স্যানিটাইজ়ার টানেল । বাড়তি নজর দেওয়া হয়েছে সামাজিক দূরত্ববিধিতে । আজ অষ্টমীর ভোগের আয়োজন করা হয়েছিল মণ্ডপে । সামাজিক দূরত্ব মেনেই মায়ের ভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল ।

আয়োজন করা হয়েছে কুমারী পুজোরও । তবে আজ সন্ধিপুজো ও কুমারী পুজো একসঙ্গে আয়োজন করা সম্ভব হয়ে ওঠেনি । তাই আগামীকাল নবমীতে কুমারী পুজোর আয়োজন করা হচ্ছে এখানে । চিরাচরিত প্রথা ভেঙে অব্রাহ্মণ-কন্যাকেই কুমারী পুজো করা হবে এখানে ।

দক্ষিণের এই দক্ষিণেশ্বরের দক্ষিণ দিকে খনন করা হয়েছে চার একরের একটি পুকুর । এই পুকুরেই নবপত্রিকা স্নান করানো হয়েছিল । মায়ের প্রতিমা নিরঞ্জনও হবে এই পুকুরেই ।

Last Updated : Oct 25, 2020, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.