ETV Bharat / bharat

কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকে নিরাপত্তাকর্মী ও কৃষকদের জন্য বিশেষ ঘোষণা - army

শহিদ জওয়ানদের সন্তানদের স্কলারশিপের পরিমাণ বাড়াল কেন্দ্রীয় সরকার । সঙ্গেই কৃষকদের পেনশন স্কিমেও পরিবর্তন আনা হয় ।

ফাইল ফোটো
author img

By

Published : May 31, 2019, 6:28 PM IST

Updated : Jun 1, 2019, 7:47 AM IST

দিল্লি, 31 মে : নতুন মন্ত্রিসভা গঠনের পরই দেশের নিরাপত্তা কর্মীদের সন্তানদের স্কলারশিপের পরিমাণ বাড়াল কেন্দ্রীয় সরকার । মেয়েদের ক্ষেত্রে 2250 থেকে বাড়িয়ে করা হল 3000 টাকা । ছেলেদের জন্য করা হল 2500 টাকা । আগে ছেলেরা পেত 2000 টাকা ।

মসনদে বসেই জাতীয় প্রতিরক্ষা তহবিল (NDF)-র অন্তর্গত প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিমে পরিবর্তন আনলেন নরেন্দ্র মোদি । স্কলারশিপ স্কিমে বাড়ালেন টাকার পরিমাণ । ছেলেদের ক্ষেত্রে 500 ও মেয়েদের ক্ষেত্রে বাড়ানো হল 750 টাকা । শহিদ জওয়ানদের পরিবারের পাশাপাশি নকশাল বা মাওবাদী হামলায় নিহত পুলিশ কর্মীদের পরিবারও এই স্কিমের আওতায় পড়বে । তাদের পরিবার প্রতি 500 টাকা করে বাড়ানো হবে বলে জানানো হয়েছে ।

NDF শুরু হয় 1962 সালে । প্রতিবছর স্কলারশিপ দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রক পরিচালিত সশস্ত্র পুলিশ বাহিনীর 5500 টি ওয়ার্ড, স্বরাষ্ট্রমন্ত্রক পরিচালিত আধা সামরিক বাহিনীর 2000 টি ওয়ার্ড, রেলওয়ে ফোর্সের 150 টি ওয়ার্ডকে । পড়াশোনার ক্ষেত্রেও এই স্কিম ব্যবহার করা যায় ।

ঘোষণাটি করার সময় আবেগতারিত হয়ে পড়েন প্রধানমন্ত্রী । বলেন, "যাঁরা শীত, গরম, বর্ষা উপেক্ষা করে কাজ করেন, উৎসবের দিনও মানুষের হয়ে কাজ করেন, দেশের নাগরিক হয়ে তাঁদের কৃতজ্ঞতা জানানো আমাদের কর্তব্য । শুধু তাই নয়, তাঁদের পরিবারের জন্যও আমাদের ভাবা উচিত । এই স্কলারশিপ স্কিম নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে সাহায্য করবে ।"

অন্যদিকে, প্রধানমন্ত্রী কিষান পেনশন যোজনায় নতুন স্কিমের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা । ভলান্টিয়ারি ও কনট্রিবিউটরি এই পেনশন স্কিমে কৃষকরা যত টাকা জমাবে, সম পরিমাণ টাকা সেই অ্যাকাউন্টে যোগ করবে সরকার ।

দিল্লি, 31 মে : নতুন মন্ত্রিসভা গঠনের পরই দেশের নিরাপত্তা কর্মীদের সন্তানদের স্কলারশিপের পরিমাণ বাড়াল কেন্দ্রীয় সরকার । মেয়েদের ক্ষেত্রে 2250 থেকে বাড়িয়ে করা হল 3000 টাকা । ছেলেদের জন্য করা হল 2500 টাকা । আগে ছেলেরা পেত 2000 টাকা ।

মসনদে বসেই জাতীয় প্রতিরক্ষা তহবিল (NDF)-র অন্তর্গত প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিমে পরিবর্তন আনলেন নরেন্দ্র মোদি । স্কলারশিপ স্কিমে বাড়ালেন টাকার পরিমাণ । ছেলেদের ক্ষেত্রে 500 ও মেয়েদের ক্ষেত্রে বাড়ানো হল 750 টাকা । শহিদ জওয়ানদের পরিবারের পাশাপাশি নকশাল বা মাওবাদী হামলায় নিহত পুলিশ কর্মীদের পরিবারও এই স্কিমের আওতায় পড়বে । তাদের পরিবার প্রতি 500 টাকা করে বাড়ানো হবে বলে জানানো হয়েছে ।

NDF শুরু হয় 1962 সালে । প্রতিবছর স্কলারশিপ দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রক পরিচালিত সশস্ত্র পুলিশ বাহিনীর 5500 টি ওয়ার্ড, স্বরাষ্ট্রমন্ত্রক পরিচালিত আধা সামরিক বাহিনীর 2000 টি ওয়ার্ড, রেলওয়ে ফোর্সের 150 টি ওয়ার্ডকে । পড়াশোনার ক্ষেত্রেও এই স্কিম ব্যবহার করা যায় ।

ঘোষণাটি করার সময় আবেগতারিত হয়ে পড়েন প্রধানমন্ত্রী । বলেন, "যাঁরা শীত, গরম, বর্ষা উপেক্ষা করে কাজ করেন, উৎসবের দিনও মানুষের হয়ে কাজ করেন, দেশের নাগরিক হয়ে তাঁদের কৃতজ্ঞতা জানানো আমাদের কর্তব্য । শুধু তাই নয়, তাঁদের পরিবারের জন্যও আমাদের ভাবা উচিত । এই স্কলারশিপ স্কিম নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে সাহায্য করবে ।"

অন্যদিকে, প্রধানমন্ত্রী কিষান পেনশন যোজনায় নতুন স্কিমের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা । ভলান্টিয়ারি ও কনট্রিবিউটরি এই পেনশন স্কিমে কৃষকরা যত টাকা জমাবে, সম পরিমাণ টাকা সেই অ্যাকাউন্টে যোগ করবে সরকার ।

New Delhi, May 31 (ANI): After much speculation and arousing curiosity, singer Miley Cyrus has finally released her latest single 'She is coming'. The 26 year old shared a short video of the new track on her Twitter account. The song starts with soft music and then progresses with catchy beats. The thirty-one-second video ends with the singer flaunting her curves in opaque black lingerie. On Tuesday, Cyrus announced after she performed three new songs at a show in which she refers the alleged clash between Cardi B and Nicki Minaj. Cyrus previously teased her fans with various 'She Is Coming' teasers on social media. She unveiled a glimpse of a new song called 'Bad Karma' in a video while she and husband Liam Hemsworth made their way to the 2019 Met Gala on May 6. The EP will mark Cyrus' first collection of new music since 2017's full-length album 'Younger Now' which reached No. 5 on the Billboard 200 chart. In addition to working on her new project, the singer appeared in several television projects in recent months. In February, she went undercover as a boy to a show. Miley is next set to appear on Season 5 episode of Netflix's popular sci-fi series 'Black Mirror.
Last Updated : Jun 1, 2019, 7:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.