ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলের অনুমতির ভার দিল্লি পুলিশের হাতে ছাড়ল সুপ্রিম কোর্ট - police

সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল করতে চান কৃষকরা৷ কিন্তু ওইদিন দিল্লিতে এই ধরনের মিছিল করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে৷ এতে বিশ্বের দরবারে ভারতের মাথা নিচু হবে৷ এই যুক্তিতে সুপ্রিম কোর্টে মামলা করে কেন্দ্র৷ কিন্তু ওই দিন মিছিল হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার দিল্লি পুলিশের হাতে ছাড়ল সুপ্রিম কোর্ট৷ পরবর্তী শুনানি আগামী 20 জানুয়ারি৷

supreme court
প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলের অনুমতির ভার দিল্লি পুলিশের হাত ছাড়ল সুপ্রিম কোর্ট
author img

By

Published : Jan 18, 2021, 1:33 PM IST

Updated : Jan 18, 2021, 3:37 PM IST

দিল্লি, 18 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের দিন কৃষকরা কি দিল্লিতে ট্রাক্টর মিছিল করতে পারবেন ? এই প্রশ্নের উত্তর দেওয়ার ভার দিল্লি পুলিশের হাতেই ছেড়ে দিল সুপ্রিম কোর্ট ৷ বিষয়টির সঙ্গে যেহেতু আইন-শৃঙ্খলা পরিস্থিতির সরাসরি সম্পর্ক রয়েছে, তাই দিল্লি পুলিশের হাতে কৃষকদের ট্রাক্টর মিছিলের অনুমতির ভার ছেড়ে দিল শীর্ষ আদালত ৷ আজ, সোমবার এই নিয়ে একটি মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে এই কথা জানানো হয়েছে ৷

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এদিন মামলার শুনানি হয় ৷ মামলাটি কেন্দ্রীয় সরকারের তরফে দায়ের করা হয়েছিল৷ সেখানে কেন্দ্রের তরফে শীর্ষ আদালতের কাছে আবেদনে জানানো হয় যে আগামী 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন কৃষকদের প্রস্তাবিত ট্রাক্টর মিছিল বাতিল করে দেওয়া হোক ৷

দিল্লি পুলিশের মাধ্যমে করা ওই আবেদনে কেন্দ্রের যুক্তি ছিল, সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে এমন একটি মিছিল করার অনুমতি দিলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এতে দেশের সম্মান নষ্ট হবে ৷ কেন্দ্রের বক্তব্য, প্রতিবাদ অধিকারের বলে বিশ্বের দরবারে দেশের সম্মান নষ্ট করা উচিত নয়৷

আরও পড়ুন : হিন্দু ধর্মের অপমান ? 'তাণ্ডব' নিয়ে অ্যামাজ়নের কাছে জবাব চাইল কেন্দ্র

এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে যে আদালত কি পুলিশের ক্ষমতা ও তারা কীভাবে কাজ করবে, তা নিয়ে কিছু বলেছে ? পুলিশকে পুলিশের মতো কাজ করতে দেওয়া হোক৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী 20 জানুয়ারি৷

দিল্লি, 18 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের দিন কৃষকরা কি দিল্লিতে ট্রাক্টর মিছিল করতে পারবেন ? এই প্রশ্নের উত্তর দেওয়ার ভার দিল্লি পুলিশের হাতেই ছেড়ে দিল সুপ্রিম কোর্ট ৷ বিষয়টির সঙ্গে যেহেতু আইন-শৃঙ্খলা পরিস্থিতির সরাসরি সম্পর্ক রয়েছে, তাই দিল্লি পুলিশের হাতে কৃষকদের ট্রাক্টর মিছিলের অনুমতির ভার ছেড়ে দিল শীর্ষ আদালত ৷ আজ, সোমবার এই নিয়ে একটি মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে এই কথা জানানো হয়েছে ৷

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এদিন মামলার শুনানি হয় ৷ মামলাটি কেন্দ্রীয় সরকারের তরফে দায়ের করা হয়েছিল৷ সেখানে কেন্দ্রের তরফে শীর্ষ আদালতের কাছে আবেদনে জানানো হয় যে আগামী 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন কৃষকদের প্রস্তাবিত ট্রাক্টর মিছিল বাতিল করে দেওয়া হোক ৷

দিল্লি পুলিশের মাধ্যমে করা ওই আবেদনে কেন্দ্রের যুক্তি ছিল, সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে এমন একটি মিছিল করার অনুমতি দিলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এতে দেশের সম্মান নষ্ট হবে ৷ কেন্দ্রের বক্তব্য, প্রতিবাদ অধিকারের বলে বিশ্বের দরবারে দেশের সম্মান নষ্ট করা উচিত নয়৷

আরও পড়ুন : হিন্দু ধর্মের অপমান ? 'তাণ্ডব' নিয়ে অ্যামাজ়নের কাছে জবাব চাইল কেন্দ্র

এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে যে আদালত কি পুলিশের ক্ষমতা ও তারা কীভাবে কাজ করবে, তা নিয়ে কিছু বলেছে ? পুলিশকে পুলিশের মতো কাজ করতে দেওয়া হোক৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী 20 জানুয়ারি৷

Last Updated : Jan 18, 2021, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.