ETV Bharat / bharat

বিতর্কিত রাজনৈতিক পোস্ট না সরানোয় সংসদে ফেসবুকের প্রতিনিধের তলব - শশী থারুর

ফেসবুক প্রধান মার্ক জ়ুকারবার্গ বিষয়টি নজরে আনলেও, BJP নেতাদের বিতর্কিত মন্তব্য পোস্ট বন্ধ করা হয়নি । এই নিয়ে টুইটারে সরব হন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ।

hate speech and fake news on facebook
ফেসবুকে ভুয়ো খবর ও বিতর্কিত মন্তব্য পোস্টের অভিযোগ
author img

By

Published : Aug 21, 2020, 5:48 AM IST

দিল্লি, ২১ অগাস্ট : তথ্য প্রযুক্তির বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির তরফে ফেসবুকের প্রতিনিধিদের দেখা করার নির্দেশ দেওয়া হল । সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধি অভিযোগ করেন, ফেসবুকে BJP নেতারা ক্রমাগত ভুয়ো খবর ও বিতর্কিত মন্তব্য করছেন । অথচ ফেসবুকে তরফের এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । এরপরেই শশী থারুরের নেতৃত্বাধীন স্ট্যান্ডিং কমিটি ফেসবুকে প্রতিনিধিদের ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেয় ।

অন্যদিকে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে দেখা করার আভাস দিয়েছিলেন সাংসদ শশী থারুর । সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে স্ট্যান্ডিং কমিটি থেকে তাঁকে অপসারণের দাবি তোলে BJP । বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর এবং নিশিকান্ত দুবে এই মর্মে লোকসভার স্পিকারকে চিঠি লেখেন । স্ট্যান্ডিং কমিটির তরফে ফেসবুকের প্রতিনিধিদের দেখা করার জন্য যে নোটিশ দেওয়া হয়, তাতে বলা হয়, "দেশবাসীর সুরক্ষা এবং সোশাল ও অনলাইন নিউজ মিডিয়ার অপব্যবহার এবং মহিলাদের সুরক্ষা দিকটি বিবেচনা করে ডেকে পাঠানো হচ্ছে ।" ফেসবুকের পাশাপাশি বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়েছে । প্রত্যেককে 2 সেপ্টেম্বর উপস্থিত থাকতে বলা হয়েছে ।

কংগ্রেস নেতা রাহুল গান্ধির একটি পোস্ট ঘিরে কংগ্রেস ও BJP-র মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয় । রাহুল সম্প্রতি টুইটে একটি সংবাদমাধ্যমের খবরের একাংশ পোস্ট করেন । তাতে তিনি দাবি করেন, "BJP কর্মী ও সমর্থকরা ফেসবুকে ক্রমাগত বিতর্কিত পোস্ট করছেন । এই বিষয়ে ফেসবুকের প্রধান মার্ক জ়ুকারবার্গ উদ্বেগ প্রকাশ করলেও তা বন্ধ হয়নি । এমনকি তেলাঙ্গানার এক BJP বিধায়ক কিছু বিতর্কিত পোস্ট করেন । কিন্তু সেটি ডিলিট করতে চাননি ফেসবুকের এক উচ্চপদস্থ কর্মী ।

দিল্লি, ২১ অগাস্ট : তথ্য প্রযুক্তির বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির তরফে ফেসবুকের প্রতিনিধিদের দেখা করার নির্দেশ দেওয়া হল । সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধি অভিযোগ করেন, ফেসবুকে BJP নেতারা ক্রমাগত ভুয়ো খবর ও বিতর্কিত মন্তব্য করছেন । অথচ ফেসবুকে তরফের এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । এরপরেই শশী থারুরের নেতৃত্বাধীন স্ট্যান্ডিং কমিটি ফেসবুকে প্রতিনিধিদের ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেয় ।

অন্যদিকে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে দেখা করার আভাস দিয়েছিলেন সাংসদ শশী থারুর । সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে স্ট্যান্ডিং কমিটি থেকে তাঁকে অপসারণের দাবি তোলে BJP । বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর এবং নিশিকান্ত দুবে এই মর্মে লোকসভার স্পিকারকে চিঠি লেখেন । স্ট্যান্ডিং কমিটির তরফে ফেসবুকের প্রতিনিধিদের দেখা করার জন্য যে নোটিশ দেওয়া হয়, তাতে বলা হয়, "দেশবাসীর সুরক্ষা এবং সোশাল ও অনলাইন নিউজ মিডিয়ার অপব্যবহার এবং মহিলাদের সুরক্ষা দিকটি বিবেচনা করে ডেকে পাঠানো হচ্ছে ।" ফেসবুকের পাশাপাশি বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়েছে । প্রত্যেককে 2 সেপ্টেম্বর উপস্থিত থাকতে বলা হয়েছে ।

কংগ্রেস নেতা রাহুল গান্ধির একটি পোস্ট ঘিরে কংগ্রেস ও BJP-র মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয় । রাহুল সম্প্রতি টুইটে একটি সংবাদমাধ্যমের খবরের একাংশ পোস্ট করেন । তাতে তিনি দাবি করেন, "BJP কর্মী ও সমর্থকরা ফেসবুকে ক্রমাগত বিতর্কিত পোস্ট করছেন । এই বিষয়ে ফেসবুকের প্রধান মার্ক জ়ুকারবার্গ উদ্বেগ প্রকাশ করলেও তা বন্ধ হয়নি । এমনকি তেলাঙ্গানার এক BJP বিধায়ক কিছু বিতর্কিত পোস্ট করেন । কিন্তু সেটি ডিলিট করতে চাননি ফেসবুকের এক উচ্চপদস্থ কর্মী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.