ETV Bharat / bharat

কৃষি আইন নিয়ে আজ কেন্দ্রের সঙ্গে আলোচনায় 29 টি কৃষক সংগঠন - AIKSCC

অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি ( AIKSCC )-র নেতা বলেন , “ আমরা আজ যাচ্ছি কারণ , যদি আমন্ত্রণ প্রত্যাখ্যান করতেই থাকি , তবে তারা বলবে যে আমরা কোনও আলোচনার জন্য প্রস্তুত নই । আমরা তাদের কোনও অজুহাত দিতে চাই না । আমরা সেখানে যাব ৷ “

Punjab farmer agitation
Punjab farmer agitation
author img

By

Published : Oct 14, 2020, 1:02 PM IST

চণ্ডীগড় , 14 অক্টোবর : কৃষি আইনের বিরোধিতায় পঞ্জাবের 29টি কৃষক সংগঠনের প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত ৷ এই বিষয়ে কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চায় কেন্দ্র ৷ তাই সোমবার কৃষিমন্ত্রকের সেক্রেটরি সঞ্জয় আগরওয়াল আলোচনায় বসার জন্য এই কৃষক সংগঠনগুলিকে আহ্বান জানিয়েছিলেন ৷ সেই আহ্বানে সাড়া দিয়ে আজ দিল্লিতে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে চলেছে 29 টি কৃষক সংগঠন ৷

এই বিষয়ে অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি ( AIKSCC )-র নেতা বলেন , “ আমরা আজ যাচ্ছি কারণ , যদি আমন্ত্রণ প্রত্যাখ্যান করতেই থাকি , তবে তারা বলবে যে আমরা কোনও আলোচনার জন্য প্রস্তুত নই । আমরা তাদের কোনও অজুহাত দিতে চাই না । আমরা সেখানে যাব ৷ “

এর আগে সোমবার, পঞ্জাবের কৃষক সংগঠন কিষান মজদুর সংঘর্ষ কমিটি 14 অক্টোবরের আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল । তাছাড়া , 8 অক্টোবর একটি আলোচনায় অংশ নিতে কেন্দ্রের আহ্বান প্রত্যাখ্যান করেছিল কৃষক সংগঠন ৷ তাদের তরফ থেকে জানানো হয়েছিল রেল রোকো আন্দোলন চলবে ৷ তাছাড়া , কৃষি বিল নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছিল ৷ তবে 15 অক্টোবর বৈঠকে অংশ নেওয়ার ব্যাপারে পরে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছিল ৷

এর আগে, রাজ্য সরকার কৃষকদের তাদের "রেল রোকো" আন্দোলনকে শিথিল করার আহ্বান জানিয়েছিল ৷ কৃষকরা পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে কৃষি আইন বাতিল করার প্রস্তাব পাশ করার জন্য পঞ্জাব বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য দাবি করেছিলেন ।দাবিটি না মানা হলে কংগ্রেস নেতা এবং সরকারি প্রতিনিধিদের ঘেরাও করার হুমকি দিয়েছিলেন । এরপর পঞ্জাবের মন্ত্রী ত্রিপ্ত রাজিন্দর সিং বাজওয়া কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে বলেছিলেন , রাজ্য মন্ত্রিসভা বিশেষ বিধানসভা অধিবেশন সম্পর্কে সিদ্ধান্ত নেবে বুধবার ।

কৃষি আইন বাতিল করার দাবি নিয়ে পঞ্জাবের কৃষকরা প্রতিবাদ-বিক্ষোভ জারি রেখেছে ।রেল রোকো কর্মসূচির পাশাপাশি কৃষকরা রাস্তা , শপিংমল অবরোধ করেছে । তারা কয়েকজন BJP নেতার বাড়ির বাইরে অবস্থান-বিক্ষোভ করেছিল ৷ কৃষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে নতুন আইনগুলি ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থাকে ভেঙে দেবে ৷ অবশ্য কেন্দ্রীয় সরকারের তরফে বারবার বলা হচ্ছে যে , কৃষি আইনগুলি কৃষকদের আয় বাড়িয়ে তুলবে , কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি আনবে ৷

চণ্ডীগড় , 14 অক্টোবর : কৃষি আইনের বিরোধিতায় পঞ্জাবের 29টি কৃষক সংগঠনের প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত ৷ এই বিষয়ে কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চায় কেন্দ্র ৷ তাই সোমবার কৃষিমন্ত্রকের সেক্রেটরি সঞ্জয় আগরওয়াল আলোচনায় বসার জন্য এই কৃষক সংগঠনগুলিকে আহ্বান জানিয়েছিলেন ৷ সেই আহ্বানে সাড়া দিয়ে আজ দিল্লিতে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে চলেছে 29 টি কৃষক সংগঠন ৷

এই বিষয়ে অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি ( AIKSCC )-র নেতা বলেন , “ আমরা আজ যাচ্ছি কারণ , যদি আমন্ত্রণ প্রত্যাখ্যান করতেই থাকি , তবে তারা বলবে যে আমরা কোনও আলোচনার জন্য প্রস্তুত নই । আমরা তাদের কোনও অজুহাত দিতে চাই না । আমরা সেখানে যাব ৷ “

এর আগে সোমবার, পঞ্জাবের কৃষক সংগঠন কিষান মজদুর সংঘর্ষ কমিটি 14 অক্টোবরের আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল । তাছাড়া , 8 অক্টোবর একটি আলোচনায় অংশ নিতে কেন্দ্রের আহ্বান প্রত্যাখ্যান করেছিল কৃষক সংগঠন ৷ তাদের তরফ থেকে জানানো হয়েছিল রেল রোকো আন্দোলন চলবে ৷ তাছাড়া , কৃষি বিল নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছিল ৷ তবে 15 অক্টোবর বৈঠকে অংশ নেওয়ার ব্যাপারে পরে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছিল ৷

এর আগে, রাজ্য সরকার কৃষকদের তাদের "রেল রোকো" আন্দোলনকে শিথিল করার আহ্বান জানিয়েছিল ৷ কৃষকরা পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে কৃষি আইন বাতিল করার প্রস্তাব পাশ করার জন্য পঞ্জাব বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য দাবি করেছিলেন ।দাবিটি না মানা হলে কংগ্রেস নেতা এবং সরকারি প্রতিনিধিদের ঘেরাও করার হুমকি দিয়েছিলেন । এরপর পঞ্জাবের মন্ত্রী ত্রিপ্ত রাজিন্দর সিং বাজওয়া কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে বলেছিলেন , রাজ্য মন্ত্রিসভা বিশেষ বিধানসভা অধিবেশন সম্পর্কে সিদ্ধান্ত নেবে বুধবার ।

কৃষি আইন বাতিল করার দাবি নিয়ে পঞ্জাবের কৃষকরা প্রতিবাদ-বিক্ষোভ জারি রেখেছে ।রেল রোকো কর্মসূচির পাশাপাশি কৃষকরা রাস্তা , শপিংমল অবরোধ করেছে । তারা কয়েকজন BJP নেতার বাড়ির বাইরে অবস্থান-বিক্ষোভ করেছিল ৷ কৃষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে নতুন আইনগুলি ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থাকে ভেঙে দেবে ৷ অবশ্য কেন্দ্রীয় সরকারের তরফে বারবার বলা হচ্ছে যে , কৃষি আইনগুলি কৃষকদের আয় বাড়িয়ে তুলবে , কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি আনবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.