ETV Bharat / bharat

কৃষক বিক্ষোভের জেরে সিল দিল্লির একাধিক সীমানা, যানজট - কৃষক আন্দোলন

গতকালের বৈঠকে সমাধান সূত্র না বের হওয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ।

Farmers' stir LIVE: Heavy force deployed, 3 more Delhi border points closed
Farmers' stir LIVE: Heavy force deployed, 3 more Delhi border points closed
author img

By

Published : Dec 2, 2020, 12:07 PM IST

Updated : Dec 2, 2020, 12:38 PM IST

দিল্লি, 2 ডিসেম্বর : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলনের ষষ্ঠদিনে বন্ধ করা হল রাজধানীর আরও তিনটি সীমানা । সতর্কতা মেনে বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির সঙ্গে সংযুক্ত গুরগাঁও এবং ঝাঝর-বাহাদুরগড় বর্ডার । যার জন্য শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে । পাশাপাশি প্রতিটি বর্ডারে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে । বহু স্তরীয় ব্যারিকেড রয়েছে । এরই সঙ্গে সিঙ্ঘু এবং টিরকি বর্ডারসহ দিল্লির মোট পাঁচটি বর্ডার পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ।

গতকালই কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসেন তিন কেন্দ্রীয়মন্ত্রী । তবে কৃষি আইন প্রত্য়াহারের দাবি কেন্দ্রের তরফে খারিজ করে দেওয়া হয় ৷ পাশাপাশি আলোচনায় কৃষি আইন নিয়ে কেন্দ্র কমিটি গঠনের প্রস্তাব দেয় । কিন্তু কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা সেই প্রস্তাব ফিরিয়ে দেন । উলটে তাঁরা জানিয়ে দেন, তাঁদের দাবি মানা না হলে এভাবেই চলবে বিক্ষোভ । বৃহস্পতিবার আরও একটি বৈঠক হবে বলে জানা গিয়েছে ।

দিল্লি-নয়ডা বর্ডারের কাছে গৌতম বুদ্ধ দোয়ারে কৃষকদের বিক্ষোভ
দিল্লি-নয়ডা বর্ডারের কাছে গৌতম বুদ্ধ দোয়ারে কৃষকদের বিক্ষোভ

কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে কয়েকদিন আগেই "দিল্লি চলো"-র ডাক দেয় কৃষক সংগঠনগুলি । উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি-হরিয়ানা সীমান্ত । প্রথমে বাধা দিলেও পরে চাপে পড়ে কৃষকদের দিল্লিতে প্রবেশের অনুমতি দেয় সরকার । কিন্তু, জানিয়ে দেওয়া হয় তাদের নির্ধারিত স্থানে বিক্ষোভ দেখাতে হবে । কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেয় কৃষক সংগঠনগুলি ।

দিল্লি-হরিয়ানা সিঙ্ঘু বর্ডারে চলছে বিক্ষোভ
দিল্লি-হরিয়ানা সিঙ্ঘু বর্ডারে চলছে বিক্ষোভ

এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র বের না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ সেইমতো দিল্লিতে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে৷

দিল্লি-গাজিপুর বর্ডারে আন্দোলনরত কৃষকদের জন্য লঙ্গরের ব্যবস্থা করা হয়
দিল্লি-গাজিপুর বর্ডারে আন্দোলনরত কৃষকদের জন্য লঙ্গরের ব্যবস্থা করা হয়

দিল্লি, 2 ডিসেম্বর : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলনের ষষ্ঠদিনে বন্ধ করা হল রাজধানীর আরও তিনটি সীমানা । সতর্কতা মেনে বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির সঙ্গে সংযুক্ত গুরগাঁও এবং ঝাঝর-বাহাদুরগড় বর্ডার । যার জন্য শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে । পাশাপাশি প্রতিটি বর্ডারে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে । বহু স্তরীয় ব্যারিকেড রয়েছে । এরই সঙ্গে সিঙ্ঘু এবং টিরকি বর্ডারসহ দিল্লির মোট পাঁচটি বর্ডার পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ।

গতকালই কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসেন তিন কেন্দ্রীয়মন্ত্রী । তবে কৃষি আইন প্রত্য়াহারের দাবি কেন্দ্রের তরফে খারিজ করে দেওয়া হয় ৷ পাশাপাশি আলোচনায় কৃষি আইন নিয়ে কেন্দ্র কমিটি গঠনের প্রস্তাব দেয় । কিন্তু কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা সেই প্রস্তাব ফিরিয়ে দেন । উলটে তাঁরা জানিয়ে দেন, তাঁদের দাবি মানা না হলে এভাবেই চলবে বিক্ষোভ । বৃহস্পতিবার আরও একটি বৈঠক হবে বলে জানা গিয়েছে ।

দিল্লি-নয়ডা বর্ডারের কাছে গৌতম বুদ্ধ দোয়ারে কৃষকদের বিক্ষোভ
দিল্লি-নয়ডা বর্ডারের কাছে গৌতম বুদ্ধ দোয়ারে কৃষকদের বিক্ষোভ

কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে কয়েকদিন আগেই "দিল্লি চলো"-র ডাক দেয় কৃষক সংগঠনগুলি । উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি-হরিয়ানা সীমান্ত । প্রথমে বাধা দিলেও পরে চাপে পড়ে কৃষকদের দিল্লিতে প্রবেশের অনুমতি দেয় সরকার । কিন্তু, জানিয়ে দেওয়া হয় তাদের নির্ধারিত স্থানে বিক্ষোভ দেখাতে হবে । কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেয় কৃষক সংগঠনগুলি ।

দিল্লি-হরিয়ানা সিঙ্ঘু বর্ডারে চলছে বিক্ষোভ
দিল্লি-হরিয়ানা সিঙ্ঘু বর্ডারে চলছে বিক্ষোভ

এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র বের না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ সেইমতো দিল্লিতে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে৷

দিল্লি-গাজিপুর বর্ডারে আন্দোলনরত কৃষকদের জন্য লঙ্গরের ব্যবস্থা করা হয়
দিল্লি-গাজিপুর বর্ডারে আন্দোলনরত কৃষকদের জন্য লঙ্গরের ব্যবস্থা করা হয়
Last Updated : Dec 2, 2020, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.