দিল্লি, 10 জুন : বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযান থেকে শিক্ষা । পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলি বন্ধ করল পাকিস্তান সরকার । গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়া গেছে ।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় CRPF কনভয়ে হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ । শহিদ হন 40 জওয়ান । পাকিস্তানের মদতেই এই হামলা হয়েছে বলে দাবি করে ভারত । তার প্রমাণও ভারত বিশ্বের সামনে তুলে ধরে । এই সংক্রান্ত নথি পাকিস্তান হাইকমিশনারের কাছেও পাঠায় । বিশ্বের অন্য দেশ থেকে চাপ বাড়তে শুরু করে পাকিস্তানের উপর । সূত্রের খবর, তারপরই জঙ্গিঘাঁটিগুলি নিয়ে সতর্ক হয় পাকিস্তান সরকার ।
ভারত পাকিস্তান হাইকমিশনারকে দেওয়া তথ্যে জানিয়েছিল, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজ়াফ্ফরাবাদ ও কোটলায় পাঁচটি করে মোট দশটি জঙ্গিঘাঁটি রয়েছে । একটি রয়েছে বারনালায় । গোয়েন্দা সূত্রে খবর, লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদের মতো সংগঠন এই ঘাঁটিগুলি চালাত । ভারতের চাপের মুখে পড়ে এই জঙ্গিঘাঁটিগুলি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তারা । এছাড়া মীরপুরে ও মুজ়াফ্ফরাবাদে আরও কয়েকটি ঘাঁটি বন্ধ করে দিয়েছে জঙ্গিরা ।
যদিও পাকিস্তানের এই ধরনের পদক্ষেপকে গুরুত্ব দিতে নারাজ ভারত । সেনাপ্রধান বিপিন রাওয়াত এনিয়ে জানিয়েছেন, পাকিস্তান কী করছে বা করছে না তা দেখার প্রয়োজন ভারতের নেই । সীমান্তে যেরকম কড়া নজরদারি চলছিল সেভাবেই চলবে ।