দিল্লি, 12 মার্চ: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) প্রসঙ্গে ফের বিরোধীদের আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর৷ সংসদে বললেন, CAA প্রসঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষের মনে ভয় ঢোকাতেই মিথ্যে অপপ্রচার করা হচ্ছে৷ পাশাপাশি, NPR-এর জন্য কোনও কাগজ দিতে হবে না বলেও জানান অমিত শাহ ৷
রাজ্যসভায় দিল্লি হিংসার ঘটনা নিয়ে তর্ক-বিতর্কের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমার মুসলিম ভাই-বোনেদের বলব, CAA প্রসঙ্গে মিথ্যা প্রচার চালানো হচ্ছে৷ কারও নাগরিকত্ব এই আইনের মাধ্যমে কেড়ে নেওয়া হবে না৷ বরং নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন৷"
NPR-এর জন্য কোনও দলিল দিতে হবে না বলেও জানান অমিত শাহ৷ রাজ্যসভায় এ প্রসঙ্গে এদিন তিনি বলেন, "আমি আবার বলছি NPR-এর জন্য কোনও দলিল জমা দিতে হবে না৷ যে সমস্ত নথি জমা দিতে হবে তা বাধ্যতামূলক নয়৷ NPR-এর জন্য কারও ভয় পাওয়ার কিছু নেই৷"
দিল্লি হিংসার নিয়ে রাজ্যসভায় বক্তব্য পেশ করতে গিয়ে অমিত শাহ আরও বলেন যে, ''বিভিন্ন সংস্থা থেকে কেন্দ্রের কাছে খবর এসেছে, দিল্লি হিংসার জন্য বিদেশ থেকে টাকা এসেছিল৷ 24 ফেব্রুয়ারির আগেই তা বিতরণ করা হয়েছিল৷"