ETV Bharat / bharat

'ফ্যাসিবাদী' সরকার গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, কেন্দ্রকে আক্রমণ ডেরেকের - সংসদের বাদল অধিবেশন

আমার সবাই অধিবেশন বয়কট করেছি । আজ থেকে লোকসভাতেও কোনও বিরোধী থাকবে না বলে শুনেছি । সংসদ বিরোধী শূন্য হয়ে যাবে । আর সরকার বলছে ক্ষমা চাইতে হবে । কিন্তু কার ক্ষমা চাওয়া দরকার সেটা ভেবে দেখতে হবে । বললেন সাংসদ ডেরেক ও'ব্রায়েন ।

ডেরেক ও'ব্রায়েন
ডেরেক ও'ব্রায়েন
author img

By

Published : Sep 22, 2020, 4:55 PM IST

Updated : Sep 22, 2020, 5:05 PM IST

দিল্লি, 22 সেপ্টেম্বর : অধিবেশন কক্ষের ভিতরে বিরোধীদের ন্যূনতম অধিকারটুকুও ছিনিয়ে নেওয়া হয়েছে । ভারতীয় গণতন্ত্রের উপর আঘাত হানার চেষ্টা করা হচ্ছে । গণতন্ত্রকে বুলবোজ়ার দিয়ে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে । ফ্যাসিবাদী মনোভাব নিয়ে কাজ করছে কেন্দ্র । অধিবেশন কক্ষ থেকে গতকাল সাপপেন্ড হওয়ার পর আজ কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ।

কৃষি বিলের বিরুদ্ধে ওয়েলে নেমে প্রতিবাদের জেরে রবিবার রাজ্যসভার অধিবেশন কক্ষে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয় । তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন রুলবুক ছিঁড়ে ফেলার চেষ্টা করেন । এর জেরে গতকাল ডেরেক-সহ আটজন সাংসদকে সাতদিনের জন্য অধিবেশন কক্ষ থেকে সাসপেন্ড করেন চেয়ারম্যান এম বেঙ্গাইয়া নাইডু । অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সাংসদদের ।

আজ সংসদের বাইরে কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, "সাসপেন্ড হওয়া সাংসদরা যদি নিজেদের আচারণের জন্য ক্ষমা চান, একমাত্র তবেই সাসপেনশনের সিদ্ধান্ত বদলের কথা বলা হবে ।"

এ-প্রসঙ্গে আজ এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল সাংসদ । বলেন, "রাজ্যসভায় এখন কোনও বিরোধী নেই । আমার সবাই অধিবেশন বয়কট করেছি । আজ থেকে লোকসভাতেও কোনও বিরোধী থাকবে না বলে শুনেছি । সংসদ বিরোধী শূন্য হয়ে যাবে । আর সরকার বলছে ক্ষমা চাইতে হবে । কিন্তু কার ক্ষমা চাওয়া দরকার সেটা ভেবে দেখতে হবে ।"

আরও পড়ুন : ছিঁড়তে গেলেন রুল বুক, কৃষি বিলের প্রতিবাদে ওয়েলে ডেরেক

সংসদের ভিতরে তিনি যে ভিডিয়ো তুলেছিলেন সে প্রসঙ্গেও মুখ খোলেন আজ । বলেন, “কোরোনার অজুহাত দেখিয়ে সংসদে সাংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না । কোরোনার নামে গণতন্ত্র শেষ করছে সরকার । শুধুমাত্র একটি সরকারি চ্যানেল আর একটি বেসরকারি চ্যানেল । তাই আমরা ভিডিয়ো তুলেছি । বেশ করেছি তুলেছি । প্রয়োজনে আবারও তুলব । কেউ না তুললে তৃণমূল একাই তুলবে ।”

আজকের সাংবাদিক বৈঠকেও বিতর্কিত কৃষি বিল নিয়ে সরব হন সাংসদ । বিলগুলি নিয়ে যে কোনওরকম আলোচনা করেনি কেন্দ্র তা আজ আরও একবার নিজের বক্তব্যে স্পষ্ট করে দেন তিনি । বলেন, " এই সরকার কৃষক বিরোধী । এই সরকার গণতন্ত্র বিমুখ । এই সরকার জনগণ বিরোধী ।"

কৃষি বিল ইশুতে বিরোধীরা যে একজোট হতে শুরু করেছে তা আজ স্পষ্ট করে দেন সাংসদ । তাঁর কথায়, এই বিলগুলির মাধ্যমে কৃষকদের সঙ্গে প্রতারণা করছে সরকার । বলেন, “ আমাকে সাসপেন্ড করতে পারবেন, কিন্তু চুপ করিয়ে রাখতে পারবেন না ।”

