ETV Bharat / bharat

কৃষি বিলের বিরুদ্ধে দেশজুড়ে বনধের ডাক, একাধিক জায়গায় বিক্ষোভ - কৃষি বিল

কৃষি বিলের প্রতিবাদে দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কয়েকটি কৃষক সংগঠন । অমৃতসরে কয়েকটি কৃষক সংগঠনের ডাকে রেল রোকো আন্দোলন চলছেই।

rail roko movement
rail roko movement
author img

By

Published : Sep 25, 2020, 8:55 AM IST

Updated : Sep 25, 2020, 10:26 AM IST

দিল্লি, 25 সেপ্টেম্বর : কৃষি বিলের প্রতিবাদে পঞ্জাব সহ একাধিক জায়গায় বিক্ষোভ চলছেই । এর মাঝে আজ দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কয়েকটি কৃষক সংগঠন ।

অমৃতসরে চলছে রেল রোকো আন্দোলন । গতকাল থেকে কয়েকটি কৃষক সংগঠন এই আন্দোলন শুরু করেছে । চলবে 26 তারিখ পর্যন্ত । এর জেরে বাতিল করা হয়েছে 13 জোড়া ট্রেন ।

কৃষি বিলের প্রতিবাদে আজ সারা ভারত কৃষক সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির ডাকা বনধে সমর্থন জানিয়েছে দেশের 31টি কৃষক সংগঠন । পঞ্জাব ও হরিয়ানায় কৃষক সংগঠনের সদস্যরা ইতিমধ্যেই একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন । সারা ভারত কৃষক সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির আহ্বায়ক ভি এম সিং বলেন, "MSP নিশ্চিত না করা হলে এবং গরিবের খাদ্য সুরক্ষার মতো বিষয়কে বহুজাতিক ও কর্পোরেটদের হাতে দেওয়া হলে দেশব্যাপী বিক্ষোভ চলবে ।"

  • Punjab: Kisan Mazdoor Sangharsh Committee continues their 'rail roko' agitation in Amritsar, in protest against the #FarmBills.

    The Committee is holding the 'rail roko' agitation from September 24 to 26 against the Bills. pic.twitter.com/NFfSCcWuO5

    — ANI (@ANI) September 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এই বিলে সম্মতি না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে । বুধবার 18টি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এই আবেদন জানায় ।

জয় কিষাণ আন্দোলনের সদস্য অভীক সাহা বলেছেন, "আমরা সরকারের সঙ্গে গণতান্ত্রিকভাবে সহযোগিতার চেষ্টা করছি । অধ্যাদেশ জারি হওয়ার পর কয়েক হাজার চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে । তবে সংসদেও এই সরকার আমাদের কথা শুনতে অস্বীকার করেছে ।"

কৃষক সংগঠনগুলি এই বিলের বিরোধিতা করে আজ অবরোধের ডাক দিয়েছে । পাশাপাশি MSP নিশ্চিত না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে তারা ।

দিল্লি, 25 সেপ্টেম্বর : কৃষি বিলের প্রতিবাদে পঞ্জাব সহ একাধিক জায়গায় বিক্ষোভ চলছেই । এর মাঝে আজ দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কয়েকটি কৃষক সংগঠন ।

অমৃতসরে চলছে রেল রোকো আন্দোলন । গতকাল থেকে কয়েকটি কৃষক সংগঠন এই আন্দোলন শুরু করেছে । চলবে 26 তারিখ পর্যন্ত । এর জেরে বাতিল করা হয়েছে 13 জোড়া ট্রেন ।

কৃষি বিলের প্রতিবাদে আজ সারা ভারত কৃষক সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির ডাকা বনধে সমর্থন জানিয়েছে দেশের 31টি কৃষক সংগঠন । পঞ্জাব ও হরিয়ানায় কৃষক সংগঠনের সদস্যরা ইতিমধ্যেই একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন । সারা ভারত কৃষক সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির আহ্বায়ক ভি এম সিং বলেন, "MSP নিশ্চিত না করা হলে এবং গরিবের খাদ্য সুরক্ষার মতো বিষয়কে বহুজাতিক ও কর্পোরেটদের হাতে দেওয়া হলে দেশব্যাপী বিক্ষোভ চলবে ।"

  • Punjab: Kisan Mazdoor Sangharsh Committee continues their 'rail roko' agitation in Amritsar, in protest against the #FarmBills.

    The Committee is holding the 'rail roko' agitation from September 24 to 26 against the Bills. pic.twitter.com/NFfSCcWuO5

    — ANI (@ANI) September 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এই বিলে সম্মতি না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে । বুধবার 18টি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এই আবেদন জানায় ।

জয় কিষাণ আন্দোলনের সদস্য অভীক সাহা বলেছেন, "আমরা সরকারের সঙ্গে গণতান্ত্রিকভাবে সহযোগিতার চেষ্টা করছি । অধ্যাদেশ জারি হওয়ার পর কয়েক হাজার চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে । তবে সংসদেও এই সরকার আমাদের কথা শুনতে অস্বীকার করেছে ।"

কৃষক সংগঠনগুলি এই বিলের বিরোধিতা করে আজ অবরোধের ডাক দিয়েছে । পাশাপাশি MSP নিশ্চিত না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে তারা ।

Last Updated : Sep 25, 2020, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.