ETV Bharat / bharat

গতকাল বাড়ি ফেরার কথা ছিল রফিকুলদের, ফিরছেন কফিনবন্দী হয়ে - terrorist attack in kashmir

কাজের সূত্রে প্রায় এক মাস আগে দক্ষিণ কাশ্মীরে গিয়েছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘির পাঁচজন বাসিন্দা ৷ জঙ্গিরা তাঁদের উপর হামলা করে ৷ বাড়ি থেকে বের করে এনে তাঁদের উপর গুলি চালাতে শুরু করে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের ৷ গুরুতর জখম হন জহিরুদ্দিন ৷ তাঁকে অনন্তনাগের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

ভেঙে পড়েছে মৃতদের পরিবার
author img

By

Published : Oct 30, 2019, 1:56 PM IST

সাগরদিঘি, 30 অক্টোবর : গতকাল সাগরদিঘি ফেরার কথা ছিল তাঁদের ৷ কিন্তু গাড়ি না পাওয়ায় হয়ে ওঠেনি ৷ আজ কাশ্মীর থেকে বাড়ির উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছিলেন রফিকুল, নইমুদ্দিন, কামারুদ্দিন, রফিক ও মুরসালিম ৷ বাড়ি ফেরার জন্য করেছিলেন গোছগাছ ৷ পরিবারের সদস্যদের জন্য কিছু কেনাকাটাও করেছিলেন ৷ বাড়ির লোক প্রিয়জনদের আসার অপেক্ষায় ছিলেন ৷ কিন্তু, কাশ্মীর থেকে একটা ফোন কল সব বদলে দিল ৷ বাড়ির লোকজন জানতে পারলেন, আর ফিরে আসবে না রফিকুল, কামারুদ্দিনরা ৷ স্থানীয় পুলিশকর্মীরা বাড়ি এসে জানান, জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে মুরসালিমদের ৷ তারপর থেকে শোকস্তব্ধ গোটা সাগরদিঘি ৷

কাজের সূত্রে প্রায় এক মাস আগে দক্ষিণ কাশ্মীরে গিয়েছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘির পাঁচজন বাসিন্দা ৷ তাঁরা রফিকুল শেখ (22), কামারুদ্দিন শেখ (34), নইমুদ্দিন শেখ (32), রফিক শেখ (51) ও মুরসালিম শেখ (36) ৷

পুলিশ সূত্রে খবর, কাশ্মীরের কুলগামে একটি ভাড়া বাড়িতে থাকতেন পাঁচজনে ৷ গতকাল সন্ধেবেলা নিজেদের বাড়িতেই ছিলেন তাঁরা ৷ সেসময় তাঁদের উপর হামলা করে জঙ্গিরা ৷ দুষ্কৃতীরা বাড়ি থেকে বের করে এনে গুলি চালাতে শুরু করে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের ৷ গুরুতর জখম হন জহিরুদ্দিন ৷ তাঁকে অনন্তনাগের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

মৃত রফিকুল শেখের মা মুনজ়রা বিবি বলেন, "গতরাতে পুলিশ এসে আমাকে ঘুম থেকে তোলে ৷ জানায়, আমার ছেলেকে গুলি করে মেরে ফেলা হয়েছে ৷ আমার ছেলে ওখানে ধান কাটার কাজ করত, শ্রমিকের কাজ করত, আপেল পাড়ার কাজ করত ৷"

মৃত রফিকের বিবি সমিরুন বিবি বলেন, "আজ ওদের সবার ফেরার কথা ছিল ৷ হঠাৎ পুলিশ এসে জানাল, রফিক আর নেই ৷ জঙ্গিদের গুলিতে মারা গেছে ৷ 10-12 বছর ধরে যাওয়া আসা করে ৷ ওখানে সবরকম কাজ করত ৷"

কান্না ভেজানো গলায় নইমুদ্দিনের বিবি আবিদা বিবি বলেন, "28 দিন আগেই কাজে গিয়েছিল ৷ ওখানে ঠান্ডা খুব থাকায় ওরা আজ চলে আসত ৷ গতকাল সারাদিন কাজ করার পর নিজেরা রান্না করে খেতে বসেছিল ৷ কিন্তু খাবার থালা ফেলে ওদের বাইরে বের করে মেরে ফেলেছে জঙ্গিরা ৷ ওখানকার লোকজন ফোন করে আমাদের খবর দেয় ৷"

দেখুন ভিডিয়ো

মৃত মুরসালিমের বিবি সাইরা বিবি বলেন, "চারদিন আগে ফোনে শেষ কথা হয়েছিল ৷ গতকাল রাতে খবর পাই, মুর্শিদাবাদের পাঁচজনকে কাশ্মীরে জঙ্গিরা গুলি করে মেরেছে ৷ পরে সাগরদিঘি থানা থেকে জানানো হয় মুরসালিম মারা গেছে ৷"

মৃত কামারুদ্দিনের বিবি বলেন, "আমার বড় মেয়ের অসুখ ৷ তার জন্য টাকার দরকার ৷ তাই কাশ্মীরে কাজের জন্য গিয়েছিল ৷ পুলিশ কাল এসে জানাল কামারুদ্দিন আর নেই ৷ জঙ্গিদের গুলিতে মারা গেছে ৷ এখন আমাদের কী হবে ? বড় মেয়ের অপারেশনের জন্য টাকা দরকার ৷ "

