ETV Bharat / bharat

কোরোনা যুদ্ধে ভারতকে 1 বিলিয়ন মার্কিন ডলার দেবে বিশ্ব ব্যাঙ্ক

প্রথম ধাপে মোট 25 টি দেশের জন্য 1.9 বিলিয়ন অ্যামেরিকান ডলারের সহায়তা প্রকল্প ঘোষণা করেছে বিশ্ব ব্যাঙ্ক ৷ তারমধ্যে 1 বিলিয়ন অ্যামেরিকান ডলারের আর্থিক সাহায্য পেয়েছে ভারত ৷

World Bank
World Bank
author img

By

Published : Apr 3, 2020, 11:22 AM IST

Updated : Apr 3, 2020, 8:58 PM IST

ওয়াশিংটন, 3 এপ্রিল : ভারতে এখনও পর্যন্ত কোরোনা সংক্রমণের জেরে মোট 53 জনের মৃত্যু হয়েছে ৷ প্রায় 2,000 ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা ৷ এবার কোরোনা মোকাবিলায় ভারতকে 1 বিলিয়ন অ্যামেরিকান ডলারের আর্থিক সাহায্যের অনুমোদন বিশ্ব ব্যাঙ্কের ৷ বৃহস্পতিবার ব্যাঙ্কের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে ৷

বিশ্ব ব্যাঙ্ক প্রথম ধাপে 25 টি দেশকে 1.9 বিলিয়ন অ্যামেরিকান ডলারের আর্থিক সাহায্যের অনুমোদন দিয়েছে ৷ সেই সঙ্গে 40 টি বেশি দেশকে সাহায্যের প্রক্রিয়ায় শুরু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷ 1.9 বিলিয়ন অ্যামেরিকান ডলারের মধ্যে 1 বিলিয়ান অ্যামেরিকান ডলারের জরুরি আর্থিক সাহায্য করা হয়েছে ভারতকে ৷

বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে, "Covid-19-এর মোকাবিলায় প্রথম ধাপে বিশ্বের বিভিন্ন প্রান্তের উন্নয়নশীল দেশগুলির জন্য জরুরি আর্থিক সাহায্য দেওয়া হবে ৷ ভারতকে 1 বিলিয়ন অ্যামেরিকান ডলার জরুরি আর্থিক সাহায্য করা হয়েছে ৷ এই অর্থ ভারতকে কোরোনা মোকাবিলায় সাহায্য করবে ৷ বিভিন্ন ব্যক্তিগতি সুরক্ষামূলক সরঞ্জাম (PPE), স্ক্রিনিং যন্ত্রাদি, ও নতুন আরও আইসোলেশন ওয়ার্ড স্থাপন করতে সহায়তা করবে ৷" পাশাপাশি দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশকেও আর্থিক সাহায্যের অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক ৷

পাকিস্তানকে 200 মিলিয়ন অ্যামেরিকান ডলার আর্থিক সাহায্য করা হয়েছে ৷ আফগানিস্তানকে 100 মিলিয়ন অ্যামেরিকান ডলারের আর্থিক সাহায্য ৷ 7.3 মিলিয়ন মালদ্বীপের জন্য ও 128.6 মিলিয়ন অ্যামেরিকান ডলার আর্থিক সাহায্য করা হয়েছে শ্রীলঙ্কাকে ৷ সেই সঙ্গে কোরোনা প্যানডেমিকের মোকাবিলায় ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আগামী 15 মাসে 160 বিলিয়ন ডলার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক ৷

ব্যাঙ্কের তরফে দেওয়া প্রেস বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব ব্যাঙ্ক অন্যদের উৎসাহিত করছে উন্নয়নশীল দেশগুলিকে আর্থিক সাহায্য কারার জন্য ৷ যাতে উন্নয়নশীল দেশগুলি Covid-19 এর মোকাবিলা করতে সক্ষম হয় ৷

ওয়াশিংটন, 3 এপ্রিল : ভারতে এখনও পর্যন্ত কোরোনা সংক্রমণের জেরে মোট 53 জনের মৃত্যু হয়েছে ৷ প্রায় 2,000 ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা ৷ এবার কোরোনা মোকাবিলায় ভারতকে 1 বিলিয়ন অ্যামেরিকান ডলারের আর্থিক সাহায্যের অনুমোদন বিশ্ব ব্যাঙ্কের ৷ বৃহস্পতিবার ব্যাঙ্কের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে ৷

বিশ্ব ব্যাঙ্ক প্রথম ধাপে 25 টি দেশকে 1.9 বিলিয়ন অ্যামেরিকান ডলারের আর্থিক সাহায্যের অনুমোদন দিয়েছে ৷ সেই সঙ্গে 40 টি বেশি দেশকে সাহায্যের প্রক্রিয়ায় শুরু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷ 1.9 বিলিয়ন অ্যামেরিকান ডলারের মধ্যে 1 বিলিয়ান অ্যামেরিকান ডলারের জরুরি আর্থিক সাহায্য করা হয়েছে ভারতকে ৷

বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে, "Covid-19-এর মোকাবিলায় প্রথম ধাপে বিশ্বের বিভিন্ন প্রান্তের উন্নয়নশীল দেশগুলির জন্য জরুরি আর্থিক সাহায্য দেওয়া হবে ৷ ভারতকে 1 বিলিয়ন অ্যামেরিকান ডলার জরুরি আর্থিক সাহায্য করা হয়েছে ৷ এই অর্থ ভারতকে কোরোনা মোকাবিলায় সাহায্য করবে ৷ বিভিন্ন ব্যক্তিগতি সুরক্ষামূলক সরঞ্জাম (PPE), স্ক্রিনিং যন্ত্রাদি, ও নতুন আরও আইসোলেশন ওয়ার্ড স্থাপন করতে সহায়তা করবে ৷" পাশাপাশি দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশকেও আর্থিক সাহায্যের অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক ৷

পাকিস্তানকে 200 মিলিয়ন অ্যামেরিকান ডলার আর্থিক সাহায্য করা হয়েছে ৷ আফগানিস্তানকে 100 মিলিয়ন অ্যামেরিকান ডলারের আর্থিক সাহায্য ৷ 7.3 মিলিয়ন মালদ্বীপের জন্য ও 128.6 মিলিয়ন অ্যামেরিকান ডলার আর্থিক সাহায্য করা হয়েছে শ্রীলঙ্কাকে ৷ সেই সঙ্গে কোরোনা প্যানডেমিকের মোকাবিলায় ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আগামী 15 মাসে 160 বিলিয়ন ডলার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক ৷

ব্যাঙ্কের তরফে দেওয়া প্রেস বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব ব্যাঙ্ক অন্যদের উৎসাহিত করছে উন্নয়নশীল দেশগুলিকে আর্থিক সাহায্য কারার জন্য ৷ যাতে উন্নয়নশীল দেশগুলি Covid-19 এর মোকাবিলা করতে সক্ষম হয় ৷

Last Updated : Apr 3, 2020, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.