ETV Bharat / bharat

কানাডায় প্রথম মৃত্যু কোরোনা আক্রান্তের - canada reports first corona virus death

এই প্রথম কোরোনা সংক্রমণে কানাডায় মৃত্যু হল একজনের ৷ স্বাস্থ্য আধিকারিক বনি হেনরি জানান, মৃত ওই ব্যক্তি ব্রিটিশ কোলাম্বিয়ার লিন ভ্যালি কেয়ার সেন্টারের বাসিন্দা ৷ এই নিয়ে বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা 3,800জন৷

canada corona
কানাডায় কোরোনা সংক্রমণে এই প্রথম মৃত্যু হল একজনের
author img

By

Published : Mar 10, 2020, 4:04 AM IST

অটেয়া (কানাডা), 10 মার্চ : কানাডায় প্রথম কোরোনা সংক্রমণে মৃত্যু হল একজনের৷ সাংবাদিক সম্মেলনে একথা জানান দেশের স্বাস্থ্য আধিকারিক বনি হেনরি ৷

কোরোনা সংক্রমণ নিয়ে গতকাল যৌথ সাংবাদিক সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী এড্রিয়াব ডিস্ক ও স্বাস্থ্য আধিকারিক বনি হেনরি৷ সম্মেলনে বনি হেনেরি বিবৃতি দেন, "কোরোনা সংক্রমণে এই প্রথম দেশে মৃত্যু হল একজনের৷ ব্রিটিশ কোলাম্বিয়ার লিন ভ্যালি কেয়ার সেন্টারের এক বাসিন্দার মৃত্যু হয়েছে ৷ তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই৷"

কিছুদিন আগেই বনি হেনরি জানান, কানাডায় এখনও পর্যন্ত 71 জন মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ এখনও পর্যন্ত বিশ্বে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3,800 জনের ৷ আক্রান্তের সংখ্যা 1 লাখ 9 হাজার ৷ এরমধ্যে ভারতে আক্রান্ত হয়েছেন 47 জন ৷ অপরদিকে, পাকিস্তানে আক্রান্তের সংখ্যা 7 ৷

অটেয়া (কানাডা), 10 মার্চ : কানাডায় প্রথম কোরোনা সংক্রমণে মৃত্যু হল একজনের৷ সাংবাদিক সম্মেলনে একথা জানান দেশের স্বাস্থ্য আধিকারিক বনি হেনরি ৷

কোরোনা সংক্রমণ নিয়ে গতকাল যৌথ সাংবাদিক সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী এড্রিয়াব ডিস্ক ও স্বাস্থ্য আধিকারিক বনি হেনরি৷ সম্মেলনে বনি হেনেরি বিবৃতি দেন, "কোরোনা সংক্রমণে এই প্রথম দেশে মৃত্যু হল একজনের৷ ব্রিটিশ কোলাম্বিয়ার লিন ভ্যালি কেয়ার সেন্টারের এক বাসিন্দার মৃত্যু হয়েছে ৷ তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই৷"

কিছুদিন আগেই বনি হেনরি জানান, কানাডায় এখনও পর্যন্ত 71 জন মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ এখনও পর্যন্ত বিশ্বে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3,800 জনের ৷ আক্রান্তের সংখ্যা 1 লাখ 9 হাজার ৷ এরমধ্যে ভারতে আক্রান্ত হয়েছেন 47 জন ৷ অপরদিকে, পাকিস্তানে আক্রান্তের সংখ্যা 7 ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.