তোপ দাগেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিংয়ের বিরুদ্ধেও । ডেপুটি চেয়ারম্যান কেন্দ্রের হাতের পুতুলে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি । হরিবংশ সিং আজ সাপপেন্ড হওয়া সাংসদেদের জন্য চা নিয়ে আসার বিষয়ে ডেরেক বলেন, “বাইরে কৃষকরা আন্দোলন করছে ! আর আপনি চা নিয়ে আসছেন ।"

দিল্লি, 22 সেপ্টেম্বর : অধিবেশন কক্ষের ভিতরে বিরোধীদের ন্যূনতম অধিকারটুকুও ছিনিয়ে নেওয়া হয়েছে । ভারতীয় গণতন্ত্রের উপর আঘাত হানার চেষ্টা করা হচ্ছে । গণতন্ত্রকে বুলবোজ়ার দিয়ে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে । ফ্যাসিবাদী মনোভাব নিয়ে কাজ করছে কেন্দ্র । অধিবেশন কক্ষ থেকে গতকাল সাপপেন্ড হওয়ার পর আজ কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ।

কৃষি বিলের বিরুদ্ধে ওয়েলে নেমে প্রতিবাদের জেরে রবিবার রাজ্যসভার অধিবেশন কক্ষে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয় । তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন রুলবুক ছিঁড়ে ফেলার চেষ্টা করেন । এর জেরে গতকাল ডেরেক-সহ আটজন সাংসদকে সাতদিনের জন্য অধিবেশন কক্ষ থেকে সাসপেন্ড করেন চেয়ারম্যান এম বেঙ্গাইয়া নাইডু । অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সাংসদদের ।

আজ সংসদের বাইরে কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, "সাসপেন্ড হওয়া সাংসদরা যদি নিজেদের আচারণের জন্য ক্ষমা চান, একমাত্র তবেই সাসপেনশনের সিদ্ধান্ত বদলের কথা বলা হবে ।"

এ-প্রসঙ্গে আজ এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল সাংসদ । বলেন, "রাজ্যসভায় এখন কোনও বিরোধী নেই । আমার সবাই অধিবেশন বয়কট করেছি । আজ থেকে লোকসভাতেও কোনও বিরোধী থাকবে না বলে শুনেছি । সংসদ বিরোধী শূন্য হয়ে যাবে । আর সরকার বলছে ক্ষমা চাইতে হবে । কিন্তু কার ক্ষমা চাওয়া দরকার সেটা ভেবে দেখতে হবে ।"

আরও পড়ুন : ছিঁড়তে গেলেন রুল বুক, কৃষি বিলের প্রতিবাদে ওয়েলে ডেরেক

সংসদের ভিতরে তিনি যে ভিডিয়ো তুলেছিলেন সে প্রসঙ্গেও মুখ খোলেন আজ । বলেন, “কোরোনার অজুহাত দেখিয়ে সংসদে সাংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না । কোরোনার নামে গণতন্ত্র শেষ করছে সরকার । শুধুমাত্র একটি সরকারি চ্যানেল আর একটি বেসরকারি চ্যানেল । তাই আমরা ভিডিয়ো তুলেছি । বেশ করেছি তুলেছি । প্রয়োজনে আবারও তুলব । কেউ না তুললে তৃণমূল একাই তুলবে ।”

আজকের সাংবাদিক বৈঠকেও বিতর্কিত কৃষি বিল নিয়ে সরব হন সাংসদ । বিলগুলি নিয়ে যে কোনওরকম আলোচনা করেনি কেন্দ্র তা আজ আরও একবার নিজের বক্তব্যে স্পষ্ট করে দেন তিনি । বলেন, " এই সরকার কৃষক বিরোধী । এই সরকার গণতন্ত্র বিমুখ । এই সরকার জনগণ বিরোধী ।"

কৃষি বিল ইশুতে বিরোধীরা যে একজোট হতে শুরু করেছে তা আজ স্পষ্ট করে দেন সাংসদ । তাঁর কথায়, এই বিলগুলির মাধ্যমে কৃষকদের সঙ্গে প্রতারণা করছে সরকার । বলেন, “ আমাকে সাসপেন্ড করতে পারবেন, কিন্তু চুপ করিয়ে রাখতে পারবেন না ।”

তোপ দাগেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিংয়ের বিরুদ্ধেও । ডেপুটি চেয়ারম্যান কেন্দ্রের হাতের পুতুলে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি । হরিবংশ সিং আজ সাপপেন্ড হওয়া সাংসদেদের জন্য চা নিয়ে আসার বিষয়ে ডেরেক বলেন, “বাইরে কৃষকরা আন্দোলন করছে ! আর আপনি চা নিয়ে আসছেন ।"

Last Updated : Sep 22, 2020, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.