ETV Bharat / bharat

কোয়ারান্টাইনে অভব্য আচরণ নিজ়ামুদ্দিনের জমায়েতকারীদের, আটক 6

গাজ়িয়াবাদের MMG হাসপাতালে অভব্য আচরণ নিজ়ামুদ্দিনের জমায়েতকারীদের । স্বাস্থ্যকর্মীদের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ । ঘটনায় গাজ়িয়াবাদ থানায় FIR দায়ের করা হয়েছে । পরে তাদের স্থানান্তরিত করা হয়। আটক করা হয়েছে ছয়জনকে ।

FIR registered against patients from Tablighi Jamaat
কোয়ারান্টাইনে অভব্য আচরণ নিজ়ামুদ্দিনের জমায়েতকারীদের
author img

By

Published : Apr 3, 2020, 2:19 PM IST

Updated : Apr 3, 2020, 3:24 PM IST

গাজ়িয়াবাদ, 3 এপ্রিল : দিল্লির নিজ়ামুদ্দিনে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে । ঘটনা ইতিমধ্যেই কমিউনিটি স্প্রেডের আশঙ্কা তৈরি করেছে । গোটা দেশজুড়ে চলছে ওই ধর্মীয় অনুষ্ঠানে যাঁরা যোগ দিয়েছিলেন তাঁদের খোঁজ । এমনকি খোঁজ চলছে তাঁদের সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদেরও । অনেককেই পাঠানো হয়েছে আইসোলেশনে । অনেকেই আবার হাসপাতালে ভরতি । এরই মধ্যে গাজ়িয়াবাদের কোয়ারান্টাইন সেন্টার থেকে এল চাঞ্চল্যকর অভিযোগ ।

চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের গায়ে থুতু ছেটানোর অভিযোগ আগেই উঠেছে । এবার গাজ়িয়াবাদের কোয়ারান্টাইন সেন্টারে অভব্য আচরণ নিজ়ামুদ্দিনের জমায়েতকারীদের । অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে সেন্টারের মহিলা স্বাস্থ্যকর্মীদের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি করে তারা । এমনকি, হাসপাতালের মধ্যেই নগ্ন হয়ে ঘোরার অভিযোগও ওঠে । ঘটনায় গাজ়িয়াবাদ থানায় FIR দায়ের হয় । পরে অবশ্য তাদের রাজকুমার গোয়েল ইনস্টিটিউটের কোয়ারান্টাইনে স্থানান্তরিত করা হয় । ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে ।

গাজ়িয়াবাদের এম এম জি জেলা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছিল নিজ়ামুদ্দিন থেকে ফেরা ওই ছ'জনকে । গাজ়িয়াবাদের SP (সিটি) মণীশ মিশ্রা জানান, "নার্সদের প্রতি অভব্য আচরণ করে ওই ছয় জন । অভিযোগ করেন এম এম জি জেলা হাসপাতালের CMO । এমনকি স্টাফেদের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগও করেন তিনি । চিফ মেডিকেল অফিসারের অভিযোগের ভিত্তিতে ছয় জনকে আটক করা হয়েছে ।" ভারতীয় দণ্ডবিধির 294, 354, 269 এবং 270 ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি ।

ঘটনার জেরে নিজ়ামুদ্দিনের জমায়েতকারীদের রাখা হয়েছে এমন হাসপাতালগুলিতে কোনও মহিলা স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার ।

গাজ়িয়াবাদ, 3 এপ্রিল : দিল্লির নিজ়ামুদ্দিনে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে । ঘটনা ইতিমধ্যেই কমিউনিটি স্প্রেডের আশঙ্কা তৈরি করেছে । গোটা দেশজুড়ে চলছে ওই ধর্মীয় অনুষ্ঠানে যাঁরা যোগ দিয়েছিলেন তাঁদের খোঁজ । এমনকি খোঁজ চলছে তাঁদের সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদেরও । অনেককেই পাঠানো হয়েছে আইসোলেশনে । অনেকেই আবার হাসপাতালে ভরতি । এরই মধ্যে গাজ়িয়াবাদের কোয়ারান্টাইন সেন্টার থেকে এল চাঞ্চল্যকর অভিযোগ ।

চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের গায়ে থুতু ছেটানোর অভিযোগ আগেই উঠেছে । এবার গাজ়িয়াবাদের কোয়ারান্টাইন সেন্টারে অভব্য আচরণ নিজ়ামুদ্দিনের জমায়েতকারীদের । অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে সেন্টারের মহিলা স্বাস্থ্যকর্মীদের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি করে তারা । এমনকি, হাসপাতালের মধ্যেই নগ্ন হয়ে ঘোরার অভিযোগও ওঠে । ঘটনায় গাজ়িয়াবাদ থানায় FIR দায়ের হয় । পরে অবশ্য তাদের রাজকুমার গোয়েল ইনস্টিটিউটের কোয়ারান্টাইনে স্থানান্তরিত করা হয় । ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে ।

গাজ়িয়াবাদের এম এম জি জেলা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছিল নিজ়ামুদ্দিন থেকে ফেরা ওই ছ'জনকে । গাজ়িয়াবাদের SP (সিটি) মণীশ মিশ্রা জানান, "নার্সদের প্রতি অভব্য আচরণ করে ওই ছয় জন । অভিযোগ করেন এম এম জি জেলা হাসপাতালের CMO । এমনকি স্টাফেদের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগও করেন তিনি । চিফ মেডিকেল অফিসারের অভিযোগের ভিত্তিতে ছয় জনকে আটক করা হয়েছে ।" ভারতীয় দণ্ডবিধির 294, 354, 269 এবং 270 ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি ।

ঘটনার জেরে নিজ়ামুদ্দিনের জমায়েতকারীদের রাখা হয়েছে এমন হাসপাতালগুলিতে কোনও মহিলা স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার ।

Last Updated : Apr 3, 2020, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.