ETV Bharat / bharat

বাঁদরের উৎপাত ঠেকাতে কুকুরকে সাজানো হল বাঘ ! - malnad

বাঁদরের তাণ্ডব থেকে বাঁচতে পোষ্য কুকরকে বাঘ সাজালেন চাষিরা ৷ ফসলি জমিতে যাতে বাঁদরের দল না ঢোকে তাই এই সিদ্ধান্ত ৷

বাঘরূপী কুকুর
বাঘরূপী কুকুর
author img

By

Published : Nov 30, 2019, 11:21 PM IST

মালনাদ (কর্নাটক) , 30 নভেম্বর: দেখতে জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার ৷ অথচ জাতে-স্বভাবে সারমেয় ৷ এমন দৃষ্টান্ত দেখা গেল শিবামগ্গার মালনাদ অঞ্চলে ৷ মালনাদের বাসিন্দা শ্রীকান্ত গৌড়ার পোষ্য সারমেয় ৷ শ্রীকান্ত পেশায় কৃষক ৷ তাঁর রয়েছে ফসলে ভরা খেত ৷ আর সেই খেতে সময় অসময়ে তাণ্ডব চালিয়ে ফসল নষ্ট করত বাঁদরের দল ৷ বাঁদরের দলকে শায়েস্তা দিতেই তিনি নিজের পোষ্য কুকুরের গায়ে হলুদ- কালো ডোরাকাটা রং করে দিলেন ৷ পোষ্য সারমেয় হয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার ৷ এবং তাকে কৃষক জমির ফসল পাহারাদারিতে লাগিয়ে দিলেন ৷ যাতে বাঁদরের দল ভয় পেয়ে ওই ফসলি জমিতে না ঢোকে তাই এমন বুদ্ধি বার করেছেন ৷

তিনি জানান, বছর চারেক আগে তিনি ভাটকলে দেখেছিলেন বাঁদর তাড়াতে বাঘের মতো দেখতে একটি পুতুল খেতের মাঝে এবং চারিদিকে রাখা আছে ৷ তাতে বাঁদরের দল ভয় পেয়ে আর খেতমুখো হত না ৷ তা দেখে নিজেও সেই ব্যবস্থা করেছিলেন ৷ কিন্তু ওই পুতুলকাণ্ড বেশি দিন টেকেনি ৷ বাঁদরের দল বাঘের মতো দেখতে পুতুলটিকে তোয়াক্কা না করে ফের খেতে ঢুকতে থাকে ৷ আর আগের মতোই ফসল নষ্ট করতে থাকে ৷ না পেরে শ্রীকান্ত অন্য উপায় খুঁজতে থাকেন ৷ চটজলদি তাঁর পোষ্যটিকে বাঘের গায়ের রং করার কথা মাথায় আসে ৷

তারপর লেগে পড়েন সাধের সারমেয়টিকে বাঘ সাজাতে ৷ চুল রং করার রাসায়নিক পদার্থ দিয়ে কুকুরটির গায়ের রং করেন ৷ ফসল পাহারা দিতে প্রভু ছেড়ে দিলেন তাঁর জমিতে ৷ জমির এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে থাকল কুকুরটি ৷ আর যখনই পোষ্য়ের গায়ের রং ফিকে হতে থাকে তখনই ফের শ্রীকান্ত রং করতে থাকেন ৷ এভাবেই চলতে থাকে শ্রীকান্তের খেতের ফসল রক্ষা করা ৷

তাঁর দেখাদেখি স্থানীয় অন্য কৃষকরাও একই পন্থা নিয়েছেন ৷ এতে কাজ হচ্ছে বলে তাঁরা জানান ৷

মালনাদ (কর্নাটক) , 30 নভেম্বর: দেখতে জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার ৷ অথচ জাতে-স্বভাবে সারমেয় ৷ এমন দৃষ্টান্ত দেখা গেল শিবামগ্গার মালনাদ অঞ্চলে ৷ মালনাদের বাসিন্দা শ্রীকান্ত গৌড়ার পোষ্য সারমেয় ৷ শ্রীকান্ত পেশায় কৃষক ৷ তাঁর রয়েছে ফসলে ভরা খেত ৷ আর সেই খেতে সময় অসময়ে তাণ্ডব চালিয়ে ফসল নষ্ট করত বাঁদরের দল ৷ বাঁদরের দলকে শায়েস্তা দিতেই তিনি নিজের পোষ্য কুকুরের গায়ে হলুদ- কালো ডোরাকাটা রং করে দিলেন ৷ পোষ্য সারমেয় হয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার ৷ এবং তাকে কৃষক জমির ফসল পাহারাদারিতে লাগিয়ে দিলেন ৷ যাতে বাঁদরের দল ভয় পেয়ে ওই ফসলি জমিতে না ঢোকে তাই এমন বুদ্ধি বার করেছেন ৷

তিনি জানান, বছর চারেক আগে তিনি ভাটকলে দেখেছিলেন বাঁদর তাড়াতে বাঘের মতো দেখতে একটি পুতুল খেতের মাঝে এবং চারিদিকে রাখা আছে ৷ তাতে বাঁদরের দল ভয় পেয়ে আর খেতমুখো হত না ৷ তা দেখে নিজেও সেই ব্যবস্থা করেছিলেন ৷ কিন্তু ওই পুতুলকাণ্ড বেশি দিন টেকেনি ৷ বাঁদরের দল বাঘের মতো দেখতে পুতুলটিকে তোয়াক্কা না করে ফের খেতে ঢুকতে থাকে ৷ আর আগের মতোই ফসল নষ্ট করতে থাকে ৷ না পেরে শ্রীকান্ত অন্য উপায় খুঁজতে থাকেন ৷ চটজলদি তাঁর পোষ্যটিকে বাঘের গায়ের রং করার কথা মাথায় আসে ৷

তারপর লেগে পড়েন সাধের সারমেয়টিকে বাঘ সাজাতে ৷ চুল রং করার রাসায়নিক পদার্থ দিয়ে কুকুরটির গায়ের রং করেন ৷ ফসল পাহারা দিতে প্রভু ছেড়ে দিলেন তাঁর জমিতে ৷ জমির এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে থাকল কুকুরটি ৷ আর যখনই পোষ্য়ের গায়ের রং ফিকে হতে থাকে তখনই ফের শ্রীকান্ত রং করতে থাকেন ৷ এভাবেই চলতে থাকে শ্রীকান্তের খেতের ফসল রক্ষা করা ৷

তাঁর দেখাদেখি স্থানীয় অন্য কৃষকরাও একই পন্থা নিয়েছেন ৷ এতে কাজ হচ্ছে বলে তাঁরা জানান ৷

Indore (MP), Nov 30 (ANI): A 72-foot high statue of lord Hanuman will be installed in Madhya Pradesh's Indore, said Kailash Vijayvargiya, national general secretary of the BJP. It is claimed to be world's tallest Hanuman statue. However, it is not clear that how much money is being spent on statue. "This will become religious tourism place and will also provide employment to people," Vijayvargiya added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.