লখনউ, 1 মে : একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হল একই পরিবারের পাঁচ সদস্যের ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের ইন্দিরা নগরের তকরোহি এলাকার মায়াবতী নগরের ৷ বাড়িটিতে গ্যাস সিলিন্ডারের গোদাম থাকায় আগুন ভয়াবহ আকার নেয় ৷ যার ফলে বাড়ির ভিতর থেকে কাউকে বাইরে বার করে আনা সম্ভব হয়নি ৷
অভিযোগ, সরকারের উদাসীনতার কারণে ইন্দিরা নগর এলাকায় প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে থাকে ৷ গতকাল মাঝরাতে এলাকার টি আর সিংয়ের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে ৷
প্রতিবেশীরা জানায়, গতরাতে সাড়ে 12টা থেকে 1টার মধ্যে আগুন লাগে ৷ বাড়ির ভিতর ধোঁয়ায় ভরতি হয়ে যায় নিমেষের মধ্যে ৷ কিন্তু বাড়িটির মূল দরজা একটিই থাকায় উদ্ধারকাজ চালানো যায়নি ৷ সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয় ৷
রাত তিনটের পর দমকল বাহিনী ঘটনাস্থানে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি ৷ পরে বাড়ির পেছনের দেওয়াল ভাঙা হলে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয় ৷ স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির মালিকের গ্যাস স্টোভ সাপ্লাইয়ের ব্যবসা ছিল ৷ আর তাই বাড়িতেই তিনি গুদাম বানিয়ে গ্যাস স্টোভগুলি রাখতেন ৷
দমকলের তরফে জানানো হয়, বাড়িটিতে একটিই মূল দরজা থাকায় উদ্ধার কাজ চালাতে অসুবিধা হয় ৷ পরে বাড়ির পিছনের দেওয়াল ভেঙে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয় ৷