ETV Bharat / bharat

রক ক্লাইম্বিং করতে করতে কাপড় ইস্ত্রি !

author img

By

Published : Sep 11, 2020, 7:11 AM IST

এ-এক আজব খেলা । কেউ রক ক্লাইম্বিং করতে করতে কাপড় ইস্ত্রি করছেন... কেউ আবার নদীতে সার্ফিং বোর্ডের উপর দাঁড়িয়ে ইস্ত্রি করছেন । কে কত চরম পরিস্থিতিতে কাপড় ঠিকঠাক ইস্ত্রি করতে পারবেন... এটাই এই খেলার রোমাঞ্চ ।

এক্সট্রিম আয়রনিং
এক্সট্রিম আয়রনিং

ইস্ত্রি করা জামাকাপড় পরতে কে না পছন্দ করেন ! রোজকার অফিস হোক বা কোনও অনুষ্ঠানবাড়ি... পরিপাটি করে ভাঁজে ভাঁজে ইস্ত্রি করা প্রিয় পোষাকটিই যেন সবার আগে চাই । কিন্তু কখনও কি ভেবেছেন কোনও পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জামা-কাপড় ইস্ত্রি করার কথা ? বা কোনও পাহাড়ি খরস্রোতা নদীর উপর একটি মাত্র দড়িতে ঝুলে থেকে কাপড় ইস্ত্রি করার কথা ?

এ-ও নাকি এক খেলা । সত্যি কত বিচিত্র খেলাই না রয়েছে এই পৃথিবীতে । একবার তো একদল স্কাইডাইভারকে মাঝ আকাশে ঝাঁপ দিয়ে কাপড় ইস্ত্রি করতে দেখা গেছিল । তাঁরা শূন্যে ভাসছেন । সঙ্গে আয়রন বোর্ড, কাপড়, ইস্ত্রি... সেগুলিও । যতক্ষণে তাঁরা মাটি স্পর্শ করেন, ততক্ষণে কাপড় পরিপাটি করে ইস্ত্রি । কী ভাবছেন ? এমনও আবার কোনও খেলা হয় নাকি...

এই আজব খেলার নাম এক্সট্রিম আয়রনিং । কাজ বলতে গেলে বিশেষ কিছুই না । শুধু কাপড় ইস্ত্রি করতে হবে আপনাকে । কিন্তু কীভাবে, কী অবস্থায় আপনি সেই কাপড়টি ইস্ত্রি করছেন, সেটাই আসল ।

এ-এক বিচিত্র খেলা । বিভিন্ন পরিস্থিতিতে কাপড় ইস্ত্রি করার পরীক্ষা । কখনও গাছের মগডালে উঠে, কখনও বা জলের তলায়, কখনও জঙ্গলে... প্রতিমুহূর্তে আপনার ক্ষমতার পরীক্ষা নেবে এই খেলা ।

আরও পড়ুন : বিয়ের আগে নোংরা-পচা জলে স্নান করানো হয় এখানে

মূল বিষয়টি হচ্ছে, আপনাকে কোনও একটি প্রত্যন্ত জায়গায় যেতে হবে । সঙ্গে থাকবে একটি আয়রন বোর্ড, একটি তারবিহীন ইস্ত্রি ও কিছু অগোছালো জামা-কাপড় । এবার সেই প্রত্যন্ত জায়গায় আপনাকে ওই অগোছালো কাপড় ইস্ত্রি করতে হবে । যে যত চরম পরিস্থিতিতে কাপড় ঠিকঠাক ইস্ত্রি করতে পারবে, সে-ই হবে এই খেলার বিজয়ী। পাশাপাশি কে কত দ্রুত কাপড় ইস্ত্রি করতে পারলেন সেটাও এ প্রতিযোগিতায় দেখা হয়।

খেলায় প্রতি মুহূর্তে বিপদের হাতছানি । কেউ রক ক্লাইম্বিং করতে করতে ইস্ত্রি করছেন । কেউ আবার নদীতে সার্ফিং বোর্ডের উপর দাঁড়িয়ে ইস্ত্রি করছেন । একবার যদি পা ফসকে যায়... বা শরীরের ভারসাম্য সামান্য এদিক থেকে ওদিক হয়, তবে কী বিপদ আসতে পারে তা বুঝতে আর দেরি হওয়ার কথা নয় ।

