দিল্লি, 31 মে : নতুন মন্ত্রিসভা গঠনের পরই দেশের নিরাপত্তা কর্মীদের সন্তানদের স্কলারশিপের পরিমাণ বাড়াল কেন্দ্রীয় সরকার । মেয়েদের ক্ষেত্রে 2250 থেকে বাড়িয়ে করা হল 3000 টাকা । ছেলেদের জন্য করা হল 2500 টাকা । আগে ছেলেরা পেত 2000 টাকা ।
মসনদে বসেই জাতীয় প্রতিরক্ষা তহবিল (NDF)-র অন্তর্গত প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিমে পরিবর্তন আনলেন নরেন্দ্র মোদি । স্কলারশিপ স্কিমে বাড়ালেন টাকার পরিমাণ । ছেলেদের ক্ষেত্রে 500 ও মেয়েদের ক্ষেত্রে বাড়ানো হল 750 টাকা । শহিদ জওয়ানদের পরিবারের পাশাপাশি নকশাল বা মাওবাদী হামলায় নিহত পুলিশ কর্মীদের পরিবারও এই স্কিমের আওতায় পড়বে । তাদের পরিবার প্রতি 500 টাকা করে বাড়ানো হবে বলে জানানো হয়েছে ।
NDF শুরু হয় 1962 সালে । প্রতিবছর স্কলারশিপ দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রক পরিচালিত সশস্ত্র পুলিশ বাহিনীর 5500 টি ওয়ার্ড, স্বরাষ্ট্রমন্ত্রক পরিচালিত আধা সামরিক বাহিনীর 2000 টি ওয়ার্ড, রেলওয়ে ফোর্সের 150 টি ওয়ার্ডকে । পড়াশোনার ক্ষেত্রেও এই স্কিম ব্যবহার করা যায় ।
ঘোষণাটি করার সময় আবেগতারিত হয়ে পড়েন প্রধানমন্ত্রী । বলেন, "যাঁরা শীত, গরম, বর্ষা উপেক্ষা করে কাজ করেন, উৎসবের দিনও মানুষের হয়ে কাজ করেন, দেশের নাগরিক হয়ে তাঁদের কৃতজ্ঞতা জানানো আমাদের কর্তব্য । শুধু তাই নয়, তাঁদের পরিবারের জন্যও আমাদের ভাবা উচিত । এই স্কলারশিপ স্কিম নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে সাহায্য করবে ।"
অন্যদিকে, প্রধানমন্ত্রী কিষান পেনশন যোজনায় নতুন স্কিমের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা । ভলান্টিয়ারি ও কনট্রিবিউটরি এই পেনশন স্কিমে কৃষকরা যত টাকা জমাবে, সম পরিমাণ টাকা সেই অ্যাকাউন্টে যোগ করবে সরকার ।