বলরামপুর, 1 অক্টোবর : হাথরসের পর বলরামপুর । একের পর এক বেদনাদায়ক ছবি উঠে আসছে উত্তরপ্রদেশ থেকে । হাথরসে যুবতিকে গণধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ । এরই মধ্যে বলরামপুরে জেলা পুলিশের একাংশের বিরুদ্ধে প্রথমে ঘটনাটি আড়াল করার চেষ্টার অভিযোগ উঠেছিল । তবে পরে সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পরে নড়েচড়ে বসে প্রশাসন । নির্যাতিতার পরিবারকে সরকারের তরফে 6 লাখ 18 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় ।
নির্যাতিতার মায়ের বয়ান অনুযায়ী, গতকাল সকাল সাতটায় কলেজে ভরতি হতে গিয়েছিল ওই যুবতি ৷ কিন্তু যখন সে বাড়ি ফেরে, তখন তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল ৷ কথা বলতে পারছিল না ৷ পেটে তীব্র ব্যথায় ভুগছিল ৷ তখন তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা ৷ গতকাল সন্ধ্যায় হাসপাতালেই মৃত্যু হয় নির্যাতিতার ৷
যুবতির মায়ের অভিযোগ, আমার মেয়েকে তিন থেকে চারজন ব্যক্তি অপহরণ করে এবং তাকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় ৷ তাকে অজ্ঞান করে গণধর্ষণ করা হয়েছে ৷ তার কোমর, পায়ের হাড় ভেঙেছে ৷ আমার মেয়েকে ধর্ষণ, অত্যাচার করার পর তাকে রিকশায় করে বাড়ি পাঠিয়ে দিয়েছে ৷"
আরও পড়ুন : ফের উত্তরপ্রদেশ ! যুবতিকে অপহরণ, ধর্ষণ করে খুন
এদিকে ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ এখনও পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করেছে । ধৃতদের নাম শাহিদ ও সাহিল । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পাশাপাশি আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । ঘটনাস্থান থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করেছে ফরেনসিক দল ।