ETV Bharat / bharat

বন্যায় ভেসে গেছে সব, অবসাদে আত্মহত্যার চেষ্টা চাষির - Corps

একদিকে চাষে ক্ষতি ৷ অন্যদিকে ঘর নেই ৷ এই দু'য়ের চাপে অসমে আত্মহত্যআর চেষ্টা করলেন এক চাষি ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 19, 2019, 11:47 PM IST

গুয়াহাটি, 19 জুলাই : কয়েকদিন ধরে জলে ভাসছে অসমের 33টি জেলা । লাগাতার বৃষ্টির জেরে ক্রমেই খারাপ হচ্ছে উত্তর-পূর্বের রাজ্যগুলির পরিস্থিতি । ক্ষতিগ্রস্ত প্রায় 45 লাখ মানুষ । এরই মধ্যে আজ আত্মহত্যার চেষ্টা করলেন এক চাষি ৷

একদিকে চাষে ক্ষতি ৷ ফলে বন্ধ রোজগারের রাস্তা ৷ অন্যদিকে ঘর নেই ৷ ফলে হারিয়েছেন মাথার ছাদ ৷ এই দু'য়ের চাপেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি৷ তাই পুথিমারি নদীতে ঝাঁপ দেন তিনি ৷ আশপাশের কয়েকজন দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করেন ৷

এদিকে বন্যা পরিস্থিতির মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অসম সরকারের তরফে জানানো হয়েছে । চলছে উদ্ধারকাজও ৷

গুয়াহাটি, 19 জুলাই : কয়েকদিন ধরে জলে ভাসছে অসমের 33টি জেলা । লাগাতার বৃষ্টির জেরে ক্রমেই খারাপ হচ্ছে উত্তর-পূর্বের রাজ্যগুলির পরিস্থিতি । ক্ষতিগ্রস্ত প্রায় 45 লাখ মানুষ । এরই মধ্যে আজ আত্মহত্যার চেষ্টা করলেন এক চাষি ৷

একদিকে চাষে ক্ষতি ৷ ফলে বন্ধ রোজগারের রাস্তা ৷ অন্যদিকে ঘর নেই ৷ ফলে হারিয়েছেন মাথার ছাদ ৷ এই দু'য়ের চাপেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি৷ তাই পুথিমারি নদীতে ঝাঁপ দেন তিনি ৷ আশপাশের কয়েকজন দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করেন ৷

এদিকে বন্যা পরিস্থিতির মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অসম সরকারের তরফে জানানো হয়েছে । চলছে উদ্ধারকাজও ৷


New Delhi, July 19 (ANI): Sachin Tendulkar has been inducted into International Cricket Council's Hall of Fame. He becomes the sixth Indian to get inducted into ICC Hall of fame. Fans feel proud of ICC's decision to induct legendary cricketer. Tendulkar has most runs in ODI and Test in his illustrious career. Cricket fraternity also took to twitter to wish Tendulkar. 'The Wall' Rahul Dravid was inducted in Hall of fame in 2018.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.