আরও পড়ুন : চিজ়ের প্রতি এমন ভালোবাসা আপনি দেখেননি আগে

কিন্তু প্রশ্ন জাগতেই পারে, এই অদ্ভুত খেলার শুরু হল কীভাবে । এক্সট্রিম আয়রনিং-এর ইতিহাস খুঁজতে গেলে, সবথেকে পুরানো যে তথ্যটি সামনে আসে, তা 1980 সালের । ইংল্যান্ডের সিয়াটেলের কাছে ইয়র্কশায়ার ডালাস ন্যাশনাল পার্কে প্রথম জামা ইস্ত্রি করার ছবি ধরা পড়েছিল । যিনি করছিলেন তাঁর নাম টনি হিয়াম । তাঁর শ্যালক জন স্ল্্যাটার তাঁবুতে থাকাকালীন জামা ইস্ত্রি করেছিলেন । আর এই ঘটনাই টনিকে অনুপ্রাণিত করেছিল ঘরের বাইরে জামাকাপড় ইস্ত্রি করায় । এরপর 1990 পর্যন্ত টনি তাঁর গাড়িতে করে সবসময় আয়রন বোর্ড আর ইস্ত্রি নিয়ে ঘুরতেন আর বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়ে জামাকাপড় ইস্ত্রি করতেন ।

ধীরে ধীরে জনপ্রিয়তার পায় বিষয়টি । 2002 সালে জার্মানির এক সংস্থা এক্সট্রিম আয়রনিংয়ের বিশ্ব প্রতিযোগিতারও আয়োজন করেছিল ।

এক্সট্রিম আয়রনিংকে একটি খেলা হিসেবে বিবেচনা করা যেতে পারে কি না, তা নিয়েও বিতর্ক রয়েছে বিস্তর । তবে রোমাঞ্চপ্রেমীদের পছন্দের এক্সট্রিম স্পোর্টসের তালিকায় নিজের জায়গা কিন্তু পাকা করে নিয়েছে এই বিচিত্র খেলা । একদিকে যেমন প্রতি মুহূর্তে রোমাঞ্চের হাতছানি, অন্যদিকে পছন্দের কাপড়টাও ইস্ত্রি করে নেওয়া... এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে আর কি ।

আরও পড়ুন : "এখান থেকে মৃতদের সাম্রাজ্য শুরু"

ইস্ত্রি করা জামাকাপড় পরতে কে না পছন্দ করেন ! রোজকার অফিস হোক বা কোনও অনুষ্ঠানবাড়ি... পরিপাটি করে ভাঁজে ভাঁজে ইস্ত্রি করা প্রিয় পোষাকটিই যেন সবার আগে চাই । কিন্তু কখনও কি ভেবেছেন কোনও পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জামা-কাপড় ইস্ত্রি করার কথা ? বা কোনও পাহাড়ি খরস্রোতা নদীর উপর একটি মাত্র দড়িতে ঝুলে থেকে কাপড় ইস্ত্রি করার কথা ?

এ-ও নাকি এক খেলা । সত্যি কত বিচিত্র খেলাই না রয়েছে এই পৃথিবীতে । একবার তো একদল স্কাইডাইভারকে মাঝ আকাশে ঝাঁপ দিয়ে কাপড় ইস্ত্রি করতে দেখা গেছিল । তাঁরা শূন্যে ভাসছেন । সঙ্গে আয়রন বোর্ড, কাপড়, ইস্ত্রি... সেগুলিও । যতক্ষণে তাঁরা মাটি স্পর্শ করেন, ততক্ষণে কাপড় পরিপাটি করে ইস্ত্রি । কী ভাবছেন ? এমনও আবার কোনও খেলা হয় নাকি...