সাগরদিঘি, 30 অক্টোবর : গতকাল সাগরদিঘি ফেরার কথা ছিল তাঁদের ৷ কিন্তু গাড়ি না পাওয়ায় হয়ে ওঠেনি ৷ আজ কাশ্মীর থেকে বাড়ির উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছিলেন রফিকুল, নইমুদ্দিন, কামারুদ্দিন, রফিক ও মুরসালিম ৷ বাড়ি ফেরার জন্য করেছিলেন গোছগাছ ৷ পরিবারের সদস্যদের জন্য কিছু কেনাকাটাও করেছিলেন ৷ বাড়ির লোক প্রিয়জনদের আসার অপেক্ষায় ছিলেন ৷ কিন্তু, কাশ্মীর থেকে একটা ফোন কল সব বদলে দিল ৷ বাড়ির লোকজন জানতে পারলেন, আর ফিরে আসবে না রফিকুল, কামারুদ্দিনরা ৷ স্থানীয় পুলিশকর্মীরা বাড়ি এসে জানান, জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে মুরসালিমদের ৷ তারপর থেকে শোকস্তব্ধ গোটা সাগরদিঘি ৷

কাজের সূত্রে প্রায় এক মাস আগে দক্ষিণ কাশ্মীরে গিয়েছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘির পাঁচজন বাসিন্দা ৷ তাঁরা রফিকুল শেখ (22), কামারুদ্দিন শেখ (34), নইমুদ্দিন শেখ (32), রফিক শেখ (51) ও মুরসালিম শেখ (36) ৷

পুলিশ সূত্রে খবর, কাশ্মীরের কুলগামে একটি ভাড়া বাড়িতে থাকতেন পাঁচজনে ৷ গতকাল সন্ধেবেলা নিজেদের বাড়িতেই ছিলেন তাঁরা ৷ সেসময় তাঁদের উপর হামলা করে জঙ্গিরা ৷ দুষ্কৃতীরা বাড়ি থেকে বের করে এনে গুলি চালাতে শুরু করে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের ৷ গুরুতর জখম হন জহিরুদ্দিন ৷ তাঁকে অনন্তনাগের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

মৃত রফিকুল শেখের মা মুনজ়রা বিবি বলেন, "গতরাতে পুলিশ এসে আমাকে ঘুম থেকে তোলে ৷ জানায়, আমার ছেলেকে গুলি করে মেরে ফেলা হয়েছে ৷ আমার ছেলে ওখানে ধান কাটার কাজ করত, শ্রমিকের কাজ করত, আপেল পাড়ার কাজ করত ৷"

মৃত রফিকের বিবি সমিরুন বিবি বলেন, "আজ ওদের সবার ফেরার কথা ছিল ৷ হঠাৎ পুলিশ এসে জানাল, রফিক আর নেই ৷ জঙ্গিদের গুলিতে মারা গেছে ৷ 10-12 বছর ধরে যাওয়া আসা করে ৷ ওখানে সবরকম কাজ করত ৷"

কান্না ভেজানো গলায় নইমুদ্দিনের বিবি আবিদা বিবি বলেন, "28 দিন আগেই কাজে গিয়েছিল ৷ ওখানে ঠান্ডা খুব থাকায় ওরা আজ চলে আসত ৷ গতকাল সারাদিন কাজ করার পর নিজেরা রান্না করে খেতে বসেছিল ৷ কিন্তু খাবার থালা ফেলে ওদের বাইরে বের করে মেরে ফেলেছে জঙ্গিরা ৷ ওখানকার লোকজন ফোন করে আমাদের খবর দেয় ৷"

দেখুন ভিডিয়ো

মৃত মুরসালিমের বিবি সাইরা বিবি বলেন, "চারদিন আগে ফোনে শেষ কথা হয়েছিল ৷ গতকাল রাতে খবর পাই, মুর্শিদাবাদের পাঁচজনকে কাশ্মীরে জঙ্গিরা গুলি করে মেরেছে ৷ পরে সাগরদিঘি থানা থেকে জানানো হয় মুরসালিম মারা গেছে ৷"

মৃত কামারুদ্দিনের বিবি বলেন, "আমার বড় মেয়ের অসুখ ৷ তার জন্য টাকার দরকার ৷ তাই কাশ্মীরে কাজের জন্য গিয়েছিল ৷ পুলিশ কাল এসে জানাল কামারুদ্দিন আর নেই ৷ জঙ্গিদের গুলিতে মারা গেছে ৷ এখন আমাদের কী হবে ? বড় মেয়ের অপারেশনের জন্য টাকা দরকার ৷ "

Intro:বাহালনগর গ্রামের বাসিন্দা রফিকুল সেখ (২২)। Body:মুর্শিদাবাদ:  দক্ষিণ কাশ্মীরে জঙ্গিহানা মৃত্যু  হল মুর্শিদাবাদের সাগরদিঘী ৫ শ্রমিকের। ঘটনার খবর সাগরদিঘী থানার বাহালনগর গ্রামে আসতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মঙ্গলবার মধ্যে রাতে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন সাগরদিঘী থানার পুলিশ প্রশাসন ।
মঙ্গলবার সন্ধ্যায় কুলগামের কার্তুসু গ্রামে শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। নিহত হন  মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বাহালনগর গ্রামের বাসিন্দা রফিকুল সেখ (২২)। পালাতে গিয়ে জঙ্গিদের গুলিতে গুরুতর জখম জহুরুদ্দিন নামে এক শ্রমিক। কাশ্মীরের হাসপাতালে চিকিৎসাধীন জহুরুদ্দিন । ২৮দিন আগে শ্রমিকের কাজের উদ্দেশ্যে জম্মু কাশ্মীরে গিয়েছিল তারা।Conclusion:২৮দিন আগে শ্রমিকের কাজের উদ্দেশ্যে জম্মু কাশ্মীরে গিয়েছিল তারা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.