ETV Bharat / bharat

দেশে কোরোনায় মৃত্যুর হার 2.82 শতাংশ: স্বাস্থ্য মন্ত্রক - Coronavirus in india

সঠিক সময়ে চিহ্নিতকরণ ও উন্নত চিকিৎসার ফলে দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে রাখা গিয়েছে । জানালেন স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল।

Health ministry
Health ministry
author img

By

Published : Jun 2, 2020, 6:52 PM IST

Updated : Jun 2, 2020, 7:02 PM IST

দিল্লি, 2জুন : দেশে কোরোনা সংক্রমণের হার বাড়লেও মৃত্যুর হার বাকি দেশগুলোর তুলনায় অনেক কম। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল আজ সাংবাদিক বৈঠকে বলেন, "আমাদের দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার 2.82 শতাংশ, যা বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় কম।"

তিনি জানান, "দেশের জনসংখ্যার মাত্র 10 শতাংশের মধ্যে 50 শতাংশের মৃত্যু সরাসরি কোরোনা ভাইরাসের কারণে এবং 73 শতাংশের মৃত্যু কো- মর্ডিবিটিতে হয়েছে । শুধু আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতকে সপ্তম সর্বোচ্চ কোরোনা আক্রান্ত দেশ বলা ভুল। আমাদের দেশের জনসংখ্যাও বিচার করা উচিত। ভারতের সমান জনসংখ্যার 14টি দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 22.5 গুণ ও মৃত্যু 55.2 গুণ বেশি। "

লভ আগরওয়াল বলেন, দেশে সুস্থ হওয়ার হার ক্রমে বেড়েই চলেছে । বলেন, "আমাদের দেশে কোরোনা আক্রান্তদের সুস্থ হওয়ার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । এখনও অবধি মোট 95 হাজার 527 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন । এর মধ্যে আজই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3 হাজার 708 জন । দেশে বর্তমানে সুস্থ হওয়ার হার 48.07 শতাংশ, যা গত 15 এপ্রিল ছিল 11.42 শতাংশ। "

তিনি আরও বলেন, "যেখানে বিশ্বে কোরোনায় মৃত্যুর হার 6.13 শতাংশ, সেখানে ভারতে মৃত্যুর হার কেবল 2.82 শতাংশ । সময়মতো চিহ্নিতকরণ ও সঠিক চিকিৎসার ফলেই এই সফলতা । ভারতে প্রতি লাখে মৃত্যুর হারও (0.41) বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক কম, যেখানে কয়েকটি দেশে প্রতি লাখে 62 এবং 82 জন মারা যাচ্ছে। "

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে গত 24 ঘন্টায় কোরোনা আক্রান্ত হয়েছেন 8 হাজার 171 জন এবং 204 জনের মৃত্যু হয়েছে। দেশে বর্তমানে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রায় দুই লাখ।

দিল্লি, 2জুন : দেশে কোরোনা সংক্রমণের হার বাড়লেও মৃত্যুর হার বাকি দেশগুলোর তুলনায় অনেক কম। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল আজ সাংবাদিক বৈঠকে বলেন, "আমাদের দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার 2.82 শতাংশ, যা বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় কম।"

তিনি জানান, "দেশের জনসংখ্যার মাত্র 10 শতাংশের মধ্যে 50 শতাংশের মৃত্যু সরাসরি কোরোনা ভাইরাসের কারণে এবং 73 শতাংশের মৃত্যু কো- মর্ডিবিটিতে হয়েছে । শুধু আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতকে সপ্তম সর্বোচ্চ কোরোনা আক্রান্ত দেশ বলা ভুল। আমাদের দেশের জনসংখ্যাও বিচার করা উচিত। ভারতের সমান জনসংখ্যার 14টি দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 22.5 গুণ ও মৃত্যু 55.2 গুণ বেশি। "

লভ আগরওয়াল বলেন, দেশে সুস্থ হওয়ার হার ক্রমে বেড়েই চলেছে । বলেন, "আমাদের দেশে কোরোনা আক্রান্তদের সুস্থ হওয়ার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । এখনও অবধি মোট 95 হাজার 527 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন । এর মধ্যে আজই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3 হাজার 708 জন । দেশে বর্তমানে সুস্থ হওয়ার হার 48.07 শতাংশ, যা গত 15 এপ্রিল ছিল 11.42 শতাংশ। "

তিনি আরও বলেন, "যেখানে বিশ্বে কোরোনায় মৃত্যুর হার 6.13 শতাংশ, সেখানে ভারতে মৃত্যুর হার কেবল 2.82 শতাংশ । সময়মতো চিহ্নিতকরণ ও সঠিক চিকিৎসার ফলেই এই সফলতা । ভারতে প্রতি লাখে মৃত্যুর হারও (0.41) বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক কম, যেখানে কয়েকটি দেশে প্রতি লাখে 62 এবং 82 জন মারা যাচ্ছে। "

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে গত 24 ঘন্টায় কোরোনা আক্রান্ত হয়েছেন 8 হাজার 171 জন এবং 204 জনের মৃত্যু হয়েছে। দেশে বর্তমানে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রায় দুই লাখ।

Last Updated : Jun 2, 2020, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.