এই আজব খেলার নাম এক্সট্রিম আয়রনিং । কাজ বলতে গেলে বিশেষ কিছুই না । শুধু কাপড় ইস্ত্রি করতে হবে আপনাকে । কিন্তু কীভাবে, কী অবস্থায় আপনি সেই কাপড়টি ইস্ত্রি করছেন, সেটাই আসল ।

এ-এক বিচিত্র খেলা । বিভিন্ন পরিস্থিতিতে কাপড় ইস্ত্রি করার পরীক্ষা । কখনও গাছের মগডালে উঠে, কখনও বা জলের তলায়, কখনও জঙ্গলে... প্রতিমুহূর্তে আপনার ক্ষমতার পরীক্ষা নেবে এই খেলা ।

আরও পড়ুন : বিয়ের আগে নোংরা-পচা জলে স্নান করানো হয় এখানে

মূল বিষয়টি হচ্ছে, আপনাকে কোনও একটি প্রত্যন্ত জায়গায় যেতে হবে । সঙ্গে থাকবে একটি আয়রন বোর্ড, একটি তারবিহীন ইস্ত্রি ও কিছু অগোছালো জামা-কাপড় । এবার সেই প্রত্যন্ত জায়গায় আপনাকে ওই অগোছালো কাপড় ইস্ত্রি করতে হবে । যে যত চরম পরিস্থিতিতে কাপড় ঠিকঠাক ইস্ত্রি করতে পারবে, সে-ই হবে এই খেলার বিজয়ী। পাশাপাশি কে কত দ্রুত কাপড় ইস্ত্রি করতে পারলেন সেটাও এ প্রতিযোগিতায় দেখা হয়।

খেলায় প্রতি মুহূর্তে বিপদের হাতছানি । কেউ রক ক্লাইম্বিং করতে করতে ইস্ত্রি করছেন । কেউ আবার নদীতে সার্ফিং বোর্ডের উপর দাঁড়িয়ে ইস্ত্রি করছেন । একবার যদি পা ফসকে যায়... বা শরীরের ভারসাম্য সামান্য এদিক থেকে ওদিক হয়, তবে কী বিপদ আসতে পারে তা বুঝতে আর দেরি হওয়ার কথা নয় ।

আরও পড়ুন : চিজ়ের প্রতি এমন ভালোবাসা আপনি দেখেননি আগে

কিন্তু প্রশ্ন জাগতেই পারে, এই অদ্ভুত খেলার শুরু হল কীভাবে । এক্সট্রিম আয়রনিং-এর ইতিহাস খুঁজতে গেলে, সবথেকে পুরানো যে তথ্যটি সামনে আসে, তা 1980 সালের । ইংল্যান্ডের সিয়াটেলের কাছে ইয়র্কশায়ার ডালাস ন্যাশনাল পার্কে প্রথম জামা ইস্ত্রি করার ছবি ধরা পড়েছিল । যিনি করছিলেন তাঁর নাম টনি হিয়াম । তাঁর শ্যালক জন স্ল্্যাটার তাঁবুতে থাকাকালীন জামা ইস্ত্রি করেছিলেন । আর এই ঘটনাই টনিকে অনুপ্রাণিত করেছিল ঘরের বাইরে জামাকাপড় ইস্ত্রি করায় । এরপর 1990 পর্যন্ত টনি তাঁর গাড়িতে করে সবসময় আয়রন বোর্ড আর ইস্ত্রি নিয়ে ঘুরতেন আর বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়ে জামাকাপড় ইস্ত্রি করতেন ।

ধীরে ধীরে জনপ্রিয়তার পায় বিষয়টি । 2002 সালে জার্মানির এক সংস্থা এক্সট্রিম আয়রনিংয়ের বিশ্ব প্রতিযোগিতারও আয়োজন করেছিল ।

এক্সট্রিম আয়রনিংকে একটি খেলা হিসেবে বিবেচনা করা যেতে পারে কি না, তা নিয়েও বিতর্ক রয়েছে বিস্তর । তবে রোমাঞ্চপ্রেমীদের পছন্দের এক্সট্রিম স্পোর্টসের তালিকায় নিজের জায়গা কিন্তু পাকা করে নিয়েছে এই বিচিত্র খেলা । একদিকে যেমন প্রতি মুহূর্তে রোমাঞ্চের হাতছানি, অন্যদিকে পছন্দের কাপড়টাও ইস্ত্রি করে নেওয়া... এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে আর কি ।

আরও পড়ুন : "এখান থেকে মৃতদের সাম্রাজ্য শুরু"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.