ETV Bharat / bharat

"জনসেবা"-র জন্য পদত্যাগ ফেসবুক ভারতের পলিসি হেড আঁখি দাসের - Facebook

সম্প্রতি একটি অ্যামেরিকান সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতে শাসকদল BJP-র নেতা-কর্মীদের আপত্তিকর বা বিদ্বেষমূলক মন্তব্য উপেক্ষা করেছে ফেসবুক । যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে । আর এই বিতর্কে নাম উঠে এসেছিল আঁখি দাসের ।

Ankhi Das
আঁখি দাস
author img

By

Published : Oct 28, 2020, 2:29 PM IST

দিল্লি , 28 অক্টোবর : ফেসবুক থেকে পদত্যাগ করলেন ফেসবুক ভারতের পলিসি হেড আঁখি দাস । সম্প্রতি একটি অ্যামেরিকান সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতে শাসকদল BJP-র নেতা-কর্মীদের আপত্তিকর বা বিদ্বেষমূলক মন্তব্য উপেক্ষা করেছে ফেসবুক । যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে । আর এই বিতর্কে নাম উঠে আসে আঁখি দাসের । সম্প্রতি এই বিষয় নিয়ে তাঁকে কম্পানির সহকর্মী ও কেন্দ্রীয় সরকারের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল । এর এক সপ্তাহ পরে ফেসবুক থেকে পদত্যাগ করলেন তিনি ।

ফেসবুক ভারতের ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহন একটি বিবৃতিতে বলেন, "আঁখি জনসেবায় নিজেকে নিয়োজিত করার জন্য ফেসবুকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন । আঁখি ভারতে আমাদের প্রথম দিকের কর্মচারী ৷ এবং গত নয় বছরে কম্পানির উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করেছেন । তিনি গত দু'বছর ধরে আমার নেতৃত্বে একটি দলের হয়ে কাজ করেছেন এবং তাঁর প্রচুর অবদান রয়েছে । তাঁর সেবার জন্য আমরা কৃতজ্ঞ এবং তাঁর ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল । "

“ফেসবুক হেট-স্পিচ রুলস কোলাইড উইথ ইন্ডিয়ান পলিটিক্স - কম্পানি এগজ়িকউটিভ অপোজ়ড মুভ টু ব্যান কন্ট্রোভারশিয়াল পলিটিশিয়ান” শীর্ষক প্রতিবেদনে ‘দা ওয়াল স্ট্রিট জার্নাল’ জানায়, BJP নেতা-কর্মীদের বিদ্বেষমূলক বক্তব্য এবং আপত্তিকর মন্তব্যকে অন্যভাবে দেখে ফেসবুক । জার্নাল আরও দাবি করে, এই সোশাল মিডিয়া জায়ান্টের এক এগজ়িকিউটিভ (আঁখি দাস) জানিয়েছিলেন, এবিষয়ে BJP কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করলে ভারতে কম্পানির ব্যবসায় ক্ষতি হতে পারে । ওই প্রতিবেদনে বলা হয়েছে, BJP-র প্রতি ফেসবুকের বৃহত্তর পক্ষপাতিত্ব রয়েছে ।

এই প্রতিবেদনটি উল্লেখ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি ভোটারদের প্রভাবিত করতে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে "ভুয়ো খবর" ছড়ানোর অভিযোগ করেছিলেন BJP এবং RSS-এর বিরুদ্ধে । কেমব্রিজ় অ্যানালিটিকা ইশু সম্পর্কে কংগ্রেসকে স্মরণ করিয়ে দিয়ে এর পালটা আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ । তথ্যপ্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির প্রধান কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছিলেন, প্যানেল ফেসবুকের কাছ থেকে এই বিষয়ে জানতে চায় ।

গত সপ্তাহে আঁখি দাস তথ্য গোপনীয়তার বিষয় নিয়ে সংসদীয় প্যানেলে হাজির ছিলেন এবং তাঁকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে সূত্রের খবর । আঁখি দাসের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয় । বারবার বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি । এরপরই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন আঁখি দাস ।

দিল্লি , 28 অক্টোবর : ফেসবুক থেকে পদত্যাগ করলেন ফেসবুক ভারতের পলিসি হেড আঁখি দাস । সম্প্রতি একটি অ্যামেরিকান সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতে শাসকদল BJP-র নেতা-কর্মীদের আপত্তিকর বা বিদ্বেষমূলক মন্তব্য উপেক্ষা করেছে ফেসবুক । যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে । আর এই বিতর্কে নাম উঠে আসে আঁখি দাসের । সম্প্রতি এই বিষয় নিয়ে তাঁকে কম্পানির সহকর্মী ও কেন্দ্রীয় সরকারের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল । এর এক সপ্তাহ পরে ফেসবুক থেকে পদত্যাগ করলেন তিনি ।

ফেসবুক ভারতের ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহন একটি বিবৃতিতে বলেন, "আঁখি জনসেবায় নিজেকে নিয়োজিত করার জন্য ফেসবুকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন । আঁখি ভারতে আমাদের প্রথম দিকের কর্মচারী ৷ এবং গত নয় বছরে কম্পানির উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করেছেন । তিনি গত দু'বছর ধরে আমার নেতৃত্বে একটি দলের হয়ে কাজ করেছেন এবং তাঁর প্রচুর অবদান রয়েছে । তাঁর সেবার জন্য আমরা কৃতজ্ঞ এবং তাঁর ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল । "

“ফেসবুক হেট-স্পিচ রুলস কোলাইড উইথ ইন্ডিয়ান পলিটিক্স - কম্পানি এগজ়িকউটিভ অপোজ়ড মুভ টু ব্যান কন্ট্রোভারশিয়াল পলিটিশিয়ান” শীর্ষক প্রতিবেদনে ‘দা ওয়াল স্ট্রিট জার্নাল’ জানায়, BJP নেতা-কর্মীদের বিদ্বেষমূলক বক্তব্য এবং আপত্তিকর মন্তব্যকে অন্যভাবে দেখে ফেসবুক । জার্নাল আরও দাবি করে, এই সোশাল মিডিয়া জায়ান্টের এক এগজ়িকিউটিভ (আঁখি দাস) জানিয়েছিলেন, এবিষয়ে BJP কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করলে ভারতে কম্পানির ব্যবসায় ক্ষতি হতে পারে । ওই প্রতিবেদনে বলা হয়েছে, BJP-র প্রতি ফেসবুকের বৃহত্তর পক্ষপাতিত্ব রয়েছে ।

এই প্রতিবেদনটি উল্লেখ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি ভোটারদের প্রভাবিত করতে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে "ভুয়ো খবর" ছড়ানোর অভিযোগ করেছিলেন BJP এবং RSS-এর বিরুদ্ধে । কেমব্রিজ় অ্যানালিটিকা ইশু সম্পর্কে কংগ্রেসকে স্মরণ করিয়ে দিয়ে এর পালটা আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ । তথ্যপ্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির প্রধান কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছিলেন, প্যানেল ফেসবুকের কাছ থেকে এই বিষয়ে জানতে চায় ।

গত সপ্তাহে আঁখি দাস তথ্য গোপনীয়তার বিষয় নিয়ে সংসদীয় প্যানেলে হাজির ছিলেন এবং তাঁকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে সূত্রের খবর । আঁখি দাসের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয় । বারবার বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি । এরপরই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন আঁখি দাস ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.