ETV Bharat / bharat

মধ্যপ্রদেশের প্লাইউড কারখানায় ভয়াবহ আগুন - মধ্যপ্রদেশের ধারে আগুন

মধ্যপ্রদেশের ধার শিল্পনগরির পিথমপুরে প্লাইউড কারখানায় ভয়াবহ আগুন। দমকলকর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । তবে গোটা কারখানা পুড়ে গেছে ।

Madhya Pradesh Fire
মধ্যপ্রদেশের প্লাইউড কারখানায় আগুন
author img

By

Published : Jun 11, 2020, 1:59 PM IST

ধার, 11 জুন: মধ্যপ্রদেশের ধার শিল্পনগরির পিথমপুরে একটি প্লাইউড কারখানায় বিধ্বংসী আগুন। স্থানীয় সূত্রে খবর, রাতে পিথমপুরের 3 নম্বর সেক্টরের ওই প্লাইউড কারখানায় আগুন দেখতে পান তাঁরা । এরপর তাঁরা দমকলবাহিনীকে খবর দেন।

কারখানাটি প্লাইউডের হওয়ায় সেখানে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল। যার ফলে আগুন দ্রুত গ্রাস করে ফেলে গোটা কারখানাটিকে। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা । আগুন এতটাই ভয়াবহ আকার নেয় যে, বহুদূর থেকেও তার শিখা দেখা যাচ্ছিল।

স্থানীয়দের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থানে পৌঁছোয় পিথমপুর থানার পুলিশ ও দমকলবাহিনী । তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোটা কারখানাটিই ভস্মীভূত হয়ে গেছে। আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকার উপরে হবে। কারখানায় আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকলবাহিনী।

ধার, 11 জুন: মধ্যপ্রদেশের ধার শিল্পনগরির পিথমপুরে একটি প্লাইউড কারখানায় বিধ্বংসী আগুন। স্থানীয় সূত্রে খবর, রাতে পিথমপুরের 3 নম্বর সেক্টরের ওই প্লাইউড কারখানায় আগুন দেখতে পান তাঁরা । এরপর তাঁরা দমকলবাহিনীকে খবর দেন।

কারখানাটি প্লাইউডের হওয়ায় সেখানে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল। যার ফলে আগুন দ্রুত গ্রাস করে ফেলে গোটা কারখানাটিকে। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা । আগুন এতটাই ভয়াবহ আকার নেয় যে, বহুদূর থেকেও তার শিখা দেখা যাচ্ছিল।

স্থানীয়দের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থানে পৌঁছোয় পিথমপুর থানার পুলিশ ও দমকলবাহিনী । তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোটা কারখানাটিই ভস্মীভূত হয়ে গেছে। আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকার উপরে হবে। কারখানায় আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকলবাহিনী।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.