ETV Bharat / bharat

গুরদাসপুরে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে 19

author img

By

Published : Sep 4, 2019, 5:43 PM IST

Updated : Sep 5, 2019, 10:07 AM IST

গুরদাসপুরে বাজি কারখানায় বিস্ফোরণ ৷ মৃত কমপক্ষে 19 ৷ ভিতরে অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা ৷

বাজি কারখানা

গুরদাসপুর, 4 সেপ্টেম্বর : পঞ্জাবের গুরদাসপুরের একটি বাজি কারখানায় বিস্ফোরণ ৷ মৃত্যু হয়েছে কমপক্ষে 19 জনের ৷ আহত অনেকে ৷ কারখানার ভিতরে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা ৷

জানা গেছে, শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষ্যে গুরদাসপুরের বাটালার একটি কারখানায় প্রচুর বাজি মজুত ছিল ৷ আজ দুপুরে সেখানে বিস্ফোরণ হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছেছে দমকল ৷ চলছে উদ্ধারকাজ ৷ ঘটনার পর টুইট করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷ তিনি লেখেন, 'বাটালার বাজি কারখানার বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে বিচলিত ৷ জেলাশাসক ও সিনিয়র পুলিশ সুপারের নেতৃত্বে উদ্ধারকাজ চলছে ৷ '

দেখুন ভিডিয়ো

গুরদাসপুর, 4 সেপ্টেম্বর : পঞ্জাবের গুরদাসপুরের একটি বাজি কারখানায় বিস্ফোরণ ৷ মৃত্যু হয়েছে কমপক্ষে 19 জনের ৷ আহত অনেকে ৷ কারখানার ভিতরে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা ৷

জানা গেছে, শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষ্যে গুরদাসপুরের বাটালার একটি কারখানায় প্রচুর বাজি মজুত ছিল ৷ আজ দুপুরে সেখানে বিস্ফোরণ হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছেছে দমকল ৷ চলছে উদ্ধারকাজ ৷ ঘটনার পর টুইট করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷ তিনি লেখেন, 'বাটালার বাজি কারখানার বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে বিচলিত ৷ জেলাশাসক ও সিনিয়র পুলিশ সুপারের নেতৃত্বে উদ্ধারকাজ চলছে ৷ '

দেখুন ভিডিয়ো
Intro:Body:

At least 13 people were reportedly killed and many injured after fire broke out in a firecracker factory in Batala on Wednesday. The firecrackers were to be used on Guru Nanak Dev’s marriage anniversary celebrations tomorrow.

Conclusion:
Last Updated : Sep 5, 2019, 10:07 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.