গুয়াহাটি, 19 জুলাই : কয়েকদিন ধরে জলে ভাসছে অসমের 33টি জেলা । লাগাতার বৃষ্টির জেরে ক্রমেই খারাপ হচ্ছে উত্তর-পূর্বের রাজ্যগুলির পরিস্থিতি । ক্ষতিগ্রস্ত প্রায় 45 লাখ মানুষ । এরই মধ্যে আজ আত্মহত্যার চেষ্টা করলেন এক চাষি ৷
একদিকে চাষে ক্ষতি ৷ ফলে বন্ধ রোজগারের রাস্তা ৷ অন্যদিকে ঘর নেই ৷ ফলে হারিয়েছেন মাথার ছাদ ৷ এই দু'য়ের চাপেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি৷ তাই পুথিমারি নদীতে ঝাঁপ দেন তিনি ৷ আশপাশের কয়েকজন দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করেন ৷
এদিকে বন্যা পরিস্থিতির মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অসম সরকারের তরফে জানানো হয়েছে । চলছে উদ্ধারকাজও ৷